শ্রীলঙ্কার তারকা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা তাঁর বোনের বিয়ের সময়ে একেবারে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। হাসারাঙ্গা তাঁর বোন চাথু ডি'সিলভার বিয়ে উপলক্ষে একেবারে চোখের জলে ভেসে গিয়েছেন। তাঁর এই কান্নার ভিডিয়ো দেখে সকলেরই মনে নাড়া দিয়েছে। দাপুটে ক্রিকেটারের বোনের প্রতি ভালোবাসাই এতে প্রকাশ পেয়েছে।
একজন ভক্ত ওয়ানিন্দু হাসারাঙ্গার ভিডিয়োটি পোস্ট করেছে। আর সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে গিয়েছে। সেই ক্লিপটিতে দেখা গিয়েছে, হাসরাঙ্গা তাঁর ছোট বোনকে শক্ত করে আলিঙ্গন করে রেখেছেন। ভাই-বোন মিলে চোখের জলে ভাসছেন। মুহুর্তটি নিঃসন্দেহে মর্মস্পর্শী। ওখানে উপস্থিত লোকেরা ভাই-বোনকে সান্ত্বনা দিচ্ছেন। হাউহাউ করে কাঁদছিলেন হাসারাঙ্গা। বারবার চোখের জল মুছছিলেন তিনি।
ভিডিয়োটি পোস্ট হওয়ার পরেই একাধিক মন্তব্য, ইমোজি বর্ষণ হতে শুরু করে। সকলেই ক্রিকেটারের আবেগের সঙ্গে নিজেদের মিলিয়ে আবেগপ্রবণ হয়েছেন। অনেকে আবার বোনের বিয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। এবং নব দম্পতির মঙ্গল কামনা করেছেন।
আরও পড়ুন: রাহুল খেলবেন, নাকি ইশান? কী হবে বাবরদের বিরুদ্ধে ভারতের ব্যাটিং অর্ডার?
ওয়ানিন্দু হাসরাঙ্গা তাঁর ইনস্টাগ্রামে বোনের জমকালো বিয়ের অনুষ্ঠানের একটি ছবি দিয়েছেন। ছবিতে, শ্যুট পরিহিত ক্রিকেটারকে নবদম্পতির সঙ্গে পোজ দিতে দেখা গিয়েছে। বোনের বিয়ের দিন নিজের অনুভূতি শেয়ার করে হাসারাঙ্গা ক্যাপশনে লিখেছেন, ‘আমি তোমাকে কতটা ভালোবাসি, সেটা ভাষায় প্রকাশ করে বোঝাতে পারব না। তোমার জীবনের নতুন যাত্রায পথে সব সময়ে তুমি সুখে এবং আনন্দে থাক। তুমি এখনও আমার বোনই আছো, আর সারা জীবন থাকবেও।’ হাসরাঙ্গার বোনকে তাঁর দেশ-বিদেশ জোড়া ভক্তরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমেই ভালোবাসা এবং আশীর্বাদ জানিয়েছেন।
হাসারাঙ্গা লঙ্কা প্রিমিয়ার লিগে একটি স্বপ্নের মরশুম শেষ করেছেন। যেখানে তিনি বি-লাভ ক্যান্ডির অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। হাসারাঙ্গা শুধুমাত্র ফ্র্যাঞ্চাইজিকে তাদের প্রথম শিরোপা জেতাতেই নেতৃত্ব দেননি, বরং দলের এই সাফল্যে তাঁর অপরিসীম অবদানের জন্য টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারও পেয়েছেন।
তিনি শীর্ষস্থানীয় রান-স্কোরার হিসেবে টুর্নামেন্ট শেষ করেছেন। ১০ ম্যাচে ১৮৯-এর অসামান্য স্ট্রাইক রেটে ২৭৯ রান সংগ্রহ করেছেন। হাসরাঙ্গাও সর্বোচ্চ উইকেট শিকারীও হয়েছেন। তিনি ১৯টি উইকেট নিয়েছেন। তবে ফাইনাল ম্যাচটি তিনি চোটের জন্য খেলতে পারেননি।
এলপিএলে খেলার সময়ে অলরাউন্ডারের উরুতে স্ট্রেনের কারণে এশিয়া কাপের প্রথম কয়েকটি খেলাযতেও হাসরাঙ্গা অনিশ্চিত হয়ে পড়েছেন। অন্য প্রথম দলের খেলোয়াড় দুষ্মন্ত চামেরাও ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতার সময় দুর্ভাগ্যজনক ভাবে চোট পেয়েছিলেন এবং আন্তর্জাতিক টুর্নামেন্টের জন্য তিনিও অনিশ্চিত হয়ে পড়েছেন। আগামী ৩১ অগস্ট বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপে তাদের অভিযান শুরু করবে শ্রীলঙ্কা।