শুভব্রত মুখার্জি:- ওল্ড ট্রাফোর্ডে এই মুহূর্তে চলছে ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কার তৃতীয় টেস্টের লড়াই। ইতিমধ্যেই তিনদিনের খেলা হয়ে গিয়েছে। বেশ লড়াই পূর্ণ একটা টেস্ট ম্যাচের সাক্ষী থাকছেন দর্শকরা। সেখানে তৃতীয় দিনের খেলার সময়ে ঘটে গিয়েছে এক অভিনব ঘটনা। দর্শকাসনে বসে থাকা এক দর্শক অভিনব উপায়ে অত্যন্ত কঠিন একটি ক্যাচ ধরেছেন একেবারে অবলীলায়। তা দেখে হতবাক হয়ে গিয়েছেন ইংল্যান্ডের মেন্টর পল কলিংউড। ওই দর্শকের অবলীলায় ধরা এই রকম ক্যাচ অনেককেই মনে করিয়ে দিয়েছে প্যারিস অলিম্পিক্সে তুরস্কের শুটার ইউসুফ ডিকেচের ক্যাজুয়াল স্টাইলকে। পকেটে একটা হাত রেখে কার্যত কোন আধুনিক গিয়ার ব্যবহার না করেই শুটিং করে তিনি দেশকে রুপো এনে দিয়েছিলেন। আর এদিন দর্শকাসনে বসা ওই দর্শক একহাতে বিয়ারের গ্লাস নিয়ে অন্যহাতে অবলীলায় ধরলেন ক্যাচ।
আরও পড়ুন-৯ রানের জন্য দ্বিশতরান হাতছাড়া মুশফিকুরের! প্রথম টেস্টে পাক বোলারদের লজ্জা দিল বাংলাদেশ…
তৃতীয় দিন ওল্ড ট্রাফোর্ডে হাল্কা হাওয়া বইছিল। দর্শকাসনে বসে একজন দর্শক তখন তাঁর বিয়ার উপভোগ করছিলেন। তার হাতে ছিল বিয়ারের একটি কাপ। যার তলাতে ছিল আরো তিনটি কাপ। ঘটনাটি ছিল ইংল্যান্ডের ব্যাটিংয়ের সময়ে। তখন ব্যাট করছিলেন ইংল্যান্ডের মার্ক উড। তিনি দিনের ১৮ তম ওভারে খেলছিলেন আসিথা ফার্নান্দোর বিরুদ্ধে। তাঁর বলে উড একটি পুল শট খেলেন।
বল ডিপ মিড উইকেট অঞ্চল দিয়ে উড়ে যায় দর্শকাসনে। দর্শকাসনে বসে থাকা এক দর্শক সেই সময়ে বিয়ারের কাপে চুমুক দিচ্ছিলেন। হঠাৎ করেই তার দিকে উড়ে আসা বলটি তিনি অবলীলায় হাত বাড়িয়ে তালুবন্দি করেন।তারপর বলটি মাঠে ফেরত পাঠান। ক্যামেরা তাকে ফ্রেমবন্দি করলে তিনি থ্যাম্বস আপ দেখান।
আরও পড়ুন-ক্রিকেট ছেড়ে ব্যাডমিন্টন কোর্টে মাহি! ফুল ফিট ধোনি খেলবেন আইপিএলে? আসায় ভক্তরা…
এই ক্যাচটি দেখে ইংল্যান্ডের মেন্টর পল কলিংউড অবাক হয়ে যান। তাঁকে হাসতেও দেখা যায়। তিনি ক্যামেরাতে ইঙ্গিত করে ওই ফিল্ডারকে কুর্ণিশ জানান। এক হাতে বিয়ারের পিন্ট থাকার পরেও অবলীলায় অন্য হাতে ক্যাচ তিনি যেভাবে ধরেছেন তাতে যে তিনি বিস্মিত তা বুঝিয়ে দেন।তৃতীয় দিনে ইংল্যান্ডের হয়ে শতরান করেছেন জেমি স্মিথ। ১১১ রান করে তিনি দলকে প্রথম ইনিংসে লিডও এনে দেন।