আইসিসি টি২০ বিশ্বকাপের ভারতীয় স্কোয়াডে সুযোগ পেয়েছেন শিবম দুবে। আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সিতে টানা ভালো পারফরমেন্সের সৌজন্যে খুলে গেছে বিশ্বকাপে জাতীয় দলের হয়ে খেলার দরজা। শেষ কয়েক বছরে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে যেন নিজের পুনর্জীবন পেয়েছেন। বর্তমানে তাঁর পারফরমেন্সের সঙ্গে যদি তিন বছর আগের তুলনা করা যায় তাহলেই বোঝা যাবে তাঁর জীবনে ঠিক কতটা বদল এসেছে। বলা ভালো চেন্নাইতে গিয়ে ক্যাপ্টেল কুলের সান্নিধ্যে ঠিক কতটা নিজেকে মেলে ধরেছেন শিবম।
জাতীয় দলের তাঁর সুযোগ পাওয়া কিন্তু রিজার্ভ বেঞ্চে বসার জন্য নয়, সেকথা বলাই যায়। কারণ রিঙ্কু সিংয়ের মতো ক্রিকেটারকে দলে না নিয়েও তাঁকে বিশ্বকাপের স্কোয়াডে রাখা হয়েছে। ফলে তাঁর পারফরমেন্স চোখে লেগেছে বলেই নির্বাচকরা দলে নিয়েছে। মাথায় রাখতে হবে সাম্প্রতিককালে তাঁকে বল হাতে সেরকমভাবে দেখা যায়নি। ফলে একান্তই স্পেশালিস্ট ব্যাটার হিসেবে তিনি যাচ্ছেন, তাও ধরে নেওয়া যায়। প্রয়োজন হলে তবেই তিনি হয়ত বোলিং করবেন। তবে আইসিসির মেগা ইভেন্ট শুরুর আগে তাঁর দলের কোচ যে কথা বললেন, তা শুনে মনে হতেই পারে, বল যদি একান্তই না করেন শিবম, তাহলেও ব্যাট হাতে তিনি সেই খামতি পুষিয়ে দেবেন।
আরও পড়ুন-ICC T20 World Cup- বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ পেয়ে…কাকে কৃতিত্ব দিলেন সঞ্জু?
চেন্নাই সুপার কিংসের কোচ স্টিফেন ফ্লেমিং ভূয়সি প্রশংসা করছেন শিবমের। মুম্বইয়ের এই ছেলের মধ্যে একটা এক্স ফ্যাক্টর আছে, বলছেন ব্ল্যাক ক্য়াপসদের প্রাক্তন অধিনায়ক। ফ্লেমিংয়ের মতে,' শিবম একটা বিষয় প্রমাণ করে দিয়েছে, যে ও শুধু স্পিনারদেরই বড় শট খেলেনা। অসম্ভব শক্তি রয়েছে ওর। আর বিশ্বকাপ জিততে গেলে কিছু খেলোয়াড় প্রয়োজন, যাদের মধ্যে একটা এক্স ফ্যাক্টর থাকে। তাই শিবম বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ পাওয়ায় আমি খুব খুশি'।
প্রথম যখন চেন্নাইতে এসেছিলেন তখন কিছু খামতি ছিল তাঁঁর খেলায়। ক্রমেই নিজের সেই ভুল গুলো শুধরে ফেলেছেন শিবম। সিএকসের কোচ আরও বলেন, ‘ আগে যে দুর্বলতার দিকগুলো ছিল, ওকে বলার পর সেগুলোয় জোর দেয়। সেই কারণে এখন সাফল্য পেয়েছে। আমাদের দলেরও সেটা কাজে লেগেছে। তাই এই ছন্দ ধরে রাখতে পারলে ভারতের জন্য ভালোই হবে’।
আরও পড়ুন-IPL 2024-কোচ, অধিনায়ক নয়, কার ভোকাল টনিকে কামব্যাক নাইটদের?
এবারের আইপিএলে ৯ ম্যাচে ৩৫০ রান করেছেন এই বাঁঁহাতি ব্যাটার। আন্তর্জাতিক টি২০তে ২১ ম্যাচে করেছেন ২৭৬ রান। ২০২০ সাল পর্যন্ত আইপিএলে ১৫০ রানের গণ্ডিও টপকাতে পারেননি। ২০২১ সাল থেকে তাঁর পারফরমেন্স গ্রাফ উর্ধ্বমুখী। গত আইপিএলে ১৬ ম্যাচে করেছিলেন ৪১৮ রান।