জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে রঞ্জি ট্রফির গত ম্যাচে রোহিত শর্মা, যশস্বী জসওয়াল, শ্রেয়স আইয়ার, অজিঙ্কা রাহানের মতো সুপারস্টাররা ব্যর্থ হন। তবে ব্যাট হাতে মুম্বইয়ের ইনিংসকে কার্যক একা টেনে নিয়ে যান শার্দুল ঠাকুর। গত ম্যাচের প্রথম ইনিংসে হাফ-সেঞ্চুরি ও দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেন শার্দুল। সঙ্গে ২টি উইকেট নেন এবং দুর্দান্ত ফিল্ডিং করেন তারকা অল-রাউন্ডার।
এবার মেঘালয়ের বিরুদ্ধে রঞ্জি ম্যাচের প্রথম দিনের দুর্দান্ত হ্যাটট্রিক করেন শার্দুল। মেঘালয়ের বিরুদ্ধে এই ম্যাচে মুম্বইয়ের হয়ে মাঠে নামেননি রোহিত, যশস্বী, শ্রেয়সরা। লো-প্রোফাইল ম্যাচ বলেই সুপারস্টারদের না থাকা কোনও প্রভাব ফেলবে না বলে ধারণা মুম্বই টিম ম্যানেজমেন্টের। তবে শার্দুল শুরুতেই ইঙ্গিত দেন, তিনি একাই যথেষ্ট।
বিকেসি-র শরদ পাওয়ার ক্রিকেট অ্যাকাডেমি গ্রাউন্ডে টস জিতে মেঘালয়কে শুরুতে ব্যাট করতে পাঠায় মুম্বই। ইনিংসের প্রথম ওভারেই মেঘালয়ের ওপেনার নিশান্ত চক্রবর্তীকে আউট করেন শার্দুল। খাতা খোলার আগেই শামস মুলানির হাতে ধরা পড়েন নিশান্ত। দ্বিতীয় ওভারে কিষান লিংডোর উইকেট তুলে নেন মোহিত আবস্তি। ২ রান করে বোল্ড হন কিষান।
দুর্দান্ত হ্যাটট্রিক শার্দুল ঠাকুরের
তৃতীয় ওভারে পুনরায় বল করতে এসে মেঘালয়ের ব্যাটিং লাইনআপে ধস নামান শার্দুল। তিনি ওভারের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ বলে পরপর ৩টি উইকেট তুলে নিয়ে ব্যক্তিগত হ্যাটট্রিক পূর্ণ করেন। ২.৪ ওভারে অনিরুদ্ধকে বোল্ড করেন শার্দুল। ২.৫ ওভারে শার্দুলের বলে মুলানির হাতে ধরা পড়েন সুমিত কুমার। ২.৬ ওভারে শার্দুলের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন জসকিরৎ সিং। তিনজনেই খাতা খুলতে পারেননি। অর্থাৎ, নিজের প্রথম ২ ওভারেই ৪টি উইকেট তুলে নেন শার্দুল।
মুম্বইয়ের পঞ্চম বোলার হিসেবে রঞ্জি ট্রফিতে হ্যাটট্রিক করেন শার্দুল। তাঁর আগে এই কৃতিত্ব অর্জন করেছেন জাহাঙ্গির খট, উমেশ কুলকার্নি, আবদুল ইসমাইল ও রয়স্টোন ডায়াস।
মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফিতে হ্যাটট্রিক করা বোলাররা
১. জাহাঙ্গির খট- বনাম বরোদা (১৯৪৩-৪৪)।
২. উমেশ কুলকার্নি- বনাম গুজরাট (১৯৬৩-৬৪)।
৩. আবদুল ইসমাইল- বনাম সৌরাষ্ট্র (১৯৭৩-৭৪)।
৪. রয়স্টোন ডায়াস- বনাম বিহার (২০২৩-২৪)।
৫. শার্দুল ঠাকুর- বনাম মেঘালয় (২০২৪-২৫)।
উল্লেখ্য, জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে রঞ্জির ম্যাচের প্রথম ইনিংসে ৫১ ও দ্বিতীয় ইনিংসে ১১৯ রান করেন শার্দুল। দলের দরকারের সময় ব্যাট হাতে দৃঢ়তা দেখিয়ে জাতীয় নির্বাচকদের উপেক্ষার জবাব দেন তিনি। এবার বল হাতে দুর্দান্ত হ্যাটট্রিক করে অজিত আগরকরদের উদ্দেশ্যে প্রচ্ছন্ন বার্তা ছুঁড়ে দিলেন শার্দুল।