আগেই নিউজিল্যান্ডের টেস্ট ক্যাপ্টেন্সি ছেড়েছিলেন কেন উইলিয়ামসন। তার জায়গায় প্রথমে টিম সাউদি কিউয়িদের স্থায়ী টেস্ট ক্যাপ্টেন নিযুক্ত হন। পরে সাউদি দায়িত্ব ছাড়ায় নিউজিল্যান্ডের টেস্ট দলনায়ক নিযুক্ত হন টম লাথাম।
গত টি-২০ বিশ্বকাপের পরে সীমিত ওভারের ক্রিকেটেও নিউজিল্যান্ডের ক্যাপ্টেন্সি ছেড়ে দেন উইলিয়ামসন। অবশেষে সাদা বলের ক্রিকেটের জন্য নতুন দলনায়ক বেছে নিল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। এক্ষেত্রে একেবারে আনকোরা কাউকে নয়, বরং অভিজ্ঞ লোকের হাতেই দায়িত্ব তুলে দেয় কিউয়ি বোর্ড। নিউজিল্যান্ডের নতুন টি-২০ ও ওয়ান ডে দলনায়ক নিযুক্ত হন তারকা স্পিনার অল-রাউন্ডার মিচেল স্যান্টনার।
যদিও এর আগে বেশ কিছু ম্যাচে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন স্যন্টনার। এই প্রথম পাকাপাকিভাবে দায়িত্ব হাতে পেলেন তিনি। স্যান্টনার এখনও পর্যন্ত নিউজিল্যান্ডকে মোট ২৪টি টি-২০ ও ৪টি ওয়ান ডে ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। স্যান্টনারের নেতৃত্বে নিউজিল্যান্ড ৪টি ওয়ান ডে ম্যাচের মধ্যে জয় পেয়েছে ১টি ম্যাচে এবং পরাজিত হয়েছে ২টি ম্যাচে। ১টি ম্যাচের ফলাফল নির্ধারিত হয়নি।
স্যান্টনারের নেতৃত্বে নিউজিল্যান্ড ২৪টি টি-২০ ম্যাচের মধ্যে জয় তুলে নেয় ১৩টি ম্যাচে। পরাজিত হয় ৯টি ম্যাচে। ২টি ম্যাচ পরিত্যক্ত হয়। সুতরাং, সাদা বলের ক্রিকেটে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেওয়ার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে স্যান্টনারের।
ইংল্যান্ডের বিরুদ্ধে হ্যামিল্টন টেস্টে নিউজিল্যান্ডকে জয় এনে দিতে ব্যাটে বল মুখ্য ভূমিকা পালন করেন মিচেল স্যান্টনার। তিনি প্রথম ইনিংসে ৭৬ ও দ্বিতীয় ইনিংসে ৪৯ রান করেন। সেই সঙ্গে প্রথম ইনিংসে ৩টি ও দ্বিতীয় ইনিংসে ৪টি উইকেট নেন স্যান্টনার। সঙ্গত কারণেই ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন মিচেল। হ্যামিল্টন টেস্টের ঠিক পরেই ওয়ান ডে টি-২০ ক্রিকেটে নিউজিল্যান্ডের স্থায়ী ক্যাপ্টেন ঘোষণা করা হয় স্যান্টনারকে।
নিউজিল্যান্ডের স্থায়ী ক্যাপ্টেন হিসেবে স্যান্টনারের যাত্রা শুরু হবে চলতি মাসেই শ্রীলঙ্কার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ দিয়ে। ২৮ ডিসেম্বর থেকে শুরু হবে নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা তিন ম্যাচের টি-২০ সিরিজ। পরে ৫ জানুয়ারি থেকে শুরু হবে দু'দেশের মধ্যে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ।
মিচেল স্যান্টনারের ওয়ান ডে কেরিয়ার
মিচেল স্যান্টনার এখনও পর্যন্ত ১০৭টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ১০১টি ইনিংসে বল করে সাকুল্যে ১০৮টি উইকেট নিয়েছেন। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ২ বার। সেই সঙ্গে ৩টি অর্ধশতরান-সহ ১৩৭০ রান সংগ্রহ করেছেন স্যান্টনার।
মিচেল স্যান্টনারের আন্তর্জাতিক টি-২০ কেরিয়ার
মিচেল স্যান্টনার এখনও পর্যন্ত ১০৬টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। ১০৪টি ইনিংসে বল করে সাকুল্যে ১১৭টি উইকেট নিয়েছেন। ইনিংসে ৪ উইকেট নিয়েছেন ৩ বার। সেই সঙ্গে ১টি অর্ধশতরান-সহ ৭১০ রান সংগ্রহ করেছেন স্যান্টনার।