সদ্য সমাপ্ত টি২০ বিশ্বকাপে ফাইনালে দঃ আফ্রিকাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় ক্রিকেট দল। ১১ বছর পর আইসিসির ট্রফি জয়ের খরা কেটেছে রোহিত শর্মার অধিনায়কত্বে। বহুদিনের অধরা স্বপ্ন পূরণ হয়েছে কোচ রাহুল দ্রাবিড়ের। ভারতীয় দলের কোচ ২০০৩ এবং ২০২৩ সালে ওডিআই বিশ্বকাপের ফাইনালে হেরেছেন, একবার ক্রিকেটার এবং একবার কোচ হিসেবে। তবে ২০২৪ টি২০ বিশ্বকাপে অবশেষে চ্যাম্পিয়নের স্বাদ পেয়েছেন তিনি।
ফাইনাল ম্যাচে একটা সময় মনে হয়েছিল দঃ আফ্রিকা দল সহজেই ম্যাচ পকেটে পুড়ে নেবে। বিশেষ করে অক্ষর প্যাটেলের ওভারে হেনরিখ ক্লাসেন বড় রান তোলার পর কার্যত হাল ছেড়ে দিয়েছিলেন ভারতীয় সমর্থকরা, কিন্তু হাল ছাড়েননি ভারতীয় দলের ক্রিকেটাররা। ফাইনালের শেষ ওভারে হার্দিক পান্ডিয়ার বলে ওঠা ডেভিড মিলারের ক্যাচটাই পার্থক্য গড়ে দেয়। বাউন্ডারি লাইনে সূর্যকুমার যাদব অসাধারণ ক্যাচ নিয়েই ম্যাচ ভারতের আয়ত্তে চলে আসে। এবার সেই ক্যাচ নিয়েই মন্তব্য করে সমর্থকদের রোষের মুখ পড়লেন দঃ আফ্রিকার স্পিনার তাব্রেজ শামসি।
আরও পড়ুন-'ওর কাছে টাকা গুরুত্বপূর্ণ নয়', রোহিতের মুম্বইতে থাকা নিয়ে বড় বার্তা অশ্বিনের…
ফাইনালের শেষ ওভারে হার্দিক পান্ডিয়ার বলে ছয় মারতে যান ডেভিড মিলার, কিন্তু অসাধারণ দক্ষতায় সেই ক্যাচ ধরে নেন সূর্যকুমার যাদব। অনেকে প্রথমে প্রশ্ন তুলেছিলেন সূর্যর পা বাউন্ডারি লাইনে লেগেছে কিনা, যদিও পরের দেখা যায় একদমই ন্যয্য ক্যাচ নিয়েছেন তিনি, ফলে সাজঘরে ফিরতে হয় মিলারকে। সেখানেই কার্যত প্রোটিয়াদের লড়াই শেষ হয়ে যায়। সেই ক্যাচের সঙ্গে সাদৃশ্য রেখে এক মজার ভিডিয়ো পোস্ট করেই ভারতীয় ক্রিকেটপ্রেমীদের রোষের মুখে পড়লেন তাব্রেজ।
আরও পড়ুন-ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ফেরার জল্পনা ওড়ালেন রোনাল্ডো! জানালেন কবে নেবেন অবসর…
প্রোটিয়াদের তারকা ক্রিকেটার তাব্রেজ শামসি সোশাল মিডিয়ায় একটি নিজেদের মধ্যে খেলার ভিডিয়ো শেয়ার করেছিলেন। সেখানে দেখা গেছিল সূর্যকুমার যাদবের মতোই ক্যাচ নিলেন একজন। এরপর বাউন্ডারিতে তাঁর পা ঠেকেছে কিনা দেখার জন্য দড়ি দিয়ে মাপলেন প্রতিপক্ষ দলের খেলোয়াড়রা। মজা করেই সেই ছবি পোস্ট করে তাব্রেজ শামসি লিখেছিলেন, বিশ্বকাপ ফাইনালে এভাবে মাপা হলে ডেভিড মিলার নটআউট হত।
আরও পড়ুন-উত্তর কোরিয়ার বিপক্ষে জিতল হিজাজি মাহেরের জর্ডন! ISL-র ক্লাবদের খোঁচা লালহলুদের…
তাব্রেজ শামসির সেই পোস্টের পরই তাঁকে কটুক্তি শুরু করেন ভারতীয় ক্রিকেটভক্তরা। যদিও এরপর তিনি খোলসা করে জানিয়ে দেন, বিষয়টি একদমই মজার ছলে তিনি বলেছিলেন। এক্ষেত্রে তিনি অন্য কোনও মানে বের করতে চাননি। সঙ্গে এও বলেন, সেই ক্যাচের জন্য কেউই তাঁদের দেশে এখনও কাঁদছে না।