বাংলা নিউজ > ক্রিকেট > যত বারই কথা হয়েছে, ক্রিকেট নিয়েই হয়েছে- বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে ভারাক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়

যত বারই কথা হয়েছে, ক্রিকেট নিয়েই হয়েছে- বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে ভারাক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়

বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে ভারাক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায় (ছবি-এক্স)

বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে ভারাক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে বেশ ভালো সম্পর্ক ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের, যদিও বহু বছর সেই যোগাযোগটা ছিল না। বৃহস্পতিবার মুম্বইয়ে যাওয়ার পরেই বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণের খবর পেয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

Buddhadeb Bhattacharjee Dies At 80: বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে ভারাক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে বেশ ভালো সম্পর্ক ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের, যদিও বহু বছর সেই যোগাযোগটা ছিল না। বৃহস্পতিবার মুম্বইয়ে যাওয়ার পরেই বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণের খবর পেয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মানুষ বুদ্ধদেবের প্রতি নিজের অবিমিশ্র শ্রদ্ধা ছিল বলে জানাচ্ছেন সৌরভ। পাশাপাশিই প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর পরিবারকে সমবেদনাও জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। পশ্চিমবঙ্গে বামশাসনের সময়ে বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়কে নানা অনুষ্ঠানে দেখা গিয়েছিল। বুদ্ধদেব ছাড়াও তৎকালীন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্যের সঙ্গেও সৌরভের অত্যন্ত ভালো সম্পর্ক। সৌরভ লর্ডসে শতরান করে ফেরার পরে কলকাতা পুরসভার তরফে সৌরভকে নাগরিক সংবর্ধনাও দেওয়া হয়েছিল।

আরও পড়ুন… ভিডিয়ো: রেকর্ড গড়েই দীর্ঘদিনের বন্ধুকে বিয়ের প্রস্তাব দিলেন ফরাসি অ্যাথলিট অ্যালিস ফিনোট

অনেকেই জানেন বুদ্ধদেব ভট্টাচার্য নিজেও একটা সময়ে উত্তর কলকাতার দেশবন্ধু পার্কে ক্রিকেট প্রশিক্ষণ নিতেন। তবে চোখ খারাপ হয়ে যাওয়ার কারণে তাঁকে অকালে ক্রিকেট খেলা ছেড়ে দিতে হয়েছিল। কিন্তু ক্রিকেট সম্পর্কে তাঁর উৎসাহে কখনও ঘাটতি দেখা যায়নি। সৌরভের সঙ্গে তাঁর সম্পর্কও ছিল সম্পূর্ণ ক্রিকেটীয়। বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে ভারাক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায় আনন্দবাজার অনলাইনকে জানিয়েছেন, ‘আমার সঙ্গে খুবই ভালো সম্পর্ক ছিল। পুরোপুরি খেলাপাগল মানুষ ছিলেন। আমি তখন ভারতের অধিনায়ক। আমার সঙ্গে ক্রিকেট নিয়ে বিস্তর আলোচনা হত। আমি ছ’বছর ক্যাপ্টেন ছিলাম। যত বারই কথা হয়েছে, ক্রিকেট নিয়েই হয়েছে। শুধু সৌরভের ক্রিকেট বা সমকালীন ভারতীয় ক্রিকেট নয়, পঙ্কজ রায়ের ব্যাটিং নিয়েও আলোচনা হয়েছে।’

আরও পড়ুন… Paris Olympics 2024: ৮ ঘণ্টায় প্রায় ৩ কেজি ওজনের বৃদ্ধি! ভিনেশ ফোগাটের ওজন বাড়ার পিছনের আসল গল্পটা কী?

রাজনীতি নিয়ে সৌরভের সঙ্গে কোনও দিন কোনও আলোচনা করেননি বুদ্ধদেব ভট্টাচার্য। সৌরভ গঙ্গোপাধ্যায়ের কথায়, ‘এত বার কথা হলেও কোনও দিন রাজনীতি নিয়ে কখনই কিছু কথা বলেননি। রাজনীতি নিয়ে একটি কথাও বলেননি তিনি। এতটাই উদারতা ছিল ওঁর মধ্যে।’ বুদ্ধদেব ভট্টাচার্যের আরও একটি ভালোবাসার কথা জানান সৌরভ। আসলে সিনেমাপাগল মানুষ ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ‘সিনেমা নিয়েও ওঁর অসম্ভব আগ্রহ ছিল। সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে অত্যন্ত ভালো সম্পর্ক ছিল।’ বুদ্ধদেবের সঙ্গে সৌরভের শেষ বার দেখা বা কথা হয়েছে ২০০৮-’০৯ সাল নাগাদ। তার পরে আর দেখা বা কথা হয়নি। সৌরভ গঙ্গোপাধ্যায়ের কথায়, ‘ভোটে হেরে যাওয়ার পরে উনি নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছিলেন। তার আগে থেকেই যোগাযোগটা একটু কমে এসেছিল। আমার সঙ্গে শেষ বার দেখা বা কথা হয়েছে সম্ভবত ২০০৮-’০৯ সালে।’

ক্রিকেট খবর

Latest News

২৩১ রান ও ৫ উইকেট- ‘১৯ নভেম্বরের জুটি’-র তাণ্ডবে ৪৪ ওভারেই ৩১৬ তুলে জিতল অজিরা! Tata Steel World 25K Kolkata: ডিসেম্বরই শহরে বসছে আন্তর্জাতিক ম্যারাথন ইতালির হয়ে খেলেন ১৬ ম্যাচ, তাতেই ১৯৯০ বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা, প্রয়াত তোতো রান-আউটই করে দিচ্ছিলেন! পন্তের কাছে ক্ষমা চাইলেন যশস্বী, পরে ডোবাচ্ছিলেন ঋষভ RG কর দুর্নীতিতে কীভাবে ‘গরিবের ডাক্তার’-র ডাক্তারের নাম জড়াল? হতবাক স্থানীয়রা নম্বরে গরমিল, রিভিউ পিটিশন করতে পারে SSC, উচ্চপ্রাথমিকে নিয়োগে ফের জটিলতা 'এরা মুখ দিয়েই বাতকর্ম ক্রিয়া করে', পরম-স্বস্তিকা-দেবলীনাদের কটাক্ষ, পালটা কুণাল ‘নিজেকে এলিয়েন মনে হয় না, ভাগ্যিস….’, লেভার কাপের কেন এরকম বললেন ফেডেরার? ‘তিন নম্বরে তোমায় দরকার’: রোহিত-গিল-কোহলির ব্যর্থতার পরেই ভাইরাল পূজারার ভিডিয়ো বিয়ে বাঁচাতে অমিতাভ-জয়ার থেকে আলাদা হবেন অভিষেক? জলসার কাছে কিনলেন নতুন সম্পত্তি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.