ভারত-অস্ট্রেলিয়া সিরিজ চলাকালীনই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। অস্ট্রেলিয়ায় যদি তিনি না খেলেই ফিরে আসবেন, তাহলে তো আগেই তিনি না যেতে পারতেন দলের সঙ্গে। আর যদি তিনি গেলেনই তাহলে পুুরো সিরিজ অন্তত থাকতে পারতেন দলের সঙ্গে। এই প্রশ্ন অনেকেই তুলেছেন অশ্বিনের হঠাৎ অবসরের সিদ্ধান্তে।
অস্ট্রেলিয়ায় তৃতীয় টেস্টের পরই অশ্বিন অবসর ঘোষণা করে চলে আসেন ভারতে। এরপর প্রশ্ন ওঠে, নিশ্চয় টিম ম্যানেজমেন্টের ব্যবহারে তিনি ক্ষুব্ধ ছিলেন। এরই মধ্যে রবিচন্দ্রন অশ্বিনের যে ম্যাচুয়োরিটি বা পরিণত বোধ দেখানো উচিত ছিল, সেটা না দেখানোয় অশ্বিনের ওপর অত্যন্ত ক্ষুব্ধ প্রাক্তন দঃ আফ্রিকার ক্রিকেটার ডারিল কুলিনান।
তিন টেস্টের মধ্যে এক টেস্ট খেলে দেশে ফিরে আসা রবি অশ্বিনের এই সিদ্ধান্তকে স্বার্থপর সিদ্ধান্ত হিসেবে দেখছেন প্রাক্তন প্রোটিয়া তারকা। অনেকের মতে অশ্বিনের অবসরের অন্যতম কারণ তাঁর পিঠের চোট, যা দীর্ঘদিন ধরেই তিনি বয়ে আসছিলেন। আর দ্বিতীয় কারণ, তাঁকে বিদেশের মাটিতে টেস্টে সুযোগ কম দেওয়া। এমনকি অশ্বিনের বাবা দাবি করেছিলেন, তাঁর ছেলেকে অসম্মানও করা হয়েছে। যদিও অশ্বিন নিজের বাবার বক্তব্যকে নাকচ করে দিয়েছিলেন তাঁকে চুপ করিয়ে।
আরও পড়ুন-দলে না থাকা থেকে সোজা অধিনায়ক! গিল নিয়ে একী বলে দিলেন বিরাটের প্রাক্তন সতীর্থ
কুলিনানের মতে, অশ্বিনের হঠাৎ করে অবসর দলের মোটিভেশন নষ্ট করেছে। প্রাক্তন প্রোটিয়া তারকা বলছেন, ‘অশ্বিনের সিরিজের মাঝপথে অবসর নেওয়া উচিত হয়নি, আর তাঁকে অবসর নিতে যাওয়াও উচিত হয়নি। এটা একটা স্বার্থপর সিদ্ধান্ত ও নিয়েছে। হতেই পারে দলে সুযোগ না পাওয়ায় এই সিদ্ধান্ত অশ্বিন নিয়েছে, কিন্তু কয়েক সপ্তাহের ব্যাপার ছিল। তাই মাঝ সিরিজে এমন সিদ্ধান্ত নেওয়া উচিত হয়নি। চাইলেই ও সিডনি টেস্টের পর অবসর নিতে পারত ’।
আরও পড়ুন-পন্তের বেপরোয়া মনোভাবে বিরক্ত? গম্ভীরের কড়া বার্তা, ‘দলের প্রয়োজন বুঝে খেলতে হবে...’
রবিচন্দ্রন অশ্বিন নিজের কেরিয়ারে ১০৬ টেস্টে নিয়েছেন ৫৩৭ উইকেট। ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটের মালিক অশ্বিন। তাঁকে ছাড়া এই মূহূর্তে ভারতীয় দল যদি কামব্যাক করে সিডনি টেস্টে, তাহলে সেটাই ভারতীয় দলের জন্য বড় বিষয় বলেই মনে করছেন দঃ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার। সিডনিতে ভারত জিততে পারলে টানা পঞ্চমবারের জন্য বর্ডার গাভাসকর ট্রফি নিজের দখলে রাখবে ভারত।