শুভব্রত মুখার্জি:- ইংল্যান্ডে এই মুহূর্তে সামাজিক পরিস্থিতি বেশ খারাপ। দেশের বেশ কয়েকটি জায়গায় দাঙ্গা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দুই সম্প্রদায়ের মধ্যে তৈরি হয়েছে উত্তেজনা। এমন পরিস্থিতিতে ইংল্যান্ড সফরে যাওয়ার কথা শ্রীলঙ্কার। সেখানে টেস্ট সিরিজ খেলার কথা রয়েছে তাদের। শ্রীলঙ্কা ক্রিকেট দলের তরফে এমন পরিস্থিতিতে ইংল্যান্ড সফরে যাওয়া নিয়ে সংশয় প্রকাশ করা হয়েছে। সেখানে তাদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন আশঙ্কা প্রকাশ করা হয়েছে। কারণ ইংল্যান্ডের বিভিন্ন শহরে অ্যান্টি ইমিগ্রান্ট বিরোধ চলছে। এমন আবহে অবশ্য ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের তরফে শ্রীলঙ্কা বোর্ড এবং ক্রিকেটারদেরকে নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করা হয়েছে।
এই সিরিজ শুরুর আগে যে অনুশীলন হওয়ার কথা তা ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা। আর এমন আবহেই তারা নিরাপত্তার বিষয়টি সামনে এনেছেন। কারণ এই সফরে তাদের নিরাপত্তা নিয়ে কি পরিকল্পনা রয়েছে ইসিবির তা তাদের কাছে একেবারেই স্পষ্ট নয়। সাতজন ক্রিকেটার এবং দুইজন সাপোর্ট স্টাফ ইতিমধ্যেই শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য এবং ভালো নিরাপত্তার ব্যবস্থা করার জন্য আবেদন জানিয়েছেন। কারণ লন্ডনে তারা যেখান থেকে মাঠ এবং হোটেলের মধ্যে যাতায়াত করবেন ওই পথের নিরাপত্তা সুনিশ্চিত করার বিষয়ে আবেদন জানানো হয়েছে।
আরও পড়ুন-‘দেশবাসী তোমার অদম্য লড়াইয়ে গর্বিত, তুমি সত্যিকারের যোদ্ধা!’ ভিনেশকে বার্তা বিন্দ্রার
নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রিকেটার জানিয়েছেন ' আমরা যেখানে আছি তার আশেপাশে এই মুহূর্তে সমস্যা নেই। তবে তা সত্ত্বেও অনেকের মনে সংশয় রয়েছে। কারণ আমরা ডিনারে বেরতে পারব কিনা। বা বাইরে ইচ্ছা করলেই সমস্যা ছাড়া বেরতে পারব কিনা তা নিয়ে সংশয় রয়েছে। আমাদের মনে হচ্ছে বেশিরভাগ সময়টাই আমাদের হোটেলে কাটাতে হবে। কারণ কেউ অযথা সমস্যায় পড়তে চায় না। আমরা বোর্ডের সঙ্গে কথা বলেছি। তাদেরকে বলেছি অতিরিক্ত নিরাপত্তার আয়োজন করতে।
আরও পড়ুন--‘ভারতে মাঠ ছোট, উইকেট ব্যাটিং সহায়ক!’ ওডিআই সিরিজ জিতেই রোহিতদের খোঁচা থিকসানার…
তবে বোর্ড এই বিষয়ে এখন ও আমাদেরকে কিছু জানায়নি। তবে ইসিবি খুব দ্রুত উত্তর দিয়েছে। তারা আমাদের নিরাপত্তার বিষয়টি নিয়ে আশ্বস্ত করেছে। তাদের তরফে একজন সিকিউরিটি লিয়াজোঁ অফিসার থাকবে বলেই বলা হয়েছে। নিরাপত্তা নিয়ে তাদের পরিকল্পনা ও আমাদের কাছে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে।' শ্রীলঙ্কা, ইংল্যান্ড সফরে তিনটি টেস্ট ম্যাচ খেলবে। ২১ অগস্ট ম্যাঞ্চেস্টারে খেলা হবে প্রথম টেস্ট ম্যাচ। ২৯ অগস্ট লর্ডসে হবে দ্বিতীয় টেস্ট ম্যাচ। ৬ সেপ্টেম্বর ওভালে হবে তৃতীয় টেস্ট ম্যাচ।