আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি ক্রিকেট বিশ্বকাপের বল গড়ানো। এখন শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে দলগুলি। সবাই একে অপরের সঙ্গে সিরিজ খেলে নিজেদের ঘর গুছিয়ে নিচ্ছে। বিশ্বকাপের জন্য এ বছর একদিনের দলে ফিরে এসেছে ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস। উল্লেখ্য প্রায় বছরখানেক আগে একদিনের ক্রিকেট থেকে অবসর নেন তিনি। সেই অবসর ভেঙেই জাতীয় দলে এসেছেন তিনি। এবার জাতীয় দলে ফিরে আসা নিয়ে মুখ খুললেন ইংল্যান্ড তারকা। জানালেন বিশ্বকাপে শুধুমাত্র ব্যাটার হিসেবেই জাতীয় দলে এসেছেন তিনি।
শেষবার ২০১৯ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের প্রথমবারের ট্রফি জয়ের পিছনে অন্যতম অবদান রেখেছিলেন তিনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেই ম্যাচে গুরুত্বপূর্ণ ৮৪ রানের ইনিংস খেলেন ব্রিটিশদের ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক। একদিনের ক্রিকেটের অবসর ভেঙে দলে ফিরে আসার বিষয়ে তিনি বিবিসিকে বলেন, 'এই দলে ফিরে আসার বিষয়ে সবচেয়ে ভালো জিনিস হল আমাকে কোনও জায়গা থেকে তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়ার জন্য কোনও রকম চাপ দেওয়া হয়নি। আরও একবার বিশ্বকাপ খেলার সুযোগ আমার কাছে অনেক বড় ব্যাপার। এটাকে কাজে লাগিয়ে বিশেষ কিছু করার লক্ষ্য থাকবে।'
এরপরেই তিনি জানান বিশ্বকাপের দলে জায়গা করে নেওয়ার আগে ইংল্যান্ডের একদিনের অধিনায়ক বাটলারকে বেন জানিয়েছেন, বিশ্বকাপে একটাও বল তুমি করবেন না সেই শর্তে। একবারও না ভেবে হ্যাঁ বলে দেন। তাই শুধুমাত্র বেটার হিসাবে দেখা যাবে তাকে। এই বিষয়ে বেন বলেন, 'আমি বাটলারকে বলেছিলাম যে তুমি যদি আমাকে দলে নেওয়ার সিদ্ধান্ত নিতে চাও ও প্রথম একাদশে রাখতে চাও তাহলে তোমাকে আর একটা সিদ্ধান্ত নিতে হবে যে আমি কোনও ভাবেই বিশ্বকাপ টুর্নামেন্টে একটা বল করবো না। আমি আমার শারীরিক ফিটনেস ও মনের দিক থেকে খুব কষ্টে ছিলাম সেই কথাটাই দলকে আমি জানাই। বাটলারের কাছ থেকে এটা শুনে খুব ভালো লাগল যে ও আমাকে যদি দলে বেছে নেয় তাহলে শুধুমাত্র ব্যাটার হিসেবেই খেলব আমি।'
ভারতের মাটিতে বিশ্বকাপে আমদাবাদের মোতেরা ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের মধ্যে ম্যাচ দিয়েই বিশ্বকাপ টুর্নামেন্ট শুরু হবে। এই দুই দলই গত বছর ক্রিকেট বিশ্বকাপে ফাইনালে ওঠে। শেষ পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইতে ব্রিটিশরা প্রথমবারের জন্য বিশ্বকাপ নিজেদের ঘরে নিয়ে যায়।