শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচের শেষ ওভারে কামাল দেখান ভারতের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। শেষ ওভারে ২টি উইকেট নিয়ে কার্যত হারা ম্যাচ টাই করেন সূর্যকুমার। পরে ভারত সুপার ওভারে ম্যাচ জিতে যায়।
এবার ভারত-শ্রীলঙ্কা ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে সূর্যকুমারের ভূমিকা পালন করলেন শ্রীলঙ্কার ক্যাপ্টেন চরিথ আসালঙ্কা। চরিথ ম্যাচের ৪৮তম ওভারে বল করতে আসেন, যেটি শেষমেশ ম্যাচের শেষ ওভারে পরিণত হয়। তিনি ২টি উইকেট নিয়ে কার্যত হারা ম্যাচ টাই করেন।
ওয়ান ডে সিরিজে সুপার ওভারের প্রসঙ্গ নেই। তাই লড়াই এক ওভারের টাই-ব্রেকারে গড়ায়নি। তবে মাত্র ২৩০ রান তুলে ভারতের মতো শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিরুদ্ধে ম্যাচ টাই করা নৈতিক জয় হিসেবে বিবেচিত হতে পারে শ্রীলঙ্কার কাছে।
শুক্রবার জয়ের জন্য ভারতের সামনে ২৩১ রানের লক্ষ্যমাত্রা ঝুলিয়ে দেয় শ্রীলঙ্কা। পালটা ব্যাট করতে নেমে ভারত ৪৭ ওভার শেষে ৮ উইকেটের বিনিময়ে ২২৬ রান তুলে ফেলে। অর্থাৎ, জয়ের জন্য ১৮ বলে ৫ রান দরকার ছিল টিম ইন্ডিয়ার। হাতে ছিল ২টি উইকেট।
৪৮তম ওভারে বল করতে আসেন শ্রীলঙ্কা দলনায়ক চরিথ আসালঙ্কা। তৃতীয় বলে চার মেরে স্কোর লেভেল করেন শিবম দুবে। চতুর্থ বলে (৪৭.৪ ওভারে) শিবম দুবেকে এলবিডব্লিউর জালে জড়ান চরিথ। আম্পায়ার প্রাথমিকভাবে আউট দেননি দুবেকে। শিবম ও সিরাজ লেগ-বাই হিসেবে এক রান নিয়ে নেন। তবে রিভিউ নিয়ে সাফল্য পায় শ্রীলঙ্কা।
জিততে ভারতের দরকার ছিল ১৪ বলে ১ রান। অর্থাৎ, ধীরে সুস্থে ডিফেন্স করে ১ রান সংগ্রহ করতে পারতেন আর্শদীপ সিং। তাঁর ব্যাটের হাত নিতান্ত মন্দ নয়। তবে নিতান্ত অবিবেচকের মতো ক্রিজে এসেই সজোরে ব্যাট চালান আর্শদীপ। বল ব্যাটে লাগেনি। উইকেটের ঠিক সামনে বল লাগে আর্শদীপের প্যাডে। আম্পায়ার আঙুল তুলতে ভুল করেননি। শ্রীলঙ্কার মতো টিম ইন্ডিয়াও ২৩০ রানে শেষ করে তাদের ইনিংস।
উল্লেখ্য, শুক্রবার কলম্বোয় সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। সিংহলিদের হয়ে পাথুম নিশঙ্কা ৫৬ ও দুনিথ ওয়েলালাগে ৬৭ রান করেন। আর্শদীপ সিং ও অক্ষর প্যাটেল ২টি করে উইকেট নেন।
ভারতের হয়ে রোহিত শর্মা করেন ৫৮ রান। অক্ষর প্যাটেল ৩৩ ও লোকেশ রাহুল ৩১ রানের যোগদান রাখেন। ৩টি করে উইকেট নেন ওয়ানিন্দু হাসারাঙ্গা ও চরিথ আসালঙ্কা। ২টি উইকেট নেন দুনিথ ওয়েলালাগে। ম্যাচের সেরা হন দুনিথ।