ক'দিন আগেই টিম ইন্ডিয়ার বর্তমান হেড কোচ গৌতম গম্ভীর ভারতের সর্বকালের সেরা ওয়ান ডে একাদশ বেছে নিতে বসে বাদ দেন রোহিত শর্মাকে, ৫০ ওভারের ক্রিকেটে যাঁর দখলে তিনটি ডাবল সেঞ্চুরি রয়েছে। গম্ভীর নিজেকে দলে রাখলেও জায়গা করে দেননি ভারতের প্রথম বিশ্বকাপজয়ী দলনায়ক কপিল দেবকে। সচিনকে দলে রাখলেও ওপেনার হিসেবে জায়গা হয়নি মাস্টার ব্লাস্টারের।
এবার পীযূষ চাওলা ভারতের সর্বকালের সেরা ওয়ান ডে একাদশ বেছে নিতে বসে বাদ দিলেন গৌতম গম্ভীরকেই। চাওলা তাঁর পছন্দের সেরা একাদশে রাখেননি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দুই ১০ হাজারি সৌরভ গঙ্গোপাধ্যায় ও রাহুল দ্রাবিড়কে। গম্ভীর অবশ্য সৌরভকে তাঁর দলে না রাখলেও দ্রাবিড়কে রেখেছিলেন সেরা একাদশে। অর্থাৎ, টিম ইন্ডিয়ার সাম্প্রতিক দুই হেড কোচের কাউকেই সেরা একাদশে থাকার যোগ্য মনে হয়নি চাওলার।
চাওলা দুই ওপেনার হিসেবে দলে রেখেছেন সচিন তেন্ডুলকর ও রোহিত শর্মাকে। সেহওয়াগের উপরে আস্থা রাখলেও তাঁকে ব্যাটিং অর্ডারের তিন নম্বরে জায়গা করে দিয়েছেন পীযূষ। চাওলার বেছে নেওয়া সর্বকালের সেরা একাদশের চার নম্বরে রয়েছেন বিরাট কোহলি।
ব্যাটিং অর্ডারের পাঁচ নম্বরে জায়গা পেয়েছেন অল-রাউন্ডার যুবরাজ সিং। ২০০৭ ও ২০১১, ভারতের ২টি বিশ্বকাপ জয়ে ব্যাটে-বলে গুরুত্বপূর্ণ অবদান রাখেন যুবি। ভারতের সর্বকালের সেরা ওয়ান ডে একাদশে যুবির জায়গা পাওয়া নিয়ে প্রশ্ন তুলবেন না কেউই। চাওলা তাঁর বেছে নেওয়া সেরা একাদশে উইকেটকিপার হিসেবে রেখেছেন মহেন্দ্র সিং ধোনিকে। পীযূষের উইকেটকিপার নির্বাচন নিয়েও প্রশ্ন তোলার অবকাশ নেই।
ব্যাটিং অর্ডারের সাত নম্বরে চাওলার পছন্দ টিম ইন্ডিয়ার সর্বকালের সেরা পেসার অল-রাউন্ডার কপিল দেব। পীযূষ তাঁর বেছে নেওয়া দলে দুই স্পিনার হিসেবে জায়গা করে দিয়েছেন হরভজন সিং ও অনিল কুম্বলেকে। একজন অফ-স্পিনার ও একজন লেগ-স্পিনারের এই জুটিকেও যথাযথ মনে হওয়াই স্বাভাবিক।
চাওলা তাঁর বেছে নেওয়া সেরা একাদশে দুই বিশেষজ্ঞ পেসার হিসেবে রেখেছেন জসপ্রীত বুমরাহ ও জাহির খানকে। ডানহাতি ও বাঁ-হাতি দুই পেসার দলে বৈচিত্র্য আমদানি করবে নিশ্চিত।
পীযূষ চাওলার বেছে নেওয়া ভারতের সর্বকালের সেরা ওয়ান ডে একাদশ
সচিন তেন্ডুলকর, রোহিত শর্মা, বীরেন্দ্র সেহওয়াগ, বিরাট কোহলি, যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি, কপিল দেব, হরভজন সিং, অনিল কুম্বলে, জসপ্রীত বুমরাহ ও জাহির খান।