রবিবার ছিল মহিলাদের আইপিএলের মিনি নিলাম। সেখানেই পাঁচটি দলই নিজেদের মতো করে দল গুছিয়ে নিল। এবারে দিল্লি ক্যাপিটালসের মহিলা দলের দায়িত্বে এসেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। যদিও তিনি কোচ নন দলের। হাতে ২.৫ কোটি টাকা নিয়েই দিল্লি ক্যাপিটালস দল চারজন ক্রিকেটারের স্লট পূরণ করতে নেমেছিল। আর তাঁরা সেই মতো নিজেদের পছন্দের চার ক্রিকেটারকে দলে তুলে নিল।
আরও পড়ুন-নতুন বছরে বাগান সমর্থকদের উপহার সঞ্জীব গোয়েঙ্কার! হায়দরাবাদ FC ম্যাচের টিকিট ফ্রি
দিল্লি ক্যাপিটালসের এবারের দল গঠনে খুশি দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়। নন্দিনী কাশ্যপ সারাহ ব্রাইস, চারানি এবং নিকি প্রসাদকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালসের মহিলা দল। সেই নিয়েই বাংলার মহারাজ বলছেন, ‘এবারের অকশানটা আমাদের জন্য ভালোই গেছে। আমি দুই মরশুম ধরে এই মহিলা আইপিএল দলের সঙ্গে জড়িত রয়েছি। অত্যন্ত কাছ থেকে দলের সঙ্গে যুক্ত রয়েছি এবং কাজ করেছি নিলামে। আমরা গতবারের তুলনায় এবারে অনেক বেশি শক্তিশালী দল। নন্দিনী আর সারাহ দলে আশার পর আমাদের স্কোয়াড এখন অনেক শক্তিশালী। ’।
আরও পড়ুন-বুমরাহকে বর্ণবিদ্বেষী মন্তব্য প্রাক্তন ইংরেজ তারকার? বাবা কলকাতার ছেলে ছিলেন!
দিল্লি ক্যাপিটালস দল নিজেদের ব্যাক আপ উইকেটকিপারের লক্ষ্যে ছিল, ১০ লক্ষ্য টাকায় তাঁরা নেয় নন্দিনী কাশ্যপকে। সম্প্রতি ২১ বছর বয়সী এই ক্রিকেটার সিনিয়র মহিলা টি২০ ট্রফিতে ২৪৭ রান করেছে উত্তরাখণ্ড দলের হয়ে। এই নিয়ে মহারাজ বলেন, তিনি ১০ লক্ষ টাকায় নন্দিনিকে নিতে পেরে অবাক। তাঁরা চেয়েছিলেন নন্দিনী, সিমরান বা কমলিনির মধ্যে কাউকে পেতে, তবে নন্দিনিকে এক সস্তায় পাবেন ,সেটা তাঁরা ভাবতেই পারেননি। সারাহকেও অনেক কম দামেই তোলে দিল্লি।
মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে নিলামে দড়ি টানাটানি চলে অলরাউন্ডার চারানির। তাঁকে ৫৫ লাখ টাকায় শেষ পর্যন্ত দলে নেয় দিল্লি ক্যাপিটালস দল। গতবার গুজরাট জায়ান্টের হয়ে ৯টি ম্যাচে খেলেছিলেন। এছাড়াও স্কটল্যান্ডের উইকেটকিপার ব্যাটার সারাহ ব্রাইসকে মাত্র ১০ লক্ষ টাকায় দলে নেয় দিল্ল। ৫৮টি মহিলাদের আন্তর্জাতিক টি২০ ম্যাচে তিনি করেছেন ১২৯০ রান।
ওয়ার্নারের স্লেজিংয়ে ভয় পাননি! উল্টে দ্বিগুন স্লেজিং করেন পূজারা! ফাঁস করলেন রহস্য...
এছাড়াও কর্ণাটকের ১৯ বছর বয়সী নিকি প্রসাদকেও দলে নেয় সৌরভ গঙ্গোপাধ্যায়ের ফ্র্যাঞ্চাইজি। সম্প্রতি মহিলাদের অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে তিনি ভারতীয় দলের অধিনায়কও নির্বাচিত হয়েছেন। এছাড়াও দলে আগে থেকেই ছিলেন জেমিমা রদ্রিগেজ, শেফালি বর্মার মতো ভারতীয় ক্রিকেটাররা। বিদেশিদের মধ্যে মেগ ল্যানিং, মারিজানে কাপ এবং জেস জোনাসেনরাও রয়েছেন।