এগিয়ে আসছে ব্লকব্লাস্টার বর্ডার-গাভাসকর সিরিজ। তার আগে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা মজাদার এবং বিরক্তিকর ভারতীয় ক্রিকেটারদের নাম জানালেন। স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে অস্ট্রেলীয় ক্রিকেটাররা নিজেদের পছন্দের মজাদার এবং বিরক্তিরকর ক্রিকেটারদের নাম জানান। সেখানেই স্টিভ স্মিথ জাদেজাকে মাঠের মধ্যে সবচেয়ে বিরক্তিকর ক্রিকেটার হিসেবে চিহ্নিত করেন। তিনি বলেন, ‘আমার মনে হয় মাঠে রবীন্দ্র জাদেজাই সবচেয়ে বিরক্তিকর ভারতীয় ক্রিকেটার। কারণ তিনি একজন খুবই ভালো খেলোয়াড়। তিনি সব সময় লড়াইয়ের জন্য প্রস্তুত থাকে, সেটা ব্যাটে হোক কিংবা বল কিংবা ফিল্ডিংয়ে। এটা প্রতিপক্ষ হিসেবে অনেক সময় বিরক্তির কারণ হয়ে ওঠে। তবে তিনি একজন খুবই ভালো ক্রিকেটার।’ যে জাদেজা তাঁকে ভেংচেছিলেন একটা সময়। ঘাড় নাড়ানোর নকল করেছিলেন।
রবীন্দ্র জাদেজা এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৭টি টেস্টে ২৩ ইনিংসে ৫৭০ রান করেছেন, গড় ২৮.৫০। অজিদের বিরুদ্ধে তাঁর সর্বোচ্চ রান ৮১, রয়েছে পাঁচটি অর্ধশতরানও। অস্ট্রেলিয়ার মাটিতে তিনি পাঁচটি ইনিংসে ১৭৫ রান করেছেন, গড় ৪৩.৭৫ এবং রয়েছে দুটি অর্ধশতরান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জাদেজা মোট ৮৯টি উইকেট নিয়েছেন।
তবে মার্নাস ল্যাবুশান জানান, ‘আমি বিরক্তিকর ভারতীয় ক্রিকেটারের কথা বলব না, নইলে আমার পিছনে পড়ে যাবেন তাঁরা। তবে আমার মতে, সবচেয়ে মজার ভারতীয় ক্রিকেটার হলেন ঋষভ পন্ত। তিনি সবসময় মজা করতে ভালোবাসেন এবং খেলাটি স্পোর্টিং স্পিরিটের সঙ্গে খেলেন।’
অস্ট্রেলিয়ার মাটিতে ঋষভ পন্তের রেকর্ড যথেষ্ট চমকপ্রদ। অস্ট্রেলিয়ায় ঋষভ এখনও পর্যন্ত মোট ৭টি টেস্টে ১২ ইনিংসে ৬২৪ রান করেছেন। গড় ৬২ এবং সর্বোচ্চ রান ১৫৯ নট আউট, এছাড়াও ২টি অর্ধশতরানও রয়েছে তাঁর। আরেক অস্ট্রেলীয় ক্রিকেটার ট্র্যাভিস হেড বিরাট কোহলি প্রসঙ্গে বলেন, ‘আমার মনে হয় অনেকেই বিরাট কোহলির নাম নেবেন। কারণ তিনি একজন খুবই ভালো ক্রিকেটার। তিনি সবসময় রান করেন এবং উদ্বুদ্ধ থাকেন।’
অস্ট্রেলিয়ায় বিরাট কোহলির রেকর্ড চোখে পড়ার মতো। তিনি এখনও পর্যন্ত সে দেশে ১৩টি টেস্টে ২৫ ইনিংসে ১৩৫২ রান করেছেন। গড় ৫৪.০৮ এবং সর্বোচ্চ রান ১৬৯। এছাড়াও ছ'টি শতরান এবং ৪টি অর্ধতশতরান রয়েছে। বিরাট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মোট ২৫টি টেস্টে ২০৪২ রান করেছেন, গড় ৪৭.৪৮। উল্লেখ্য, বর্ডার-গাভাসকর ট্রফি অনুষ্ঠিত হবে নভেম্বর থেকে। মোট ৫টি টেস্ট ম্যাচ খেলা হবে এই সিরিজে।