ঘরের মাঠে নিউজিল্যান্ডকে দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ করে শ্রীলঙ্কা। এবার ৩ ম্যাচে ওয়ান ডে ও দুই ম্যাচের টি-২০ সিরিজ খেলতে শ্রীলঙ্কায় ফিরছে কিউয়ি দল। বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২টি সীমিত ওভারের সিরিজের জন্য দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।
প্রায় এক বছর ৫০ ওভারের ফরম্যাটে অংশ না নেওয়ার পর ওয়ান ডে দলে ফিরেছেন কুশল পেরেরা। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ান ডে সিরিজের জন্য শ্রীলঙ্কার ওয়ান ডে দলে যুক্ত হয়েছেন পেসার মহম্মদ সিরাজও। সিরাজ এখনও পর্যন্ত শ্রীলঙ্কার হয়ে ১টি মাত্র ওয়ান ডে ম্যাচে মাঠে নেমেছেন। গত অগস্টে ভারতের বিরুদ্ধে সেই ম্যাচে ৪ ওভার বল করে ২৫ রান খরচ করেন তিনি। যদিও কোনও উইকেট পাননি। সিরাজের লিস্ট-এ কেরিয়ার বেশ চমকপ্রদ। তিনি ৫৩টি লিস্ট-এ ম্যাচে মাঠে নেমে ১৮.৭৫ গড়ে সাকুল্যে ৮৪ উইকেট নিয়েছেন।
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ান ডে ও টি-২০ দলে যুক্ত হয়েছেন অল-রাউন্ডার চামিন্দু বিক্রমাসিংহে এবং স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, জেফ্রি বন্দরসে ও দুনিথ ওয়েলালাগে।
শুধু টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন তারকা পেসার মাথিশা পাথিরানা ও নুয়ান তুষারা। প্রত্যাশা মতোই কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ান ডে সিরিজে শ্রীলঙ্কা দলকে নেতৃত্ব দেবেন চরিথ আসালঙ্কা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জেতা টি-টোয়েন্টি দলই ধরে রেখেছে শ্রীলঙ্কা।
আগামী ৯ নভেম্বর ডাম্বুলার রণগিরি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আগামী ১০ নভেম্বর ডাম্বুলাতেই অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় তথা শেষ টি-টোয়েন্টি ম্যাচ।
আগামী ১৩ নভেম্বর রণগিরি ডাম্বুলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ। আগামী ১৭ ও ১৯ নভেম্বর পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য শ্রীলঙ্কার স্কোয়াড
চরিথ আসালঙ্কা, পাথুম নিশঙ্কা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, কামিন্দু মেন্ডিস, দীনেশ চন্ডীমল, আবিষ্কা ফার্নান্ডো, ভানুকা রাজাপক্ষে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, দুনিথ ওয়েলালাগে, জেফ্রি বন্দরসে, চামিন্দু বিক্রমাসিংহে, নুয়ান তুষারা, মাথিশা পাথিরানা, বিনুরা ফার্নান্ডো, অসিথা ফার্নান্ডো।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের জন্য শ্রীলঙ্কার স্কোয়াড
চরিথ আসালঙ্কা, আবিষ্কা ফার্নান্ডো, পাথুম নিশঙ্কা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, কামিন্দু মেন্ডিস, জনিথ লিয়ানাগে, সাদিরা সমরাবিক্রমে, নিশান মদুষ্কা, দুনিথ ওয়েলালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, জেফ্রি বন্দরসে, চামিন্দু বিক্রমাসিংহে, অসিথা ফার্নান্ডো, দিলশান মাদুশঙ্কা, মহম্মদ সিরাজ।