শুভব্রত মুখার্জি:- ১৭ তম আইপিএলে তাদের আক্রমণাত্মক ক্রিকেট খেলার মধ্যে দিয়ে সবার নজর কেড়েছে সানরাইজার্স হায়দরাবাদ।প্রায় প্রতি ম্যাচেই তাদের ওপেনিং জুটি ট্রেভিস হেড এবং অভিষেক শর্মা দলের হয়ে দুরন্ত শুরু করেছেন। অতিরিক্ত আক্রমণাত্মক ক্রিকেটে কালঘাম ছুটিয়ে দিয়েছেন বিপক্ষের বোলারদের। পরবর্তীতে ব্যাট করতে নেমে সেই আক্রমণের ধারা বজায় রেখেছেন হেনরিক ক্লাসেন,নীতিশ কুমার রেড্ডিরা।তবে কোয়ালিফায়ারের প্রথম ম্যাচে আহমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সেই ধারা খাটেনি। কেকেআরের বিরুদ্ধে মুখ থুবড়ে পড়েছে সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটিং। হোঁচট খেয়েছে তাদের স্ট্র্যাটেজি।
আরও পড়ুন-শুক্রবারই মিলবে সুনীলের শেষ ম্যাচের টিকিট, কালোবাজারি রুখতেই অভিনব টোটকা IFA-র
তবে হায়দরাবাদের 'কুছ পরোয়া নেহি'। তারা আরো একবার সুযোগ পাবে ফাইনালের টিকিট নিশ্চিত করার। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে চেন্নাইতে নামবে তারা।এই ম্যাচ যে জিতবে তারা ফাইনালে কেকেআরের বিরুদ্ধে খেলবে।এমন অবস্থায় তারা যে নিজেদের 'ব্রান্ড অফ ক্রিকেট' চালিয়ে যাবেন তা স্পষ্ট করে দিয়েছেন দলের সহকারী কোচ সাইমন হেলমট।
আরও পড়ুন-মান-অভিমানপর্ব শেষ, অবশেষে বাংলায় ফিরছেন সুদীপ চট্টোপাধ্য়ায়
হেলমট জানিয়েছেন ' দেখুন একটা ম্যাচে আমরা হেরেছি।যেটা হতেই পারে।এতে আমাদের কোন কিছুই বদলে যাবে না। যে 'ব্রান্ড অফ ক্রিকেট' আমরা চলতি আইপিএলে খেলে এসেছি তা আমরা চালিয়ে যাব।এই ধরনের (আক্রমণাত্মক) ক্রিকেট খেলেই তো আমরা সাফল্য পেয়েছি। আমরা এই ম্যাচ (কেকেআরের বিরুদ্ধে হারটা) খুব শীঘ্রই দূরে সরিয়ে রাখতে চাই। এটাকে পিছনে ফেলে এগিয়ে যেতে চাই। আমাদের হাতে এখন ও কয়েকটা দিন সময় রয়েছে। এই হার থেকে আমরা দ্রুত বেরিয়ে আসব।আমাদেরকে আর কয়েকদিনের মধ্যেই ফাইনালে যাওয়ার জন্য চেন্নাইতে লড়াইতে নামতে হবে। সুতরাং এখন ফোকাস ওইদিকেই থাকা উচিত।' উল্লেখ্য ২৪ মে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে হায়দরাবাদ। যেখানে তারা মুখোমুখি হবে রাজস্থান রয়্যালসের।যারা জিতবে ২৬ মে ফাইনালে তারা খেলবে কেকেআরের বিরুদ্ধে।
আরও পড়ুন-ভিডিয়ো- কার্তিকের প্লাম্ব এলবি DRS-এ হল নট আউট, ধিক্কার গাভাসকর, পিটারসেন, ভনদের
হায়দরাবাদের এই ম্যাচে ব্যর্থতার অন্যতম কারণ তাদের ওপেনার হেডের জলদি সাজঘরে ফিরে যাওয়া।এই বিষয়ে বলতে গিয়ে হেলমট বলেন, ' ওরা (হেড এবং মিচেল স্টার্ক) দুজনেই হেভিওয়েট লড়াকু ক্রিকেটার। হেড আক্রমণাত্মক খেলা খেলে। জলদি রান করতে ভালোবাসে। আর ওদিকে মিচেল স্টার্ক তো রয়েইছে।ও খুব আক্রমণাত্মক একজন বোলার। আমরা গোটা মরশুম জুড়েই দেখেছি ট্রেভিস কিভাবে বোলারদের উপর আধিপত্য দেখিয়েছে।একটা ম্যাচে হয়নি।ওইদিনটা ওর ছিল না। কারণ যে কোন লড়াইতে তো জিতবে একজন তাই না। তবে আমরা চাই এভাবেই খেলুক ট্রেভিস হেড।এভাবেই বিপক্ষ বোলারদের বিরুদ্ধেও আক্রমণ চালিয়ে যাক ব্যাট হাতে। ওর আর অ্যাবির(অভিষেক শর্মা) পার্টনারশিপটা দুরন্ত। আমি নিশ্চিত ২৪ তারিখ আরো শক্তিশালী হয়ে ওরা ফিরে আসবে'।