টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজেও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে শ্রীলঙ্কা। বুধবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। বৃষ্টির কারণে দেরিতে শুরু হয়েছিল ম্যাচ। এই কারণে ম্যাচের ওভার কাটা হয়েছিল এবং ম্যাচটি ৪৪ ওভার হয়ে যায়। প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ দল ৩৬ ওভারে মাত্র ১৮৯ রান তুলতে পারে। জবাবে, অধিনায়ক চরিথ আসালঙ্কার অর্ধশতক ইনিংসের সুবাদে ৩৪ বল বাকি থাকতেই সিরিজ জিতে নেয় শ্রীলঙ্কা।
আরও পড়ুন… IPL 2025 Mega Auction: ক্রিকেটার ধরে রাখা নিয়ে বড় ইঙ্গিত দিল Gujarat Titans! শামির কী হবে?
১৯০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ধাক্কাটা পায় আবিষ্কা ফার্নান্ডোর রূপে। ওপেনিং ব্যাটসম্যান করতে পারেন মাত্র নয় রান। ১৩ বলে তিন রান করেন কুশল মেন্ডিস। ওপেনার নিশান মদুষ্কা ৪৪ বলে ৬ চারের সাহায্যে ৩৮ রানের ইনিংস খেলেন। সাদিরা সমরাবিক্রমে ৫০ বলে ৩৮ রান করেন। জনিথ লিয়ানাগে ও অধিনায়ক আসালঙ্কার মধ্যে অর্ধশতকের জুটি ছিল। ৩৪ বলে ২৪ রানে রান আউট হন জনিথ লিয়ানাগে। কামিন্দু মেন্ডিস ১১ রানে অপরাজিত থাকেন এবং চরিথ আসালঙ্কা ৬২ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে আলজারি জোসেফ ২টি, গুড়াকেশ মোতি ও রোস্টন চেস ১টি করে উইকেট নেন।
আরও পড়ুন… Emerging Teams Asia Cup 2024: বাদোনির ফিফটি, অভিষেকের ঝোড়ো ব্যাটিং, ছয় উইকেটে ওমানকে হারাল ভারত
এর আগে ওয়েস্ট ইন্ডিজ দল প্রথমে ব্যাট করতে নেমে ৩৬ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১৮৯ রান তুলতে পারে। ব্র্যান্ডন কিং মাত্র এক রান, আলিক আথানাজে মাত্র ১৬ রান এবং শাই হোপ মাত্র ৫ রান করতে পারেন। কার্তি খেলেন ২৭ রানের ইনিংস। রোমারিও শেফার্ড করেন ৪ রান। হেইডেন ওয়ালশ আউট হওয়ার পর ১ রান, জোসেফ ১ রান করে। ৫৮ রানে আট উইকেট হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এর পর শেরফেন রাদারফোর্ড ও গুড়াকেশ মোতির মধ্যে সেঞ্চুরি জুটি খেলে। রাদারফোর্ড ৮২ বলে ৮০ রান করেন। নিজের ইনিংসে মারেন ৭টি চার ও চারটি ছক্কা। মতি ৬১ বলে ৫০ রান করে অপরাজিত ফিরেন। শ্রীলঙ্কার পক্ষে হাসারাঙ্গা চারটি, অসিথা ফার্নান্ডো ও মাহিশ থিকশানা ৩টি করে উইকেট নেন।
টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে শ্রীলঙ্কা। ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-টোয়েন্টি জিতেছে, তারপরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচ হেরেছে। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও শ্রীলঙ্কা ৫ উইকেটে জিতেছে শ্রীলঙ্কা সফরে টানা চার ম্যাচ হেরেছে ওয়েস্ট ইন্ডিজ দল। প্রথম ম্যাচেও বৃষ্টির প্রভাব পড়েছিল। শনিবার মাঠে গড়াবে তৃতীয় ওয়ানডে।