ঘরের মাঠে সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে পরাজয় দক্ষিণ আফ্রিকার। ভারতের কাছে ১১ রানে হারতে হয় তাদের। মূলত অতিরিক্ত রানের মাসুল দিতে হয়েছে প্রোটিয়াদের বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তবে হারলেও দলের ক্রিকেটারদের পাশে দাঁড়ালেন অধিনায়ক এইডেন মার্করাম। ভারতের হয়ে ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স করেন তিলক বর্মা, তিনি ৫৬ বলে ১০৭ রান করে নটআউট ছিলেন। অন্যদিকে বল হাতে নজর কাড়েন আর্শদীপ সিং, তিনি ৪ ওভার বল করে ৩৭ রান দিয়ে ৩ উইকেট নেন। ৪ ম্যাচের সিরিজে বর্তমানে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। শুক্রবার চতুর্থ টি-২০ ম্যাচটি অনুষ্ঠিত হবে। সেদিকে নজর থাকবে সবার। দেখার বিষয় ভারত শেষ ম্যাচটি জিতে সিরিজ নিজেদের নামে করে না দক্ষিণ আফ্রিকা জিতে সিরিজে সমতা ফেরায়।
ম্যাচের শেষে প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম বলেন, ‘আমার দলের খেলোয়াড়দের প্রচেষ্টার জন্য আমি গর্বিত। আমরা অনেকটা কাছাকাছি গিয়েছিলাম। নিচের দিকের ব্যাটসম্যানদের অবদান সত্যি প্রশংসনীয়। আমরা যা পরিকল্পনা করেছিলাম ওরা তাই করেছিল। আমি মনেকরি এই মাঠে ২২০ রান তাড়া করা সম্ভব। পুরোটাই ওভার ধরে ধরে খেলার উপর নির্ভর করে। আপনি যদি প্রতিটি ওভারে এগিয়ে থাকতে পারেন তাহলে ম্যাচও জিতে যাবেন। আমাদের পরের ম্যাচের আগে অনেক জায়গায় উন্নতি করতে হবে।’ উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকা এর আগে দ্বিতীয় টি-২০ ম্যাচে ৩ উইকেটে জয় পেয়েছিল। আবার প্রথম টি-২০ ম্যাচে ৬১ রানে জয় পেয়েছিল টিম ইন্ডিয়া।
প্রসঙ্গত, তৃতীয় টি-২০ ম্যাচে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। আগের ম্যাচের মতো এদিনও শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন সঞ্জু স্যামসন। তবে ভালো খেলেন অভিষেক শর্মা এবং তিলক বর্মা। ২৫ বলে ৫০ করেন অভিষেক। অন্যদিকে শতরান করে নটআউট ছিলেন তিলক। নির্ধারিত ২০ ওভারের শেষে ভারত ৬ উইকেট হারিয়ে ২১৯ রান তোলে। দক্ষিণ আফ্রিকার হয়ে ২টি করে উইকেট নেন অ্যান্ডিল সিমেলেন এবং কেশব মহারাজ। ১টি উইকেট নেন মার্কো জানসেন। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল প্রোটিয়ারা। ব্যাটিংয়ে উল্লেখযোগ্য ভাবে নজর কাড়েন এনরিখ ক্লাসেন এবং মার্কো জানসেন। ২২ বলে ৪১ করেন এনরিখ এবং ১৭ বলে ৫৪ করেন জানসেন। নির্ধারিত ২০ ওভারের শেষে ৭ উইকেট হারিয়ে ২০৮ রান তোলে দক্ষিণ আফ্রিকা। ১১ রানে ম্যাচ জেতে ভারত। টিম ইন্ডিয়ার হয়ে বল হাতে ৩টি উইকেট নেন আর্শদীপ এবং ২টি উইকেট নেন বরুণ চক্রবর্তী। এছাড়াও ১টি করে উইকেট পান হার্দিক পান্ডিয়া এবং অক্ষর প্যাটেল।