বাংলা নিউজ > ক্রিকেট > IND vs AUS: বিশ্রাম পেয়ে যাচ্ছেন বিরাট, ভারতের বিরুদ্ধে ODI সিরিজ খেলতে ইনজেকশন নিলেন স্মিথ

IND vs AUS: বিশ্রাম পেয়ে যাচ্ছেন বিরাট, ভারতের বিরুদ্ধে ODI সিরিজ খেলতে ইনজেকশন নিলেন স্মিথ

স্টিভ স্মিথ। ছবি- এপি।

কব্জির চোটে ভুগছেন স্টিভ স্মিথ। আবার এদিকে ভারতের বিরুদ্ধে সিরিজও খেলতে হবে। সেই জন্য ইনজেকশন নিলেন অজি তারকা।

শুভব্রত মুখার্জি: আসন্ন ওডিআই বিশ্বকাপের আগেই ভারত সফরে আসছে পাঁচ বারের চ্যাম্পিয়ন দল অস্ট্রেলিয়া। ২২ সেপ্টেম্বর থেকে ভারতের বিরুদ্ধে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া দল। আর তার আগে সুস্থ হয়ে উঠতে কোন খামতি রাখছেন না স্টিভ স্মিথ। তাঁর কব্জিতে চোট রয়েছে। আর সেই চোট থেকে সেরে উঠতে ইনজেকশন নেওয়ার কথা ও জানিয়েছেন প্রাক্তন অজি অধিনায়ক। কব্জির চোট থেকে সেরে উঠতে কর্টিসোন ইনজেকশন নেওয়ার কথা জানিয়েছেন তিনি। গত অ্যাশেজের সময়ে কব্জিতে চোট পান স্মিথ। তাঁর বা হাতের কব্জিতে লাগে চোট। আর এই চোটের কারণে সদ্য শেষ হওয়া দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে ও খেলতে পারেননি স্মিথ। এই সিরিজে ২-০ ফলে এগিয়ে গিয়ে ও শেষ পর্যন্ত ৩-২ ফলে হারতে হয়েছে অস্ট্রেলিয়া দলকে।

স্মিথ চোট থেকে সেরে উঠতে প্রথমে ব্রেসের ব্যবহার করছিলেন। কয়েক সপ্তাহ তা ব্যবহার করার পরেও খুব একটা কাজ হয়নি। ফলে বাধ্য হয়ে তিনি ইনজেকশন নেন। কর্টিসন ইনজেকশন প্রথমবার গত বৃহস্পতিবারেই নিয়েছেন তিনি। সিডনি মর্নিং হেরাল্ডকে এক সাক্ষাৎকারে স্মিথ জানিয়েছেন, 'কয়েকটা সেশনে আমি ব্যাটিং অনুশীলন করেছি। অনেকটাই স্বাভাবিক বোধ করছি। আমি আশা করব আমাকে আর ইনজেকশন নিতে হবে না। এই একটা ইনজেকশনেই কাজ হবে। আমার কব্জির যে জায়গায় হয়েছে ঘটনাটি সেখানে আরো একটা ইনজেকশন নিতে হলেও সমস্যা নেই বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। আমি আশায় আছি তাড়াতাড়ি আমি সুস্থ হয়ে উঠব। এই মুহূর্তে আমার কব্জি নিয়ে আমি অস্বস্তিতে নেই।'

গত অ্যাশেজে বেশ ভালো ফর্মে ছিলেন স্টিভ স্মিথ। গোটা সিরিজে করেছিলেন ৩৭৩ রান।ওয়ানডে গত বিশ্বকাপের পর তাঁর গড় রয়েছে ট্রেভিস হেডের (৬০.৫৪) পরেই। এই মুহূর্তে তাঁর গড় ৫৯. ৪২। স্মিথ আরও জানান, 'প্রথম প্রথম নেটে আমার একটু অসুবিধা হয়েছিল। যে বল ব্যাটের ভিতরের দিকের কানাতে লাগছিল সেই বলগুলোতে সমস্যা হচ্ছিল। ব্যাট হাত থেকে খুব জোড়ে ঘুরে যাচ্ছিল। আমি এটা নিয়ে দুশ্চিন্তায় ছিলাম।কারণ আমার ব্যথা লাগছিল। নেটে কয়েকটি বল আমার ব্যাটের কানার দিকে লাগার সময়ে এই সমস্যা হচ্ছিল। এখন অবশ্য আমার ব্যথা লাগছে না।আর আমার জন্য এটা খুব বড় পজিটিভ। আমি আশা করছি আমার সমস্ত শট আমি খেলতে পারব। আর তা করতে গিয়ে আমার ব্যথা লাগবে না।'

বন্ধ করুন