Sunrisers Hyderabad SWOT Analysis: জানেন আইপিএল ২০২৫-এর সবচেয়ে শক্তিশালী দল কোনটি? বিশেষজ্ঞ থেকে ভক্ত সকলেই এই বিষয়ে এক মত, প্রত্যেকেই মনে করছেন আইপিএল ২০২৫-এর সবচেয়ে শক্তিশালী দল হল সানরাইজার্স হায়দরাবাদ। কিন্তু কেন এমনটা বলা হচ্ছে? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
সানরাইজার্স হায়দরাবাদ (SRH) ২০২৪ আইপিএলে রানার্স-আপ হলেও, তারা সেবারে এমন বিধ্বংসী ব্যাটিং প্রদর্শন করেছিল, যা টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তবে আইপিএল ২০২৫-এ নিজেদের ব্যাটিং লাইনআপকে আরও শক্তিশালী করেছে সানরাইজার্স হায়দরাবাদ। এই দল SRH-কে প্লে-অফে যাওয়ার অন্যতম ফেভারিট বানিয়েছে, এমনকি তারা চ্যাম্পিয়নও হতে পারে বলে মনে করা হচ্ছে। ২০২৪ সালে টি-টোয়েন্টি ব্যাটিংয়ের নতুন এক অধ্যায় লিখেছিল ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, এনরিখ ক্লাসেনের সানরাইজার্স হায়দরাবাদ। ২০২৫ সালে তারা আরও নজরকাড়া রেকর্ড গড়তে পারে বলে মনে করা হচ্ছে।
শক্তি:
SRH-এর সবচেয়ে বড় শক্তি নিঃসন্দেহে তাদের ব্যাটিং ক্ষমতা। শুধু ট্র্যাভিস হেড বা অভিষেক শর্মাই নন, বরং দলটির ৬ নম্বর ব্যাটসম্যান পর্যন্ত রয়েছে দুর্দান্ত পাওয়ার-হিটিং স্কিল। এনরিখ ক্লাসেন সবসময়ই ধারাবাহিক, নীতীশ রেড্ডি দিন দিন আরও ভালো হচ্ছেন, আর এখন তারা দলে যোগ করেছে ঈশান কিষানকেও। এছাড়াও রয়েছে অভিনব মনোহর, যিনি ২০২৪ সালের ঘরোয়া ক্রিকেটে বোলারদের তুলোধোনা করেছেন। এক কথায়, ছক্কা মারার দক্ষতায় SRH-এর ব্যাটিং লাইনআপ যেন এক দৈত্য।
২০২৪ সালে তারা পাওয়ারপ্লেতে ১২০ রান করেছিল। এবার কি ৩০০ রানের ইনিংসের কাছেও প্রায় পৌঁছে গিয়েছিল। এখন SRH কে নিয়ে তার ভক্তেরা স্বপ্ন দেখছে যে এবার দল ৩০০ পার করবে।
আরও পড়ুন … সচিন বা কোহলি নন, এই ক্রিকেটারের বিরাট ফ্যান সলমন খান! ভক্ত হওয়ার কারণ জানালেন বলিউডের ‘ভাইজান’
দুর্বলতা:
SRH-এর সবচেয়ে বড় দুর্বলতা তাদের ব্যাকআপ খেলোয়াড়দের অভাব। প্রথম একাদশ শক্তিশালী করতে প্রচুর বিনিয়োগের ফলে বেঞ্চে থাকা খেলোয়াড়দের তেমন অভিজ্ঞতা নেই। বিশেষ করে কামিন্দু মেন্ডিস, উইয়ান মাল্ডার, ইশান মালিঙ্গা ও অথর্বা তায়দে—এদের আইপিএলে পরীক্ষিত না হওয়া SRH-এর জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। যদি কোনও পাওয়ার-হিটার ইনজুরিতে পড়েন, তবে তাদের জন্য যোগ্য বিকল্প খুঁজে পাওয়া কঠিন হবে।
আরও পড়ুন … IPL 2025-এ ব্যর্থ হলেও টেস্টে শ্রেয়সকে নিতেই হবে! PBKS-র অধিনায়কের পাশে দাঁড়ালেন অশ্বিন
সুযোগ:
SRH-এর বিধ্বংসী ব্যাটিং লাইনআপ তাদের নতুন ১১.২৫ কোটি টাকার তারকাকে সামনে আসার সুযোগ দিচ্ছে। হেড, অভিষেক, ক্লাসেন ও রেড্ডির মতো পার্টনার পাওয়ায় ইশান কিষানের জন্য এটি হতে পারে নিজেকে নতুনভাবে তুলে ধরার আদর্শ সুযোগ। ২৬ বছর বয়সি কিষান ভারতীয় দলে উইকেটকিপারের জায়গার জন্য তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি। তবে SRH-এর হয়ে তিন নম্বরে ব্যাট করলে তিনি নিজের কেরিয়ারে নতুন উচ্চতায় পৌঁছাতে পারেন।
আরও পড়ুন … GT Possible first XI: গিলের সঙ্গে ওপেন করবেন কে? IPL 2025-এ কোন একাদশ নিয়ে মাঠে নামবে গুজরাট?
হুমকি:
SRH মূলত তাদের ব্যাটিং শক্তির ওপর নির্ভর করবে। কিন্তু যখন ব্যাটিং ব্যর্থ হবে, তখন বোলিং আক্রমণকে দায়িত্ব নিতে হবে। মহম্মদ শামি, প্যাট কামিন্স ও হার্ষাল প্যাটেল উইকেট তুলতে সক্ষম, আর অ্যাডাম জাম্পা ও রাহুল চাহার যথেষ্ট দক্ষ। তবে সমস্যা হল, এই পাঁচজনই মাঝে মাঝে বড় রান খরচ করে ফেলেন। SRH-কে নিশ্চিত করতে হবে যে, তাদের দুর্দান্ত ব্যাটিং লাইনআপ যেন বোলারদের ব্যর্থতায় হারিয়ে না যায়। SRH-এর জন্য প্রধান চ্যালেঞ্জ হবে গুরুত্বপূর্ণ মুহূর্তে উইকেট তুলে নেওয়া।
SRH-এর সম্ভাব্য সেরা একাদশ (IPL 2025):
ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, ইশান কিষান, নীতীশ কুমার রেড্ডি, এনরিখ ক্লাসেন (উইকেটরক্ষক), অভিনব মনোহর, প্যাট কামিন্স (অধিনায়ক), হার্ষাল প্যাটেল, অ্যাডাম জাম্পা, মহম্মদ শামি, জয়দেব উনাদকাট / সিমরজিত্ সিং
ইমপ্যাক্ট প্লেয়ার: সচিন বেবি