বাংলাদেশকে প্রথম টেস্টে ৭ উইকেটে হারিয়ে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে উঠে এল সাউথ আফ্রিকা। এদিনের ম্যাচ জয়ের পর WTC-র ফাইনালে যাওয়ার সম্ভাবনা আরও বেড়েছে তাদের, যা ভারতের জন্য যথেষ্ট চিন্তার বিষয় হতে পারে। বর্তমানে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে টিম ইন্ডিয়া, তাদের পয়েন্ট পার্সেন্টেজ ৬৮.০৬ শতাংশ। অন্যদিকে চতুর্থ স্থানে থাকা সাউথ আফ্রিকার পয়েন্ট পার্সেন্টেজ ৪৭.৬২ শতাংশ। এখনও প্রোটিয়াদের হাতে রয়েছে ৫টি টেস্ট ম্যাচ। অন্যদিকে ভারতের হাতে রয়েছে ৭টি টেস্ট ম্যাচ, যার মধ্যে ১টি বর্তমানে পুণেতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলছে।
এখন যদি সাউথ আফ্রিকা তাদের বাকি ৫টি টেস্টের ৫টি জেতে তাহলে তাদের পয়েন্ট পার্সেন্টেজ দাঁড়াবে ৬৯.৪৪ শতাংশ। এবার যদি অস্ট্রেলিয়া এবং ভারতের মধ্যে কোনও দল পয়েন্ট হাতছাড়া করে সেক্ষত্রে প্রোটিয়াদের WTC-র ফাইনালে যাওয়া নিশ্চিত হয়ে যাবে। যদিও এই দু’দলের মধ্যে কেউ না কেউ পয়েন্ট হারাবে এটা ধরেই নেওয়া যায়। কারণ, নভেম্বরে বর্ডার-গাভাসকর ট্রফিতে মুখোমুখি হবে এই দু’দল। বর্তমানে ৫টি দল ফাইনালে যাওয়ার জন্য নিজেদের মধ্যে লড়াই করছে। এবার দেখে নেওয়া যাক যদি সব দল সব ম্যাচ জেতে তাহলে সর্বোচ্চ কত পয়েন্ট পার্সেন্টেজ হতে পারে এই দলগুলির-
১) ভারত : ৭৯.৮২%
- বাকি রয়েছে ৭টি টেস্ট। (২টি বনাম নিউজিল্যান্ড, ৫টি বনাম অস্ট্রেলিয়া)
২) অস্ট্রেলিয়া : ৭৬.৩২%
- বাকি রয়েছে ৭টি টেস্ট। (৫টি বনাম ভারত, ২টি বনাম শ্রীলঙ্কা)
৩) সাউথ আফ্রিকা : ৬৯.৪৪%
- বাকি রয়েছে ৫টি টেস্ট। (১টি বনাম বাংলাদেশ, ২টি বনাম পাকিস্তান, ২টি বনাম শ্রীলঙ্কা)
৪) শ্রীলঙ্কা : ৬৯.২৩%
- বাকি রয়েছে ৪টি টেস্ট। (২টি বনাম সাউথ আফ্রিকা, ২টি বনাম অস্ট্রেলিয়া)
৫) নিউজিল্যান্ড : ৬৪.২৯%
- বাকি রয়েছে ৫টি টেস্ট। (২টি বনাম ভারত, ৩টি বনাম ইংল্যান্ড)
সাউথ আফ্রিকা যদি সবকটি টেস্ট জিততে পারে তাহলে অবশ্যই পয়েন্ট টেবিলে বড় পরিবর্তন আসবে। প্রোটিয়াদের শেষ ৪টি ম্যাচ ঘরের মাঠে খেলতে হবে, যেটা আরও একটা অ্যাডভান্টেজ। ভারত যদি শেষ ৭টি টেস্টের ৫টি জিতবে এবং ২টিতে হারবে ধরে নেওয়া হয়, তাহলেও তাদের পয়েন্ট পার্সেন্টেজ ৬৯.৪৪ শতাংশে পৌঁছবে না।
অস্ট্রেলিয়ার ক্ষেত্রে লড়াইটা আরও কঠিন। তাদের ৬৯.৪৪ শতাংশের উপর যদি পয়েন্ট পার্সেন্টেজ রাখতে হয়, তাহলে ৭টি টেস্টের মধ্যে ৬টি জিততে হবে। যদি ধরে নেওয়া যায় অস্ট্রেলিয়া ৫টি টেস্টে জিতবে, ১টি ড্র করবে ও ১টিতে হারবে, সেক্ষেত্রে তাদের পয়েন্ট পার্সেন্টেজ দাঁড়াবে ৬৭.৫৪ শতাংশে। এখন সাউথ আফ্রিকার হাতেই তাদের নিজেদের ভাগ্য নির্ধারণের সুযোগ রয়েছে। কারণ, ১) তাদের শেষ ম্যাচগুলি তুলনামূলক সহজ প্রতিপক্ষের বিরুদ্ধে ২) তাদের ঘরের মাঠে পছন্দ মতো উইকেটে খেলার সুযোগ।