টিম ইন্ডিয়ার দুই তরুণ তারকা ব্যাটার শ্রেয়স আইয়ার ও ইশান কিষানের রঞ্জি ট্রফিতে অংশগ্রহণ না করাকে ঘিরে প্রশ্ন জাগে সকল ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেটারদের মনে। কেউ দুই তারকার ব্যক্তিগত সিদ্ধান্তকে সম্মান জানালেও অনেকেই অসন্তোষ প্রকাশ করেছেন এবং জানিয়েছেন যে ক্রিকেটকে বিন্দুমাত্র সম্মান করে না তাঁরা। এই দুই ক্রিকেটাদের কীর্তি দেখে রেগে যায় বিসিসিআইও। কিন্তু তাতেও কোনও কাজ হয়নি। বরং বোর্ডকে বুড়ো আঙুল দেখান এই দুই তরুণ ক্রিকেটার। এই সব কিছুর মধ্যেই ভারত অধিনায়ক রোহিত শর্মার 'খিদে না থাকলে সুযোগ দেওয়া উচিত নয়' মন্তব্য হইচই ফেলে দিয়েছে। যার পর অনেকেই মনে করেছিলেন এইসব শ্রেয়স ও ইশানের উদ্দেশ্যেই বলা হয়েছে। এরপরই দুই ক্রিকেটারকে বাদ দেওয়া বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তি থেকে।
এবার এই বিষয়ে মুখ খুললেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক মহারাজ, অর্থাৎ সৌরভ গঙ্গোপাধ্যায়। রেভ স্পোর্টসের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি জানালেন যে ইশান কিষানের রঞ্জি ট্রফি না খেলার সিদ্ধান্ত অবাক করেছে তাঁকে। এখানেই শেষ নয়, টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক সমর্থন করলেন দুই ক্রিকেটারকে বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে।
প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, 'যখন বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তিতে কোনও ক্রিকেটারের নাম ঘোষণা করা হয়, তখন রঞ্জি ট্রফি খেলাটা তাঁর দায়িত্বের মধ্যে পড়ে। শ্রেয়স আইয়ার ও ইশান কিষান দুজনেরই বয়স কম। শ্রেয়স আর দুদিন বাদেই মুম্বইয়ের হয়ে সেমিফাইনাল খেলবে। তবে সত্যি বলতে গেলে ইশানের রঞ্জি ট্রফি না খেলার সিদ্ধান্তে আমি রীতিমতো চমকে গিয়েছি। ও দলের সঙ্গে সব ফরম্যাটেই থাকে। আইপিএলেও একটা বড় চুক্তি পেয়েছে। সত্যি আমি বুঝে উঠতে পারছি না ঠিক কি কারণে ও এমন সিদ্ধান্ত নিল। ওর মতো একজন প্রতিভাবান ক্রিকেটার এমন কাজ করবে আমি জীবনেও ভাবতে পারিনি। যখন তুমি সব ফরম্যাটেই যুক্ত তখন তোমাকে যা করতে বলা হবে সেটা তো করা উচিত।'
এরপরই সৌরভ গঙ্গোপাধ্যায়কে আসন্ন আইপিএলে ঋষভ পন্তের কামব্যাক প্রসঙ্গে প্রশ্ন করা হয়। সেই প্রশ্নের উত্তরে মহারাজ বলেন, 'এটা দিল্লি ক্যাপিটালস দলের কাছে একটা দারুণ সংবাদ যে ঋষভ পন্তকে আবার খেলতে দেখা যাবে। যদিও দীর্ঘ ১৭-১৮ মাস ও ক্রিকেট থেকে দূরে ছিল। তবে আশা করছি ও দ্রুতই সেই আগের ছন্দে ফিরে আসবে। তাছাড়া ওকেও বেশ আত্মবিশ্বাসী দেখাচ্ছে এই ক্ষেত্রে। আমি খুব খুশি হয়েছি ও দলে ফিরছে বলে।'