এমনিতেই টি-২০ ক্রিকেটে চার-ছক্কার ফুলঝুরি দেখা যায়। তার উপর ম্যাচ সুপার ওভারে গড়ালে দর্শকদের প্রত্যাশা আরও বেড়ে যায়। ১ ওভারের টাই-ব্রেকারে ধুন্ধুমার ক্রিকেট দেখা যাবে, এমনটা আশা করাই স্বাভাবিক। তবে বৃহস্পতিবার ক্রিকেটপ্রেমীদের সেই প্রত্যাশা পূরণ করতে পারলেন না স্টুয়ার্ট বিনি। তিনি সুপার ওভারে নিতান্ত হতাশাজনক পারফর্ম্যান্স মেলে ধরায় ম্যাচ হেরে মাঠ ছাড়তে হয় তাঁর দলকে।
বৃহস্পতিবার জম্মুতে চলতি লেজেন্ডস লিগের ১৩তম ম্যাচে সম্মুখসমরে নামে হরভজন সিংয়ের নেতৃত্বাধীন মনিপাল টাইগার্স ও গুরকিরত সিং মনের নেতৃত্বাধীন টয়াম হয়াদরাবাদ। টস জিতে শুরুতে ব্যাট করতে নামে মনিপাল টাইটার্স।
মনিপাল টাইগার্সের ইনিংস
মনিপাল নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৪৪ রান সংগ্রহ করে। দলের হয়ে সব থেকে বেশি ৪৮ রান করেন থিসারা পেরেরা। ২৭ বলের অপরাজিত ইনিংসে তিনি ৬টি চার ও ২টি ছক্কা মারেন। অর্থাৎ, নিশ্চিচ হাফ-সেঞ্চুরি মাঠে ফেলে আসেন তিনি।
এছাড়া মনোজ তিওয়ারি ৯, সৌরভ তিওয়ারি ৮, অ্যাঞ্জেলো পেরেরা ১৮, গুণরত্নে ৮ ও ড্যান ক্রিশ্চিয়ান ৯ রান করেন। হায়দরাবাদের হয়ে ২টি করে উইকেট নেন বিপুল শর্মা ও গুরকিরত সিং। ১টি করে উইকেট নেন উসুরু উদানা ও নুয়ান প্রদীপ।
টয়াম হায়দরাবাদের ইনিংস
পালটা ব্যাট করতে নেমে টয়াম হায়দরাবাদও ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৪৪ রানে আটকে যায়। ম্যাচ টাই হয়ে যায়। তাই ফলাফল নির্ধারণের জন্য লড়াই গড়ায় সুপার ওভারে। উল্লেখ্য, এই প্রথমবার লেজেন্ডস লিগের কোনও ম্যাচ গড়ায় সুপার ওভারে। হায়দরাবাদের হয়ে শন মার্শ ৩৫ বলে ৩৮ রান করেন। তিনি ২টি চার ও ২টি ছক্কা মারেন। স্টুয়ার্ট বিনি ১টি চার ও ১টি ছক্কার সাহায্য়ে ১০ বলে ২০ রান করে অপরাজিত থাকেন।
আরও পড়ুন:- রিজা হেনড্রিক্স থেকে শামার জোসেফ, SA20-র নিলামে সব থেকে বেশি দাম পেলেন কোন ৫ ক্রিকেটার?
মনিপালের হয়ে রাহুল শুক্লা ২টি উইকেট দখল করেন। ১টি করে উইকেট নেন প্রবীণ গুপ্ত ও আসেলা গুণরত্নে। হরভজন উইকেট না পেলেও ৪ ওভারে খরচ করেন মোটে ১৬ রান।
সুপার ওভারের ফলাফল
সুপার ওভারে প্রথম ব্যাট করতে নেমে হায়দরাবাদ ১ উইকেটের বিনিময়ে মাত্র ৪ রান সংগ্রহ করে। গুণরত্নের ৩টি বল খেলে কোনও রান সংগ্রহ না করেই সাজঘরে ফেরেন স্টুয়ার্ট বিনি। পালটা ব্যাট করতে নেমে মনিপাল ৩ বলে ৯ রান তুলে ম্যাচ জিতে যায়। বিপুল শর্মার তৃতীয় বলে ছক্কা হাঁকান ড্যান ক্রিশ্চিয়ান।