টেস্ট ক্রিকেটের ব্যর্থতা ঝেড়ে ফেলে ঘুরে দাঁড়াল শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়াকে প্রথম ওডিআই ম্যাচে ৪৯ রানে হারাল আসালঙ্কারা। মাত্র ২১৪ রান তুলেও ম্যাচ জিতে দেখিয়ে দিল শ্রীলঙ্কা। যা স্বভাবতই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে। অন্যদিকে টেস্টে অজি ব্যাটসম্যানরা দাপট দেখালেও এদিন ৫০ ওভারের ক্রিকেটে রান তুলতে ব্যর্থ হল। ২০২৩ ওডিআই ওয়ার্ল্ড কাপের পর থেকে ঘরের মাঠে ওডিআই ক্রিকেটে বেশ ভালো ফর্ম বজায় রেখেছে শ্রীলঙ্কা। টানা ৫টি ওডিআই সিরিজে জিতেছে তারা, যার মধ্যে ভারত এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজও রয়েছে। এদিন সেই ফর্ম বজায় রাখলেন লাহিরু কুমারারা। আজকের জয়ের ফলে ২ ম্যাচের ওডিআই সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল শ্রীলঙ্কা।
কেমন ছিল শ্রীলঙ্কার ব্যাটিং?
কলম্বোয় টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল শ্রীলঙ্কা। শুরুটা ভালো ছিল তাদের। নতুন বল হাতে দাপট দেখাতে অজি পেসাররা। একটা সময় ৫৫ রানে ৫ উইকেট হারিয়ে বেশ চাপে পরে যায় শ্রীলঙ্কা। মনে হচ্ছিল ১০০ রানের আগেই শেষ হয়ে যাবে তাদের ইনিংস। ঠিক তখনই ব্যাট হাতে অধিনায়ক হিসাবে দলের রাশ ধরেন চরিথ আসালঙ্কা। ১২৬ বলে ১২৭ রানের অসাধারণ ইনিংস খেলেন তিনি। মারেন ১৪টি চার এবং ৫টি ছয়।
এছাড়া শ্রীলঙ্কার হয়ে ব্যাট হাতে উল্লেখযোগ্য অবদান রাখেন দুনিথ ওয়েলালাগে। ৩৪ বলে ৩০ রান করেন তিনি। মারেন ২টি চার এবং ১টি ছয়। তবে বাকি ব্যাটসম্যানরা সেই ভাবে দাগ কাটতে না পারায় ৪৬ ওভারে ২১৪ রান তুলে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে দুরন্ত পারফরম্যান্স করেন শন অ্যাবট। ৯ ওভার বল করে ৬১ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। এছাড়াও ২টি করে উইকেট নেন স্পেনসার জনসন, অ্যারন হার্ডি এবং নাথান এলিস। এছাড়া ১টি উইকেট নেন ম্যাট শর্ট।
কেমন ছিল অস্ট্রেলিয়ার ব্যাটিং?
এত কম রান তাড়া করতে হওয়ায় সবাই মনে করেছিল অস্ট্রেলিয়া অনায়াসে জিতে যাবে। বিশেষ করে টেস্ট সিরিজে তাদের ব্যাটসম্যানদের পারফরম্যান্স বিচার করে। কিন্তু চমকে দেন শ্রীলঙ্কার বোলাররা। শুরু থেকেই একের পর ধাক্কা দিতে থাকে তারা। এদিনের ম্যাচে অস্ট্রেলিয়ার একজন ব্যাটসম্যান হাফ সেঞ্চুরি করতে পারেননি। ক্যাঙ্গারুদের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন অ্যালেক্স ক্যারি। ৩৩.৫ ওভারে মাত্র ১৬৫ রান তুলেই অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কার হয়ে অনবদ্য বোলিং করেন মাহিশ থিকশানা। ৯.৫ ওভার বল করে ৪০ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। এছাড়াও ২টি করে উইকেট নেন অসিথা ফার্নান্ডো এবং দুনিথ ওয়েলালাগে। ১টি করে উইকেট নেন ওয়ানিন্দু হাসারাঙ্গা ও অধিনায়ক চরিথ আসালঙ্কা।