ইশান কিষানের বিধ্বংসী শতরান ও ট্র্যাভিস হেডের মারকাটারি হাফ-সেঞ্চুরিতে ভর করে আইপিএল ২০২৫-এর শুরুতেই তাণ্ডব চালাল সানরাইজার্স হায়দরাবাদ। যদিও অল্পের জন্য আইপিএলের ইতিহাসে সর্বকালের একটি রেকর্ড ভাঙা হল না তাদের।
রবিবার উপ্পলে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আইপিএল ২০২৫-এর ম্যাচে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে সানরাইজার্স হায়দরাবাদ। তারা শুরু থেকেই ঝড়ের গতিতে রান তুলতে থাকে। হায়দরাবাদ পাওয়ার প্লে-র ৬ ওভারে ১ উইকেটের বিনিময়ে ৯৪ রান সংগ্রহ করে। আইপিএলের ইতিহাসে পাওয়ার প্লে-তে তোলা পঞ্চম সর্বোচ্চ রান এটি। যদিও এই নিরিখে সর্বকালীন রেকর্ড রয়েছে হায়দরাবাদের দখলেই। তারা গত বছর অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে পাওয়ার প্লে-র ৬ ওভারে বিনা উইকেটে ১২০ রান সংগ্রহ করে।
আইপিএলের ইতিহাসে পাওয়ার প্লে-তে ওঠা সব থেকে বেশি রান
১. সানরাইজার্স হায়দরাবাদ- বিনা উইকেটে ১২০ রান (বনাম দিল্লি ক্যাপিটালস, কোটলা, ২০২৪)।
২. সানরাইজার্স হায়দরাবাদ- বিনা উইকেটে ১০৭ রান (বনাম লখনউ সুপার জায়ান্টস, একানা, ২০২৪)।
৩. কলকাতা নাইট রাইডার্স- বিনা উইকেটে ১০৫ রান (বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, চিন্নাস্বামী, ২০১৭)।
৪. চেন্নাই সুপার কিংস- বিনা উইকেটে ১০০ রান (বনাম পঞ্জাব কিংস, ওয়াংখেড়ে, ২০১৪)।
৫. সানরাইজার্স হায়দরাবাদ- ১ উইকেটে ৯৪ রান (বনাম রাজস্থান রয়্যালস, উপ্পল, ২০২৫)।
রবিবার সানরাইজার্স শেষমেশ নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২৮৬ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। ইন্ডিয়ান প্রিমিয়র লিগের ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ দলগত ইনিংস। ইন্ডিয়ান প্রিমিয়র লিগের সব থেকে বেশি রানের দলগত ইনিংসের রেকর্ড রয়েছে হায়দরাবাদের দখলেই। তারা গত বছর চিন্নাস্বামীতে আরসিবির বিরুদ্ধে ৩ উইকেটে ২৮৭ রান সংগ্রহ করে। অর্থাৎ, মাত্র ১ রানের জন্য নিজেদের পুরনো রেকর্ড ছোঁয়া হল না সানরাইজার্সের। ২ রান করলে গত বছরের রেকর্ড ভেঙে নতুন নজির গড়তে পারত সানরাইজার্স।
আইপিএলের ইতিহাসে এক ইনিংসে ওঠা সব থেকে বেশি রান
১. সানরাইজার্স হায়দরাবাদ- ৩ উইকেটে ২৮৭ রান (বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, চিন্নাস্বামী, ২০২৪)।
২. সানরাইজার্স হায়দরাবাদ- ৬ উইকেটে ২৮৬ রান (বনাম রাজস্থান রয়্যালস, উপ্পল, ২০২৫)।
৩. সানরাইজার্স হায়দরাবাদ- ৩ উইকেটে ২৭৭ রান (বনাম মুম্বই ইন্ডিয়ান্স, উপ্পল, ২০২৪)।
৪. কলকাতা নাইট রাইডার্স- ২ উইকেটে ২৭২ রান (বনাম দিল্লি ক্যাপিটালস, ভাইজ্যাগ, ২০২৪)।
৫. সানরাইজার্স হায়দরাবাদ- ৭ উইকেটে ২৬৬ রান (বনাম দিল্লি ক্যাপিটালস, কোটলা, ২০২৪)।
উল্লেখযোগ্য বিষয় হল, আইপিএলের ইতিহাসে সব থেকে বেশি রানের দলগত ইনিংসের সেরা পাঁচের তালিকায় প্রথম তিনটি স্থান দখল করে রেখেছে সানরাইজার্স হায়দরাবাদ। চার নম্বরে রয়েছে কেকেআর। পাঁচ নম্বরে ফের নাম রয়েছে হায়দরাবাদের। অর্থাৎ, সেরা পাঁচে চারবার রয়েছে হায়দরাবাদ।
রবিবার রাজস্থানের বিরুদ্ধে দাপুটে শতরান করেন হায়দরাবাদের ইশান কিষান। তিনি হায়দরাবাদের জার্সিতে প্রথমবার মাঠে নেমেই ৪৭ বলে অপরাজিত ১০৬ রান করেন। মারেন ১১টি চার ও ৬টি ছক্কা। ট্র্যাভিস হেড করেন ৩১ বলে ৬৭ রান। তিনি ৯টি চার ও ৩টি ছক্কা মারেন।