২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হবে যুগ্ম ভাবে আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে। আসলে আমেরিকায় ক্রিকেটের প্রচার এবং প্রসারের কারণে মেগা ইভেন্টটি সেখানে আয়োজন করার সিদ্ধান্ত নেয় আইসিসি। আমেরিকায় মূলত বাস্কেটবল এবং বেসবল ব্যাপক জনপ্রিয়। এবার সেখানে ক্রিকেটেরও জনপ্রিয়তা বাড়াতে মরিয়া আইসিসি। আসলে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সের অংশ হতে চলেছে ক্রিকেট। যে কারণে আইসিসি-র এই উদ্যোগ। বিরাট কোহলির মতো বড় খেলোয়াড়রাও এখানে খেলার প্রচারে একটি বড় ভূমিকা পালন করবে।
আমেরিকায় ক্রিকেট খেলা নিয়ে মুখ খুললেন কোহলি
ভারতের ব্যাটিং মাস্টার বিরাট কোহলি আমেরিকায় খেলার বিষয়ে কথা বলতে গিয়ে দাবি করেছেন যে, তিনি কখনও-ই ভাবেননি যে, এখানে কোনও দিনও, কোনও রকম ফর্ম্যাটে ক্রিকেট খেলবেন। তবে এই পরিবর্তনের জন্য তিনি উচ্ছ্বসিত। এবং বলেওছেন, আমেরিকা প্রথম দেশ হতে চলেছে, যারা বিশ্বকাপের হাত ধরে ক্রিকেটে বড় পদক্ষেপ করতে চলেছে।
আরও পড়ুন: ইমপ্যাক্ট প্লেয়ারের ব্যবহার নিয়ে তীব্র বিরোধীতা, IPL 2024-এর পর এই নিয়মের আয়ু নিয়ে উঠল প্রশ্ন
কোহলি একটি ভিডিয়ো বলেছেন, ‘সত্যি বলতে, আমি কখনও-ই ভাবিনি যে, আমরা আমেরিকাতে কোনও ধরণের ক্রিকেট কখনও খেলব। কিন্তু এখন এটা বাস্তবে পরিণত হয়েছে। এটা বিশ্বের খেলাধুলার ক্রমবর্ধমান প্রভাবকে ইঙ্গিত করে। এই পরিবর্তনকে আলিঙ্গন করতে আমরা প্রস্তুত এবং সম্ভবত আমেরিকা বিশ্বের প্রথম দেশ হবে যারা বিশ্বকাপের সঙ্গে এই পথা চলা শুরু করছে।’
আরও পড়ুন: আমি দলের অধিনায়ক, ওকে কখনও ব্যাট করতেই দেখলাম না- ICC-র ভিডিয়োতে কুলদীপকে রোস্ট করলেন রোহিত- ভিডিয়ো
ডোমিনো প্রভাব ফেলবে
প্রাক্তন ভারত অধিনায়ক টি-টোয়েন্টি বিশ্বকাপ অংশ নিতে ইতিমধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছে, তিনি দাবি করেছেন যে, আমেরিকায় টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হওয়ায় একটি ডমিনো প্রভাবের সূচনা হবে। তাঁর মতে, ‘আমি মনে করি, এটি একটি দুর্দান্ত শুরু। এটি শুরু করার আদর্শ উপায় এই মঞ্চই এবং এটি একটি বিশাল প্রভাব ফেলতে চলেছে। এবং এক ধরণের ডমিনো প্রভাব শুরু করতে চলেছে। আমি আশা করি, এই প্রভাব দীর্ঘ সময়ের স্থায়ী হয়ে থাকবে।’ কোহলি আরও বলেছেন যে, আমেরিকায় বসবাসরত দক্ষিণ এশিয়া অঞ্চলের লোকেরা এই গতিকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম।
আরও পড়ুন: বেড়েছে দল, বদলেছে নিয়ম, 2024 T20 World Cup কী ফর্ম্যাটে খেলা হবে? জানুন বিস্তারিত
বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবেন বিরাট?
বৃহস্পতিবার কোহলি দেশ থেকে রওনা হয়েছিলেন আমেরিকার উদ্দেশে। শুক্রবার সেখানে পৌঁছে গিয়েছেন। ভারতীয় দলের বাকি সদস্যরা আগেই আমেরিকায় পৌঁছে গিয়েছিলেন। তবে শনিবার বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে তিনি খেলবেন কি না, তা নিশ্চিত নয়। জানা গিয়েছে, ১৬ ঘণ্টা বিমানযাত্রা করে আমেরিকায় পৌঁছেছেন কোহলি। ম্যাচের দিন সকালে তাঁর শরীর কেমন থাকে, তার উপর তাঁর খেলা নির্ভর করবে। স্থানীয় সময় সকাল ১০.৩০ থেকে রয়েছে ভারতের ম্যাচ।