অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ফের একবার ব্যাটিং বিপর্যয়ের সামনে শ্রীলঙ্কা। প্রথম টেস্টে তাঁরা স্টিভ স্মিথের দলের বিরুদ্ধে খারাপভাবে হেরেছিল। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর মাত্র দু সপ্তাহ আগেও ফের একবার টেস্টে চাপে লঙ্কানরা। দ্বিতীয় টেস্টের প্রথম দিনের শেষে শ্রীলঙ্কার স্কোর ৯ উইকেটে ২২৯।
আরও পড়ুন-ফর্ম্যাট বদলের সঙ্গে সঙ্গেই ফর্মে ফিরবেন রোহিত-বিরাট! আশায় প্রাক্তন ব্যাটিং কোচ
শ্রীলঙ্কা দল অজিদের বিরুদ্ধে শুরুতেই হারায় পাথুম নিশাঙ্কার উইকেট। তবে এরপরই ডিমুথ করুনারত্নের সঙ্গে খেলার হাল ধরেন দিনেশ চান্ডিমাল। দুই অভিজ্ঞ ব্যাটারই নিজেদের দেশের মাটিতে টেস্টে অজি বোলারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। কিন্তু যে অস্ত্রে লঙ্কানরা সেনা দেশগুলোকে চাপে ফেলে, সেই অস্ত্রেই করুনারত্নের উইকেট তুলে নেয় অস্ট্রেলিয়া।
আরও পড়ুন-‘ব্যালন ডি অরের কোনও বিশ্বাসযোগ্যতা নেই! আমিই সবথেকে…’ মেসিকে খোঁচা রোনাল্ডোর?
স্পিনার নাথান লিয়ন ব্যক্তিগত ৩৬ রানের মাথায় ডিমুথ করুনারত্নেকে ফেরান ক্লিন বোল্ড করে। ফার্সট ডাউনে নামা দিনেশ চাণ্ডিমাল এরপর ৭৪ রানের ঝকঝকে ইনিংস খেলেন। তিনিই দলকে ভদ্রস্থ স্কোরে নিয়ে যাওয়ার লড়াই লড়তে থাকেন। তাঁকে এরপর যোগ্য সংগত দেন কুশল মেন্ডিস। সেই সবাদেই ২০০র গণ্ডি টপকায় লঙ্কানরা।
আরও পড়ুন-‘আজকে আমরা রেফারি কিনতে পারিনি’, বাগান সচিবের খোঁচা লালহলুদকে! ISLর সূচিতেও অখুশি
১০৭ বলে ৫৯ রান করে এখনও নটআউট রয়েছেন শ্রীলঙ্কার কুশল মেন্ডিস। তবে প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শ্রীলঙ্কার সংগ্রহ ৯ উইকেটে ২২৯ রান। ফলে দ্বিতীয় দিনের শুরুতে আদৌ লাহিরু কুমারা তাঁকে কতটা সাহায্য করতে পারবেন সেই নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। নিজের অর্ধশতরানের ইনিংসে ছয়টি চার এবং ১টি ছয় মেরেছেন কুশল মেন্ডিস।
অ্যাঞ্জেলো ম্যাথিউজ ১ রানে আউট হন, শ্রীলঙ্কার অধিনায়ক ধনঞ্জয় দি সিলভা ০ রানেই সাজঘরে ফেরেন। প্রবথ জয়সূর্য এবং নিশান পেরিস ০ রানে আউট হন। রমেশ মেন্ডিস করেন ২৮ রান। শেষদিকে মিচেল স্টার্কের একটা ওভারই শ্রীলঙ্কার সব লড়াইয়ে জল ঢেলে দিল। ৮৪তম ওভারে রমেশ মেন্ডিস এবং প্রবথ জয়সূর্যকে পরপর আউট করেন স্টার্ক, আর তাতেই কুশল মেন্ডিস কার্যত সতীর্থহারা হয়ে যায়। এবং তাঁদের ৯টি উইকেটের পতন হয়। স্টার্ক এবং লিয়ন ৩টি করে উইকেট নিয়েছে।