শুভব্রত মুখার্জি:- মঙ্গলবার চলতি আইপিএলের ম্যাচে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং লখনউ সুপার জায়ান্টস।এই ম্যাচে নামার আগে দুই দলের ঝুলিতেই ছিল ১২ পয়েন্ট।প্লে অফের লড়াইতে থাকতে হলে এই ম্যাচ জিততেই হত দুই দলকে। এমন আবহে এই ম্যাচে দিল্লি খেলতে নেমেছিল তাদের তারকা বাঁহাতি ওপেনারকে ছাড়াই। তবে ওয়ার্নারের অভাব বা তাঁর অনুপস্থিতিতে এই মরশুমে দিল্লির হয়ে অনেকটাই ঢেকে দিয়েছেন তাঁর স্বদেশীয় ২২ বছর বয়সী তারকা জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক।এদিন ম্যাকগার্কের ভূয়সী প্রশংসা করার পাশাপাশি ডেভিড ওয়ার্নারকেও প্রশংসায় ভরিয়েছেন দিল্লি ক্যাপিটালস দলের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়। পাশাপাশি সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাবি দিল্লি পরের বছর ম্যাকগার্ককে রিটেন করার চেষ্টা করতে ও পারে।তবে নিলামে গেলে যে জ্যাক ফ্রেজার ম্যাকগার্ককে দলে নিতে ঝড় উঠবে তাও জানাতে ভোলেননি তিনি।
মঙ্গলবার ম্যাচে টসের পরে অফিসিয়াল ব্রডকাস্টার স্টার স্পোর্টসকে সৌরভ গঙ্গোপাধ্যায় জানান ,' আমি ওঁর (জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের) বিষয়ে যেটা সবথেকে ভালোবাসি তা হল ওঁর মধ্যে রানের খিদে রয়েছে। ও আরো বেশি করে ম্যাচ খেলতে চায়।আমি জানি যে ও টি-২০ বিশ্বকাপের অস্ট্রেলিয়া দলে জায়গা পায়নি। অস্ট্রেলিয়া ওকে হয়ত দলে নিতে পারত। তবে এটাই বাস্তব।মেনে নিতে হবে।যখন দলে ডেভিড ওয়ার্নার ,ট্রেভিস হেড,মিচেল মার্শের মতন একগাদা ভালো ক্রিকেটার থাকে তখন দলে জায়গা পাওয়াটা খুব মুশকিল। তবে ওর বয়স মাত্র ২২। ওর সামনে দীর্ঘ কেরিয়ার পরে রয়েছে। আমি নিশ্চিত যদি ও পরের বছর আইপিএলের নিলামের টেবিলে যায় তা হলে সেটার জন্য ও প্রস্তুত। ওকে দলে নিতে কিন্তু নিলামে ঝড় তুলতে পারে ফ্র্যাঞ্চাইজিগুলো। দলগুলো ওকে নিতে চাইবে। আমরা দিল্লিতে ওকে ভবিষ্যতে ধরে রাখতে চাইব। কারণ ও একজন গেম চেঞ্জার। এই ফর্ম্যাটে যা খুব জরুরি।আর আমরা এটাই চাই। আমরা দেখব বিষয়টা ঠিক কোথায় দাঁড়ায়। '
আরও পড়ুন-ICC T20 World Cup- ভারত সেমিফাইনালে উঠলে ম্যাচ গায়ানাতে, নেই রিজার্ভ ডে
সৌরভ গঙ্গোপাধ্যায় আরো যোগ করেন ' আমাদের দলের জন্য ও বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছে।নতুন মাত্রা যোগ করেছে। ও যেভাবে ব্যাট করেছে তাতে আমি সত্যি সত্যিই বিস্মিত। আমার মনে হয় এটা প্রথমবার যেখানে ও উপমহাদেশের উইকেটে খেলছে।তারপর এই পারফরম্যান্স সত্যিই তারিফযোগ্য। আমি এটা বলব এখানকার উইকেট ব্যাটিংয়ের জন্য খুব ভালো। তবে এটা ও ঠিক দিনের শেষে রানটা করতে হবে। সঠিক বলটা বাউন্ডারিতে পাঠাতে হবে। ওঁর মনোভাব খুব পজিটিভ।ও নেটে দারুন পরিশ্রম করে। ঐচ্ছিক অনুশীলনে ও আমি দেখেছি ও উপস্থিত থাকে। এই ফর্ম্যাটে আমি মনে করি ওর ভবিষ্যত অত্যন্ত উজ্জ্বল।'
এই মরশুমে জ্যাক ফ্রেশার ম্যাকগার্ক ইতিমধ্যেই ৩৩০ রান করে ফেলেছেন।স্ট্রাইক রেট অবিশ্বাস্য ২৩৪.০৪। ডেভিড ওয়ার্নারের পরিবর্তে দলে এসে নিজের জায়গা পাকা করে ফেলেছেন অজিদের এই মারকুটে ব্যাটার।