ম্যাট কুনম্যানের অবৈধ বোলিং অ্যাকশনের কথা শুনে অবাক হয়ে গেছিলেন, জানাচ্ছেন অস্ট্রেলিয়ার স্টপ গ্যাপ অধিনায়ক স্টিভ স্মিথ। শ্রীলঙ্কা সিরিজে অস্ট্রেলিয়ার অধিনায়কের দায়িত্ব ফিরে স্টিভ স্মিথ দলকে শুধু সিরিজ জিতিয়েছেন তাই নয়। জোড়া টেস্টেই শতরান করে এশিয়ার মাটিতে দলের জয়ের পাশাপাশি নিজেও সিরিজের সেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন।
শ্রীলঙ্কা সিরিজের পরই বোলিং অ্যাকশন বিতর্ক
শ্রীলঙ্কা সিরিজের সময়ই প্রকাশ্যে আসে ম্যাট কুনম্যানের অবৈধ বোলিং অ্যাকশনের বিষয়টি। গলের মাঠে দুটি টেস্টে অস্ট্রেলিয়ার বাঁহাতি স্পিনার তুলে নিয়েছিলেন ১৬টি উইকেট। বোলিং গড় ছিল ১৭.১৮। কিন্তু তাঁরই বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠায় অজি তারকা স্টিভ স্মিথ স্পষ্টতই বলছেন, ‘আমার কাছে বিষয়টি খুবই অবাক করার মতো ’।
অবাক হয়েছেন, বলছেন স্মিথ
স্মিথ বলছেন, ‘ম্যাট শেষ আট বছর ধরে পেশাদার ক্রিকেট খেলছে। আর এতদিনেও ওর বোলিংয়ে তেমন কোনও পরিবর্তন হয়নি। আমি তাই এই মূহূর্তে ওর কথাই ভাবছি। ওকে একটা প্রশেসের মধ্যে দিয়েই জেতে হবে। আমরা আত্মবিশ্বাসী যে ও বোলিং অ্যাকশনের পরীক্ষায় পাস করে যাবে আর আবারও বোলিং করবে পেশাদার ক্রিকেটের আঙিনায়। ওর জন্য শুভেচ্ছা রইল ’।
১৫ ডিগ্রি পর্যন্ত কনুই বাঁকানো যায়
একজন বোলার সর্বোচ্চ ১৫ ডিগ্রি কনুই ঘুরিয়ে বোলিং করতে পারে, কিন্তু তাঁর থেকে বেশি কনুই ঘুরলেই তা অবৈধ বোলিং অ্যাকশন বলে বিবেচিত হয়। আগামী ১০ দিনের মধ্যেই কুনম্যান প্রথম বোলিং টেস্ট দেবেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের সময় ম্যাচ অফিশিয়ালরা তাঁর বোলিংয়ে অবৈধ অ্যাকশন খুঁজে পান।
ম্যাটের পাশে ক্রিকেট অস্ট্রেলিয়া
ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফেও বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়, ‘অস্ট্রেলিয়ান টিমকে ম্যাচ অফিশিয়ালরা ম্যাটের বোলিং অ্যাকশন নিয়ে দ্বিতীয় টেস্টের পর জানায়। আমাদের কাজ ম্যাটের পাশে থাকা সম্পূর্ণ সময়ের জন্য। ২০১৭ সালে অভিষেকের পর থেকে ম্যাট কুহমেম্যান ১২৪টি পেশাদার ম্যাচ খেলেছে। এর মধ্যে রয়েছে পাঁচি টেস্ট এবং চারটি একদিনের ম্যাচও। রয়েছে ৫৫টি বিগ ব্যাশ ম্যাচ খেলার অভিজ্ঞতাও। ৮ বছরে এটাই প্রথম ওর বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠল ’।
সেই বিজ্ঞপ্তিতে অজি ক্রিকেট বোর্ড জানিয়েছে সেদেশের ক্রিকেট বোর্ড আইসিসির সঙ্গে এই বিষয় কথা বলবে এবং আইসিসির নিয়ম মেনেই বিশেষজ্ঞদের সঙ্গেও কথা চালাবে। একই সঙ্গে তাঁরা জানায়, যতদিন না বোলিং অ্যাকশনের বিষয়টি নিষ্পত্তি হচ্ছে ততদিন আর ম্যাট কুনম্যানের বিষয় আর কোনও মন্তব্যই করবেন না ক্রিকেট অস্ট্রেলিয়া।