শুভব্রত মুখার্জি:- ২২ গজের নিঃসন্দেহে অন্যতম বড় কিংবদন্তি ক্রিকেটার। তিনি বল একহাত করে কার্যত যে কোন উইকেটে স্পিন করাতে পারতেন। তিনি মুথাইয়া মুরলিধরন। শ্রীলঙ্কা তো বটেই, গোটা ক্রিকেট বিশ্বে তাঁর জনপ্রিয়তা আকাশচুম্বী। শ্রীলঙ্কার হয়ে জিতেছেন বিশ্বকাপর শিরোপা। খেলা ছেড়েছেন দীর্ঘদিন হল।
টেস্টে ৮০০ উইকেটের মালিক এরপর আইপিএলে কোচ হিসেবেও দায়িত্ব সামলেছেন। কয়েকমাস আগে তাঁর উপর একটি সিনেমাও রিলিজ হয়েছে। এবার তিনি ব্যবসায় নামতে চলেছে। দক্ষিণ ভারতের রাজ্য কর্নাটকে তিনি পানীয়ের ব্যবসা শুরু করতে চলেছেন। যে ব্যবসায় তিনি ধাপে ধাপে ১৪০০ কোটি টাকা বিনিয়োগ করবেন বলেই জানা গিয়েছে।
কর্নাটক বিভারেজ ইউনিটের নামে এই ব্যবসা শুরু করতে চলেছেন তিনি। যেখানে প্রাথমিকভাবে ২৩০ কোটি টাকা বিনিয়োগের কথা ভাবা হয়েছিল। বর্তমানে তা সংশোধন করে অনেকটাই বাড়ানো হয়েছে। প্রায় চার গুণ বাড়িয়ে এই বিনিয়োগের মাত্রা আপাতত ধার্য করা হয়েছে ১০০০ কোটি। কয়েক বছরের মধ্যে তা বাড়িয়ে করা হবে ১৪০০ কোটি।
এই টাকাটা কয়েক ধাপে এই প্রোজেক্টে ব্যয় করবেন কিংবদন্তি লঙ্কান স্পিনার। কর্নাটকের চামারাজনাগরা জেলার বাদানাগুপ্পেতে এই পানীয়ের কারখানাটি স্থাপন করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করা হয়েছে কর্নাটক সরকারের তরফে। এমবি পাটিল যিনি এই মুহূর্তে কর্নাটক রাজ্যের বৃহৎ এবং মাঝারি শিল্পের দপ্তরের মন্ত্রী হিসেবে দায়িত্বে রয়েছেন, তিনি এই বিষয়টি নিশ্চিত করেছেন। এই ঘোষণার পরপরেই মুথাইয়া মুরলিধরন এবং এমবি পাটিলের মধ্যে দীর্ঘক্ষণ বিষয়টি নিয়ে বৈঠক হয়।
তবে শুধু পানীয় নয় এর পাশাপাশি 'কনফেকশনারি' অর্থাৎ কেক, পেস্ট্রি, প্যাটিসের ব্যবসাও শুরু করবেন মুথাইয়া মুরলিধরন। আপাতত এই নতুন কোম্পানির নাম দেওয়া হয়েছে 'মুথাইয়া বেভারেজেস অ্যান্ড কনফেকশনারিস'। এক বিবৃতিতে সেটাই জানানো হয়েছে।
এমবি পাটিল নিশ্চিত করেছেন এই কারখানা গড়তে কর্নাটক রাজ্য সরকারের তরফে ৪৬ একর জমি কিংবদন্তি স্পিনারকে দেওয়া হয়েছে। ২০২৫ সালের জানুয়ারি মাস থেকেই এই কারখানায় উৎপাদন শুরু হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। জমির বন্টন নিয়ে যেসব ছোট ছোট সমস্যা রয়েছে তা দ্রুত মেটাতে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের আধিকারিকদের। পাশাপাশি পাটিল আরো জানিয়েছেন রাজ্যের ধারওয়াডে আরো একটি কারখানা অদূর ভবিষ্যতে খোলার বিষয়েও সিদ্ধান্ত নিয়েছেন মুথাইয়া মুরলিধরন।