শুভব্রত মুখার্জি: ইন্ডিয়ান প্রিমিয়র লিগ অর্থাৎ আইপিএল মানেই জমকালো খেলার মহাযজ্ঞ। যেখানে রয়েছে কোটি কোটি টাকার ছড়াছড়ি। ক্রিকেটার থেকে ব্রডকাস্টার কার্যত এত টাকার জোগান একটা টুর্নামেন্টকে ঘিরে হয় যে, তা ভাবাই অসম্ভব বলা চলে। নিলামে কোটি কোটি টাকা দিয়ে কেনা হয় ক্রিকেটারদের। যার মধ্যে থাকেন দেশি-বিদেশি সমস্ত ক্রিকেটার। সেই আইপিএলেই নাকি দীর্ঘ কয়েক বছর হয়ে গেলেও, এখনও ক্রিকেটারদের বকেয়া বেতন মেটায়নি ফ্র্যাঞ্চাইজি! এমন বিস্ফোরক তথ্য সামনে এনেছেন বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারতীয় তারকা পেসার শান্তাকুমারম শ্রীসন্থ।
আরও পড়ুন: ঘরোয়া মরশুমে বড় পরিবতর্ন আনতে চলেছে BCCI, সিএকে নাইডু-তে উঠে যাচ্ছে টস, রঞ্জি ট্রফি হবে দুই পর্বে
আইপিএলে এই মুহূর্তে খেলছে দশটি ফ্র্যাঞ্চাইজি। যার মধ্যে দু'টি ফ্র্যাঞ্চাইজি একেবারে নতুন। গুজরাট টাইটান্স এবং লখনউ সুপার জায়ান্টস দল এই মরশুমে তাদের তৃতীয় মরশুমে খেলছে। তবে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি এই মুহূর্তে হয় মালিকানা বদল করে নাম বদল করেছে অথবা তাদের আর অস্তিত্ব নেই। যার মধ্যে অন্যতম গুজরাট লায়ন্স, ডেকান চার্জার্স, কোচি টাস্কার্স কেরালা, রাইজিং পুনে সুপার জায়ান্টস- এই দলগুলোর বিভিন্ন কারণে আর অস্তিত্ব নেই। প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটার শ্রীসন্থ একটা সময়ে এই কোচি টাস্কার্স কেরালা দলের হয়ে খেলতেন। একটি মরশুমেই খেলেছিলেন এই কোচি দলে। তার পরেই তারা দল তুলে নিয়েছিল। এই অবস্থায় দীর্ঘ দিন বাদে এই কোচির বিরুদ্ধে বকেয়া বেতন এখনও পর্যন্ত না মেটানোর গুরুতর অভিযোগ তুলেছেন।
আরও পড়ুন: ৫০ বলে সেঞ্চুরি হাঁকিয়ে আগুনে মেজাজে সেলিব্রেশন, T20 WC থেকে বাদ পড়ার যেন জবাব দিলেন শুভমন- ভিডিয়ো
‘দ্য রণবীর শো’ নামক একটি অনুষ্ঠানে শ্রীসন্থ জানিয়েছেন, ‘ওদেরকে এখনও প্রচুর পরিমাণ টাকা (বকেয়া বেতন) মেটাতে হবে। এখনও পর্যন্ত ওরা কোনও টাকা মেটায়নি। আপনারা মুরলিধরন স্যার (মুথাইয়া মুরলিধরন), মাহেলা (জয়াবর্ধনে) এঁদেরকে আপনার শো'তে নিয়ে আসুন। দেখবেন ওঁরাও এক কথাই বলছেন। ম্যাকালামএ (ব্রেন্ডন) ছিল সেই সময়ে। জাদেজাও (রবীন্দ্র) ছিল। প্লিজ বিসিসিআই তো আপনাদের (কোচি দলকে) টাকা দিয়ে দিয়েছে তাই না।আমাদেরকে প্লিজ টাকা দিন। আর যখন আপনি টাকা দিচ্ছেন, মনে রাখবেন প্রতি বছরের জন্য ১৮ শতাংশ হারে সুদ দিতেও হবে। আমার মনে হয়, যখন আমার সন্তানদের বিয়ে হয়ে যাবে, তখন আমাদের বকেয়া বেতন মেটানো হবে। তখন আমরা নিশ্চিত ভাবেই টাকাটা পাব (হাসি)। দলটা কিন্তু তিন বছর থাকার কথা ছিল। এক বছর পরেই কিন্তু দলটা তুলে নেওয়া হয়। আমার মনে হয় না, কেউ এই বিষয়টা নিয়ে বলেছে। একজন আন্তর্জাতিক ক্রিকেটারও কিন্তু বিষয়টি নিয়ে আলোচনা করেননি কোনও দিন।’