শনিবার দিনটি দক্ষিণ আফ্রিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। নেলসন ম্যান্ডেলার দেশের সঙ্গে ক্রিকেটের মাঠে লড়াই মহাত্মা গান্ধির দেশের। বিরাট কোহলি-রোহিত শর্মাদের বিপক্ষে কি জিততে পারবেন মার্করাম-ক্লাসেনরা, উত্তর দেবে সময়ই। আইপিএলে কদিন আগেই কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছিলেন ক্লাসেন, মার্করাম, রাবাদা, পন্থ, কুলদীপরা। এখন তাঁরাই প্রায় চিরশত্রু। কারণ বিশ্বকাপের ফাইনালে কে আবার কবে খেলার সুযোগ পাবেন তা কেউই জানে না। এর আগে ৭বার বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত এসে কখনও ফাইনালে উঠতে পারেনি প্রোটিয়ারা। এবার সেই লজ্জার রেকর্ড ভেঙেছে তাঁরা। এখনও পর্যন্ত দঃ আফ্রিকা ক্রিকেটের ইতিহাসে সেরা সাফল্য বলছে ১৯৯৮ সালের আইসিসির নকআউট ট্রফি জয় যা বর্তমানে চ্যাম্পিয়ন্স ট্রফি নামে খ্যাত। ২৬ বছর পর টি২০ বিশ্বকাপ সেই জয়ের পুনরাবৃত্তি করতে মুখিয়ে রয়েছে এইদেন মার্করাম, এনরিখ ক্লাসেনরা।
আরও পড়ুন-৬ মাস আগে মুম্বইয়ের অধিনায়কত্বও পায়নি! জিরো থেকে হিরো রোহিতে মুগ্ধ মহারাজ
১৯৯৮ সালে প্রথম আইসিসির ট্রফির স্বাদ পায় দক্ষিণ আফ্রিকা, সেবার মিনি বিশ্বকাপ অর্থাৎ আইসিসি নকআউট ট্রফির আসর বসেছিল বাংলাদেশে। হ্যান্সি ক্রোনিয়ের দল সেবার ফাইনালে হারিয়ে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৬ উইকেটে জিতেছিল ল্যান্স ক্লুজনার, জ্যাক ক্যালিসা। সেই ম্যাচে তিন উইকেট নিয়েছিলেন ক্যালিস। এরপর সেমিফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৯২ রানে ম্যাচ জিতিয়ে নেয় প্রোটিয়ারা। সেই ম্যাচেও দুরন্ত পারফরমেন্স করেন জ্যাক ক্যালিস, করেছিলেন অনবদ্য শতরান। ফাইনাল ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। ৪৭ ওভারেই জয়ের জন্য প্রয়োজনিয় রান তুলে নেয় প্রোটিয়ারা। বঙ্গবন্ধু স্টেডিয়ামে আইসিসি নকআউট ট্রফির ফাইনালেও পাঁচ উইকেট নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস।
আরও পড়ুন-ওডিআই বিশ্বকাপ জেতেনি তাই ওরা খেলছে! সিনিয়র ক্রিকেটারদের অবসর প্রসঙ্গে বোমা বীরুর
অতীতে কতবার বিশ্বকাপের সেমিফাইনালে হেরেছে দক্ষিণ আফ্রিকা?
১৯৯২ সালে কেপলার ওয়েসেলসের দঃ আফ্রিকা সেমিফাইনালে হারে ইংল্যান্ডের কাছে
১৯৯৯ সালে হ্যান্সি ক্রোনিয়ের দল সেমিফাইনালে হেরে যায় অস্ট্রেলিয়ার কাছে
২০০৭ সালে গ্রেইম স্মিথের দঃ আফ্রিকা হেরে যায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে
২০১৫ সালে ওডিআই বিশ্বকাপের সেমিতে নিউজিল্যান্ডের কাছে হার
২০২৩ বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হারে প্রোটিয়ারা
২০০৯ সালে টি২০ সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে হেরে যায় গ্রেম স্মিথের দঃ আফ্রিকা
২০১৪ টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে হারে ফ্যাফ ডু প্লেসির দঃ আফ্রিকা
অবশেষে ২০২৪ সালে টি২০ বিশ্বকাপের সেমিফাইনালের গণ্ডি টপকে ফাইনালে এসেছে এইদেন মার্করামের দল।
আরও পড়ুন-দু'দিন আগেই করেছিলেন ব্যঙ্গ! হঠাৎ কি নিয়ে ভনের সঙ্গে সহমত হলেন অশ্বিন?
সেদিনে জ্যাক ক্যালিসের মতো পারফর্মার এই দলে না থাকলেও দলগত সংহতিতে দঃ আফ্রিকা দল এবারে বেশ ভালোই খেলছে। ১৯৯৮ সালে প্রথম আইসিসির ট্রফির স্বাদ পাওয়ার ২৬ বছর পর টি২০ বিশ্বকাপের ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা। এই মঞ্চ থেকে আর খালি হাতে ফিরতে রাজি নয় জ্যাক ক্যালিসদের উত্তরসুরিরা।