ভারতীয় ক্রিকেট দলের টি২০ অধিনায়ক পদে এসেছেন সূর্যকুমার যাদব। শ্রীলঙ্কা সিরিজ দিয়েই যাত্রা শুরু হবে তাঁর। সূর্যর ডেপুটি হিসেবে আনা হয়েছে শুভমন গিলকে, যিনি গত জিম্বাবোয়ে সিরিজে দলকে নেতৃত্ব দিয়ে সিরিজ জিতিয়েছেন। করেছেন জোড়া অর্ধশতরানও। বিসিসিআইয়ের নির্বাচক এবং দলের কোচ গৌতম গম্ভীর সিদ্ধান্ত নিয়েছেন শুভমন গিলকে এখন থেকেই ভারতীয় দলের ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে তৈরি করার। সেই কারণে একদিনের ফরম্যাটেও ২৪ বছর বয়সী শুভমন গিলই থাকবেন সহ অধিনায়ক।
এরই মধ্য়ে জানা যাচ্ছে, শুধু সিমিত ওভারের ক্রিকেটেই নয়, এমন কি টেস্ট ক্রিকেটেও পঞ্জাবতনয়কে একই দায়িত্ব দিতে চলেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। অর্থাৎ তিন ফরম্যাটেই তিনি সহ অধিনায়কের দায়িত্ব সামলাবেন বলে সুত্রে খবর। সেক্ষেত্রে টেস্টে জসপ্রীত বুমরাহকে সহ অধিনায়ক পদ থেকে সরিয়ে আনা হবে। গুজরাট টাইটান্সে চলতি বছরে অধিনায়কত্ব করেন গিল।
আরও পড়ুন-শ্রেয়শ-হর্ষিত সুযোগ পেলেও ভারতীয় দলে ডাক পাননি তিনি! কাউন্টি খেলে ফর্মে ফিরতে মরিয়া বেঙ্কটেশ
টেস্ট ক্রিকেটে অবশ্য রোহিত শর্মার ডেপুটি হিসেবে বেশ কয়েকটা সিরিজে কাজ করেছেন জসপ্রীত বুমরাহ। ইংল্যান্ডের বিরুদ্ধে একটি টেস্টে দলের অধিনায়কত্বও করেছেন বুমরাহ, সেই তাঁকেই সহ অধিনায়ক পদ থেকে সরিয়ে দেওয়ার ভাবনা রয়েছে। যদি বিভিন্ন রিপোর্ট সত্যি হয়, তাহলে টেস্টেও রোহিতের ডেপুটি হিসেবে কাজ করবেন ২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করা গিল। যদিও টেস্টে সহ অধিনায়ক পদের দাবিদার রয়েছেন আরও দুজন। তাঁরা লোকেশ রাহুল এবং ঋষভ পন্ত, তবে বোর্ড চাইছে ভবিষ্য়ৎের কথা যে কোনও একজনকেই সব ফরম্যাটে সহ অধিনায়ক বানিয়ে পরবর্তী অধিনায়ক হিসেবে তৈরি করে নিতে।
আরও পড়ুন-যাত্রা শুরু প্যারিস অলিম্পিক্সের! জমকালো অনুষ্ঠানে তাক লাগালো ফ্রান্স!
টি২০ থেকে রোহিত শর্মার অবসরের পর হার্দিক পাণ্ডিয়ার নাম অধিনায়ক হিসেবে জোরালোভাবে ভাসলেও তাঁকে না বেছে সূর্যকুমার যাদবকে বেছে নিয়েছে বিসিসিআই। ফলে এক্ষেত্রেও যদি বুমরাহকে সরিয়ে দেওয়ার কঠিন সিদ্ধান্ত নেয় গম্ভীররা, তাতে অবাক হওয়ার কিছুই থাকবে না। সেক্ষেত্রে আগামী বাংলাদেশ সিরিজ থেকেই টেস্টে রোহিতের ডেপুটি হিসেবে কাজ করবেন গিল। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট, ২৭ সেপ্টেম্বর শুরু দ্বিতীয় টেস্ট। এরপর অক্টোবরে নিউজিল্যান্ড সিরিজের পাশাপাশি বছর শেষের অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্ডার গাভাসকর ট্রফিতেও তাহলে রোহিতের সঙ্গেই সহ অধিনায়ক হিসেবে কাজ করতে চলেছেন শুভমন গিল।
আরও পড়ুন-খোশমেজাজে ফিল্ডিং অনুশীলন সিরাজ-সঞ্জুদের, কাজ শুরু টি দিলীপের…ভিডিয়ো
ভারতীয় ক্রিকেট দলের নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর কয়েকদিন আগেই স্পষ্ট করে দিয়েছেন সব ফরম্যাটের ক্রিকেটার হিসেবে গিলকে বেছে নেওয়া হয়েছে। ফলে এখন থেকেই রোহিত, সূর্যদের সঙ্গে কাজ করে তাঁর অভিজ্ঞতা বাড়ানো হবে। গতবছরের শুরুটা ভালো গেলেও ওডিআই বিশ্বকাপ থেকে অবশ্য তেমন ছন্দের মধ্যে নেই ভারতীয় ওপেনার।