কেনিংটন ওভালে দ্বিতীয় দিনে শ্রীলঙ্কা বনাম ইংল্যান্ড টেস্টে খেলা পুরো ওভার গড়ালো না। ইংল্যান্ডের স্কোর ৩ উইকেটে ২২১ রানে শেষ হয়েছিল প্রথম দিনের খেলা। ৪৪.১ ওভার বোলিং হয়েছিল। দ্বিতীয় দিনের তুলনায় বেশি ওভার খেলা হলেও সব ওভার হল না। ৭০ ওভার মতো খেলা হল কেনিংটনে দ্বিতীয় দিনে, এরপর খারাপ আলোর জন্য দিনের মতো খেলা বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন আম্পায়াররা। মাঝে মধ্যেই আলো কম এবং অতিরিক্ত মেঘের জন্য খেলায় বিঘ্ন ঘটল। ব্যাটার, বোলার, আম্পায়ার সমস্যায় পড়লেন সকলেই। তৃতীয় টেস্টে দ্বিতীয় দিনের শেষে শ্রীলঙ্কার স্কোর ৫ উইকেটে ২১১। সাময়িক ধাক্কা কাটিয়ে উঠে লড়াই দিচ্ছে লঙ্কান মিডল অর্ডার।
আরও পড়ুন-বাটলার চাননি, তাই ইংল্যান্ডের কোচ হতে পারেননি! সেই তারকাকেই লায়ন্সের কোচ করল ECB…
৩ উইকেটে ২২১ রান নিয়ে খেলতে নেমে ইংল্যান্ডের চতুর্থ উইকেট পড়ে ২৬১ রানে। আশা করা হয়েছিল, এরপর হয়ত ওলি পোপের সঙ্গে বাকিরা জুটি বেঁধে ইংল্যান্ডকে বড় ইনিংসে নিয়ে যাবেন। কিন্তু লঙ্কান অধিনায়ক ধননঞ্জয় দি সিলভা, মিলান রথনায়েকেদের দুরন্ত বোলিংয়ের সৌজন্যে ৩২৫ রানেই অলআউট হয়ে যায় ইংল্যান্ড। অর্থাৎ ৬৪ রানের মধ্যেই বাকি ৬টি উইকেট হারায় ইংরেজরা। আয়োজক দেশ ইংল্যান্ডের অধিনায়ক ওলি পোপ করেন ১৫৪। ওপেনার বেন ডাকেট প্রথম দিনে করেছিলেন ৮৬।
জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কান ওপেনার পাথুম নিশাঙ্কা অনেকটা বাজবল ক্রিকেটের ঢংয়েই চালিয়ে খেলতে থাকেন। ৫১ বলে টি২০ স্টাইলে করেন ৬৪ রান। কিন্তু টপ অর্ডারের বাকিরা ব্যর্থ হয় লঙ্কানদের চাপে ফেলে দেয়। মাত্র ৯৩ রানের মধ্যেই পাঁচ উইকেট পড়ে যায় শ্রীলঙ্কার, এরপরই প্রতিরোধ গড়ে তোলেন অধিনায়ক ধনঞ্জয় দি সিলভা এবং কামিন্দু মেন্দিস। দুই ক্রিকেটারের অর্ধশতরানে ফের লড়াইয়ের জমি ফিরে পায় দুই টেস্ট হেরে বসে থাকা লঙ্কানরা।
আরও পড়ুন-ভিডিয়ো- ঋষভকে টেক্কা উড়ন্ত জুরেলের! তৃতীয় দিনে নিলেন ৫ ক্যাচ! একটা ক্যাচ না দেখলেই মিস…
ধনঞ্জয় দি সিলভা করেন ১০৬ বলে ৬৪ রান। ৭০ বলে ৫৪ রান করেন কামিন্দু মেন্দিস। দ্বিতীয় দিনের শেষে এখনও প্রথম ইনিংসে শ্রীলঙ্কা পিছিয়ে রয়েছে ১১৪ রানে। তৃতীয় দিনের শুরুতে যদি এই জুটি আউট না হয়ে উইকেটে টিকে থাকতে পারে, তাহলে লিড নিতেই পারে লঙ্কানরা। এখনও পর্যন্ত সিরিজে একবারও লিড নেয়নি শ্রীলঙ্কা। তাই হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে প্রথম ইনিংসে শ্রীলঙ্কার লিড নেওয়ার ক্ষেত্রে বড় ভরসা সিলভা-মেন্দিস জুটি।