অস্ট্রেলিয়া সফরে কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে বিরাট কোহলিকে। বর্ডার গাভাসকর ট্রফিতে ব্যাট হাতে রান করতে পারেননি তিনি। বারবার অফ স্টাম্পের বল খেলতে গিয়ে আউট হয়েছেন তিনি। এই সমস্যা যদিও তাঁর নতুন কিছু নয়। কিন্তু গুরুত্বপূর্ণ সিরিজে তাঁর ব্যাট থেকে রান না আসাটা হতাশ করেছে সকলকে। এরপরেই টেস্ট ক্রিকেটে তাঁর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। গোটা অস্ট্রেলিয়া সফরে মাত্র ১টি সেঞ্চুরি করেছিলেন তিনি। ৫টি টেস্টের ৯ ইনিংসে ব্যাট করে ১৯০ রান করেছিলেন বিরাট, গড় ২১.১১। একমাত্র পার্থে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেছিলেন তিনি। বিরাটের এই পারফরম্যান্স দেখে বেশ অবাক হয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক তথা প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।
সিএবি-র এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিরাটকে ‘সাদা বলের ক্রিকেটের’ সেরা খেলোয়াড় হিসাবে উল্লেখ করেছেন সৌরভ। তবে একই সঙ্গে কোহলির সাম্প্রতিক খারাপ ফর্মের বিষয়টিও তুলে ধরেছেন তিনি। সৌরভ বলেন, ‘আমার মনে হয় বিরাটের মতো খেলোয়াড় জীবনে একবারই তৈরি হয়। সে ৮০টা আন্তর্জাতিক সেঞ্চুরি করেছে, যা ভাবা অসম্ভব। আমার মতে ও সাদা বলের ক্রিকেটে বিশ্বের সেরা খেলোয়াড়।’ তারপর তিনি বলেন, ‘পার্থে সেঞ্চুরি করার পর তার পারফরম্যান্স দেখে আমি খুবই অবাক হয়েছি। গত বছর রান পেতে ওর সমস্যা হয়েছে। কিন্তু পার্থের সেঞ্চুরির পর এটা একটা ভালো সিরিজ হতে পারত ওর কাছে। কিন্তু এরকম হতে পারে। প্রত্যেক ক্রিকেটারের নিজস্ব দুর্বলতা এবং শক্তি থাকে। বিশ্বে এরকম কোনও খেলোয়াড় নেই যার কোনও দুর্বলতা নেই। তুমি বোলারদের মোকাবিলা করার সঙ্গে সঙ্গে কিভাবে নিজের দুর্বলতার বিরুদ্ধে লড়াই করবে সেটা বেশি গুরুত্বপূর্ণ।’
তবে সৌরভ আশা করছেন যে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাট ভালো পারফর্ম করবেন। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি ওর মধ্যে এখনও অনেক ক্রিকেট বাকি রয়েছে। ইংল্যান্ড সফর তার কাছে চ্যালেঞ্জিং হতে চলেছে। আমি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে খুব বেশি চিন্তিত নয়। আমি যেমন বলেছি যে সে সাদা বলের ক্রিকেটের সেরা ক্রিকেটার। সে এই প্রতিযোগিতায় রান করবে। আমি মনে করি ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের অন্যতম দাবিদার।’ অন্যদিকে রোহিতেরও প্রশংসা করেছেন সৌরভ। তিনি বলেন, ‘রোহিত সাদা বলের একজন দুরন্ত ক্রিকেটার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা অন্য রোহিতকে দেখতে পারব। যেমন আমি বলেছি যে তারা এবার চ্যাম্পিয়ন হওয়ার দাবি রাখে।’ তিনি যোগ করেন, ‘কিন্তু লাল বলের ক্রিকেটে তারা যা করেছে তার থেকে ভালো করতে হবে। আমি সব সময় বলেছি যখন তুমি বিদেশে প্রথম ইনিংসে ৩৫০-৪০০ রান করবে তখন ম্যাচে ভালো জায়গায় থাকবে।’