ভারতের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে সিরিজ জিতলেও শ্রীলঙ্কায় হার অব্যাহত কিউয়িদের। টেস্ট সিরিজের পর এবার ওডিআই সিরিজের প্রথম ম্যাচও হারতে হল নিউজিল্যান্ডকে। কুশল মেন্ডিস এবং আবিষ্কা ফার্নান্ডোর শতরানই লঙ্কা বাহিনীর জয়ের ভিত গড়ে দিয়েছিল। যদিও বৃষ্টির জন্য বুধবারের ম্যাচ কিছুটা ব্যাহত হয়েছিল। সেই কারণে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ৫ উইকেট হারিয়ে ৩২৪ রান করলেও নিউজিল্যান্ডের টার্গেট কমে দাঁড়ায় ২২০। তবে সেটি ২৭ ওভারে করতে হতো তাদের। লড়াই করলেও শেষ পর্যন্ত অবশ্য ৪৫ রানে ম্যাচ হারতে হয়েছে কিউয়িদের।
ঘরের মাঠে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল শ্রীলঙ্কা। শুরুতে পাথুম নিশঙ্কাকে ১২ রানে আউট করে প্যাভিলিয়নে ফেরত পাঠান জ্যাকব ডাফি। তবে এরপর দ্বিতীয় উইকেটের জন্য বিরাট পার্টনারশিপ গড়ে তোলেন কুশল মেন্ডিস এবং আবিষ্কা ফার্নান্ডো। কুশল ১২৮ বলে ১৪৩ করেন, যেখানে তিনি ১৭টি চার এবং ২টি ছক্কা মেরেছেন। অন্যদিকে আবিষ্কা ১১৫ বলে ১০০ রান করেন, তিনি ৯টি চার এবং ২টি ছক্কা মেরেছেন। এই দুই ব্যাটসম্যান বাদেও গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন অধিনায়ক চরিথ আসালঙ্কা। তিনি ২৮ বলে ৪০ রান করেন। তবে বৃষ্টি শুরু হওয়ায় খেলা বেশ কিছুক্ষণ বন্ধ থাকে। শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে ৪৯.২ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩২৪ রান তুলতে সক্ষম হয়।
জবাবে নিউজিল্যান্ড যখন ব্যাট করতে নামে তখন তাদের টার্গেট কমে ২৭ ওভারে ২২০ হয়ে দাঁড়ায়। শুরুটা ভালোই করে নিউজিল্যান্ডের দুই ওপেনার উইল ইয়ং এবং টিম রবিনসন। ইয়ং ৪৬ বলে ৪৮ করেন এবং রবিনসন ৩৬ বলে ৩৫ করেন। এরপর সেইভাবে কোনও কিউয়ি ব্যাটসম্যানই দাঁড়াতে পারেনি। যদিও মাইকেল ব্রেসওয়েল কিছুটা লড়াই দেওয়ার চেষ্টা করেছিলেন। তিনি ৩২ বলে ৩৪ করে অপরাজিত ছিলেন, তবে উল্টোদিক থেকে কেউ তাঁকে সেভাবে সমর্থন দিতে পারেনি। একটা সময় নিউজিল্যান্ড মাত্র ২২ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে, সেটাই ম্যাচ হারের মূল কারণ হয়ে দাঁড়ায়।
ম্যাচ শেষে কিউয়ি অধিনায়ক টম লাথাম বলেন, ‘যখন আপনি দ্রুত ২ জন সেট ব্যাটসম্যানের উইকেট একসঙ্গে হারিয়ে ফেলবেন তখন এরকম পিচে রান করা কঠিন হয়ে পড়ে। আমরা মারার চেষ্টা করেছি, তবে উইকেট হারিয়ে ফেলায় বিষয়টি চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছিল।’ অন্যদিকে শ্রীলঙ্কার অধিনায়ক কুশল এবং আবিষ্কার প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘লড়াইটা আমাদের জন্য কঠিন ছিল। ভেজা বল থাকায় টার্ন করছিল না সেভাবে। তবে আবিষ্কা এবং কুশল খুবই ভালো ব্যাট করেছে। সবচেয়ে ভালো বিষয় তারা দু’জনই শতরান করেছে।’ এখনও সিরিজে আরও ২টি ম্যাচ বাকি রয়েছে। ১৭ এবং ১৯ নভেম্বর অনুষ্ঠিত হবে পরবর্তী দুটি ওডিআই।