টি২০ সিরিজ ড্র হওয়ার পর একদিনের সিরিজ পকেটে তুলে নিয়েছে টিম ইন্ডিয়া। ২-১ ব্যবধানে সিরিজ হারতে হয় দক্ষিণ আফ্রিকাকে। দ্বিতীয় ম্যাচে কামব্যাক করেও, তৃতীয় ম্যাচে জয় পায়নি এডেন মার্করাম ও তাঁর বাহিনী। বড় ব্যবধানে পরাজিত হয় তাঁরা। এবার 'মেন ইন ব্লু'র থেকে বদলা নিতে হলে প্রোটিয়াদের জিততে হবে আসন্ন টেস্ট সিরিজ। তবে এরই মাঝে বড় ঘোষণা করে দিয়েছেন দলের তারকা ব্যাটার ডিন এলগার। তিনি জানিয়েছেন যে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেবেন। পাশাপাশি তিনি এও বলেছেন, যে তিনি কৃতজ্ঞ দেশের ক্রিকেট বোর্ডের কাছে তাঁকে দলে সুযোগ দেওয়ার জন্য এবং ১২ বছরের এই সফর তিনি চিরকাল মনে রাখবেন।
২০১২ সালে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার ডিন এলগারের। প্রথমদিকে ব্যাট হাতে বিশেষ প্রভাব ফেলতে না পারলেও পরের দিকে একের পর এক ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন তিনি। ঝুলিতে রয়েছে একাধিক অর্ধশতরান এবং শতরান। এবার ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) একটি বিবৃতি প্রকাশ করেছে, যেখানে জানানো হয়েছে ডিন এলগারের আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার ঘোষণার কথা।
বিবৃতিতে এলগার বলেছেন, 'সব ভালো জিনিসেরই একটা শেষ থাকে। ক্রিকেটের ক্ষেত্রেও ব্যাপারটা একই। ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজই আমার জীবনের শেষ খেলা হবে। আমি এই বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। এই খেলা আমাকে অনেককিছু দিয়েছে। এরপর আমি আর আন্তর্জাতিক ক্রিকেট খেলব না। কেপটাউন আমার খুবই প্রিয় স্টেডিয়াম। কারণ এখানেই আমি আমার প্রথম রানটি করেছিলাম এবং শেষ রানটি এখানেই করব।'
এছাড়াও ডিন জানিয়েছেন যে ক্রিকেট তাঁর সবকিছু এবং তিনি ছোটবেলা থেকেই ক্রিকেটার হতে চেয়েছিলেন। তিনি জানান, 'ছোটবেলা থেকেই ক্রিকেট আমার প্রিয় খেলার মধ্যে একটি ছিল। আমার স্বপ্নই ছিল যে আমি বড় হয়ে ক্রিকেটার হবো। শেষ পর্যন্ত হতে পেরে আমি খুব খুশি হয়েছি। আন্তর্জাতিক স্তরে নিজের দলকে প্রতিনিধিত্ব করেছি, এই কথা ভাবলেই আমার আজও খুশি লাগে এবং গর্ববোধ হয়। ১২ বছর ধরে দলের সঙ্গে আমি একাধিক সফরে গিয়েছি খেলতে এবং অনেককিছু পেয়েছি এরমধ্যে। এগুলি আমার চিরকাল মনে থাকবে। আমি বোর্ডের কাছে কৃতজ্ঞ আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। আমি সত্যিই নিজেকে আজ ভাগ্যবান মনে করি এই কারণে।'