দিল্লি ক্যাপিটালসের কোচ হচ্ছেন বলে জুলাইয়েই দাবি করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কিন্তু কোচ তো দূর অস্ত, তাঁকে আইপিএল জগত থেকে দূরেই ঠেলে দেওয়া হল। সূত্র উদ্ধৃত করে এমনই জানানো হয়েছে একটি রিপোর্টে। সংবাদমাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, আইপিএলে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে আর যুক্ত থাকবেন না ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক তথা ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রাক্তন সভাপতি। তিনি এবার থেকে উইমেন্স প্রিমিয়র লিগের (WPL) দলের দায়িত্বে থাকবেন। মূলত মহিলা দলের ডিরেক্টরের দায়িত্ব সামলাবেন। সেইসঙ্গে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগের দল প্রিটোরিয়া ক্যাপিটালসের দেখভাল করবেন বলে সূত্র উদ্ধৃত করে ওই রিপোর্টে জানানো হয়েছে। ওই রিপোর্ট অনুযায়ী, ২০২৫ সালের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের কোচিং পদে নয়া মুখ দেখা যাবে। সৌরভ যে 'ডিরেক্টর অফ ক্রিকেট' পদে ছিলেন, সেই দায়িত্বভার গ্রহণ করতে চলেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার বেণুগোপাল রাও।
পন্টিং DC-কে এগিয়ে নিয়ে যেতে পারেননি, সহমত ছিলেন সৌরভও
তবে সেটা একেবারে অপ্রত্যাশিত ছিল না। কারণ গত জুলাইয়েই হেড কোচ রিকি পন্টিংয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে দিল্লি। তিনি সাত বছর আইপিএলে দিল্লির দায়িত্ব সামলেছিলেন। সেইসময় সংবাদমাধ্যম আজকালের প্রতিবেদনে জানানো হয়েছিল, সৌরভ দাবি করেছেন যে পন্টিংয়ের বিষয়ে ঠিক কথা বলেছিলেন জিওফ্রে বয়কট। দিল্লিকে এগিয়ে নিয়ে যেতে পারেননি পন্টিং। সেই পরিস্থিতিতে দিল্লির হেড কোচের কুর্সিতে বসতে চলেছেন। আর আইপিএল জেতার লক্ষ্যে টিম গড়ারও পরিকল্পনা করছেন বলে দাবি করেছিলেন সৌরভ।
আরও পড়ুন: IPL 2025 Mega Auction: ৩০ নভেম্বর সম্ভবত IPL মেগা নিলাম, চেনা পরিচিত শহরেই বসবে আসর-রিপোর্ট
শেষ ২ বছর প্লে-অফে ওঠেনি DC
কিন্তু সৌরভের সেই স্বপ্ন ভেঙে গিয়েছে। যিনি ২০১৯ সালে দিল্লি ক্যাপিটালসের উপদেষ্টা হিসেবে যোগ দিয়েছিলেন। তারপর ২০২৩ সালের আইপিএলের আগে 'ডিরেক্টর অফ ক্রিকেট' হিসেবে দিল্লিতে ফিরে এসেছিলেন সৌরভ। কিন্তু ওই দু'বছরে কোনও সাফল্য এনে দিতে পারেননি। দুটি মরশুমেই প্লে-অফে উঠতে পারেননি। ২০২৩ সালে নবম স্থানে শেষ করেছিল দিল্লি। আর ২০২৪ সালের আইপিএলে ষষ্ঠ স্থানে শেষ করেছিল সৌরভের দল। সেই পরিস্থিতিতে তাঁকে আইপিএলের জগত দূরে সরিয়ে দিলেন পার্থ জিন্দলরা।
আরও পড়ুন: IPL রিটেনশনে ১৮ কোটির বেশি দেওয়া যাবে না, এমন কোনও মাথার দিব্যি নেই! মিলল বড় আপডেট
পন্তের ভবিষ্যৎ নিয়ে চলছে জল্পনা
তারইমধ্যে ঋষভ পন্তের ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছে। দিল্লিতে থাকলেও পন্তের হাতে অধিনায়কত্বের ব্যাটন থাকবে কিনা, তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে। ওই রিপোর্ট অনুযায়ী, এক সূত্র বলেছেন যে এখন পন্তের কোর্টেই বল আছেন। ভারতীয় তারকাই নিজে সিদ্ধান্ত নেবেন যে শুধুমাত্র খেলোয়াড় হিসেবে দলে থাকবেন কিনা। তাঁকে যে রিটেন করা হবে, সেই বিষয়ে ইতিমধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে।