শুভব্রত মুখার্জি:- বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ। তিন ম্যাচের সিরিজে মুখোমুখি হয়েছে দুই দেশ। প্রথম টেস্টে লর্ডসে বড় ব্যবধানে জিতে আপাতত সিরিজে ১-০ ফলে এগিয়ে রয়েছে ইংল্যান্ড দল। প্রথম টেস্ট খেলেই অবসর নিয়েছেন কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসন। এমন আবহে ট্রেন্ট ব্রিজের দ্বিতীয় টেস্টে মাঠে 'প্রত্যাবর্তন' ঘটল জেমস অ্যান্ডারসনের দীর্ঘদিনের সঙ্গী স্টুয়ার্ট ব্রডের। তবে একেবারে অন্য আঙ্গিকে প্রত্যাবর্তন হল তাঁর। তাঁকে অভিনব উপায়ে সম্মানিত করল তাঁর কাউন্টি ক্লাব নটিংহ্যামশায়ার। দ্বিতীয় টেস্ট শুরুর আগেই ট্রেন্ট ব্রিজে উন্মোচিত হল 'দ্য স্টুয়ার্ট ব্রড এন্ড' অর্থাৎ ট্রেন্ট ব্রিজের একটি প্রান্তের নাম দেওয়া হল তারকা পেসারের নামে।
দীর্ঘদিন একসঙ্গে ইংল্যান্ড পেস আক্রমণের দায়িত্ব সামলেছেন জিমি অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড।দুজনে মিলে লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে নিয়েছেন ১৩০৮ উইকেট! জিমি কিছুদিন আগে লর্ডস টেস্টের পরেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ঝুলিতে ৭০৪ টি উইকেট নিয়ে। তাঁর প্রিয় বন্ধু ব্রড আন্তর্জাতিক ক্রিকেটকৈ বিদায় জানিয়েছেন আরও আগে। গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাসেজ সিরিজ খেলে অবসর নেন ব্রড। বৃহস্পতিবার বিকেলে ট্রেন্ট ব্রিজে শুরু হয়েছে সিরিজের দ্বিতীয় টেস্ট। এই টেস্টে দেখা গিয়েছে ব্রডকে। তবে ক্রিকেটারের ভূমিকায় নয়। তিনি মাঠে ছিলেন এই টেস্টের বিশেষ অতিথি হিসেবে। দ্বিতীয় টেস্ট উদ্বোধন করেন তিনি। ইংল্যান্ডের প্রাক্তন এই ক্রিকেটারকে এদিন অভিনব সম্মাননা দেয় নটিংহামশায়ার কাউন্টি ক্লাব। এই ক্লাবেই দীর্ঘদিন খেলেছেন ব্রড।
এদিন বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে ক্লাবের তরফে। ট্রেন্ট ব্রিজে প্যাভিলিয়ন প্রান্তের নাম বদল হল। তা আজ থেকে নামান্তর হল স্টুয়ার্ট ব্রডের নামে। বুধবার রাতে সোশ্যাল মিডিয়াতে এই বিষয়ে আগেই ঘোষণা করে জানিয়ে দিয়েছে নটিংহাম কাউন্টি কর্তৃপক্ষ। বিবৃতিতে তারা লিখেছে ‘আন্তর্জাতিক ক্রিকেটে নটিংহামশায়ারের সফল একজন বোলার ব্রড। তাঁকে আমরা সম্মান জানাতে চাই। দ্বিতীয় টেস্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কাউন্টির সভাপতি ক্রিস ব্রড।’ ঘটনাচক্রে ক্রিস ব্রড আবার স্টুয়ার্ট ব্রডের বাবা। ইংল্যান্ড সিনিয়র পুরুষ ক্রিকেট দলের হয়েও ক্রিস ব্রড খেলেছেন।যিনি আবার বর্তমানে আইসিসির ম্যাচ রেফারি ও বটে। ইংল্যান্ডের হয়ে ১৬৭টি টেস্ট খেলেছেন ব্রড। এই ফর্ম্যাটে দেশের হয়ে ৬০৪টি উইকেট নিয়েছেন তিনি।