বৃহস্পতিবার চেন্নাইয়ে শুরু হয়েছে ভারত-বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ। প্রথম দিনে দ্রুত রোহিত-বিরাটদের উইকেট হারিয়ে বেশ সমস্যায় পড়ে যায় ভারতীয় শিবির। তবে অন্যদিকে ব্যাট হাতে নিজের খেলায় অবিচল ছিলেন ওপেনার যশস্বী জসওয়াল। কঠিন পিচেও ৫৬ রান করলেন তিনি। ভারতের এই তরুণ ক্রিকেটার মনে করেন, এই অভিজ্ঞতা আগামী দিনে তাঁকে আরও ভালো ক্রিকেটার হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। জসওয়ালের অর্ধশতরান এবং ঋষভ পন্তের সঙ্গে তাঁর ৬২ রানের জুটি কঠিন সময়ে ভারতীয় শিবিরের কাছে ত্রাতার ভূমিকা পালন করে। উল্লেখ্য, প্রথম দিনের খেলায় বাংলাদেশের বিরুদ্ধে শুরুর ১০ ওভারেই ৩৪ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত।
খেলার শেষে যশস্বী প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, ‘এই ধরণের কন্ডিশনে খেলতে পারাটা আমার কাছে খুবই অসাধারণ অনুভূতি ছিল। আজকের ইনিংস আমায় আরও শক্তিশালী করে তুলবে। আজ আমি শিখতে পেরেছি কিভাবে এমন কন্ডিশনে খেলতে হয় এবং কিভাবে নিজের ইনিংস খেলার পরিকল্পনা করতে হয়’। তিনি আরও বলেন, ‘আমি আমার দলের চাহিদা অনুযায়ী খেলার চেষ্টা করি এবং সেই অনুযায়ী নিজের খেলায় পরিবর্তন করি। যদি শুরুতে উইকেট পড়ে যায় তবে এক রকম ব্যাট করে থাকি, আবার যদি শুরুতে রান আসে তখন অন্যভাবে ব্যাট করার পরিকল্পনা গ্রহণ করে থাকি’। যশস্বী স্বীকার করেছেন শুরুর দুই সেশনে বোলাররা পিচ থেকে কিছুটা সুবিধা পেয়েছে। তাই জন্য সমস্যায় পড়তে হয়েছে ভারতীয় ব্যাটসম্যানদের।
তিনি বলেন, ‘প্রথমদিকে বল সুইং করছিল। উইকেট সামান্য স্লো ছিল। তাই আমি আমার ব্যাটিংয়ে সময় নিচ্ছিলাম। কিন্তু আপনি যদি শেষ সেশন লক্ষ্য করেন দেখবেন আমরা অনেক ভালো রান করেছি। আমার মনে হয় আমরা এখন অনেক ভালো জায়গায় রয়েছি’। যশস্বী জানান, তিনি এবং ঋষভ খারাপ বলের অপেক্ষায় থাকছিলেন শট খেলার জন্য, কারণ প্রথম দিকে বাংলাদেশের বোলাররা খেলায় নিজেদের প্রভাব বিস্তার করেছিলেন। উইকেটের সঙ্গে আবহাওয়াও তাঁদের পক্ষে ছিল বলে মত তাঁর। বাংলাদেশের বোলার হাসান মাহমুদ সম্পর্কে যশস্বী বলেন, ‘তিনি অবশ্যই অসাধারণ বল করেছেন। তবে তিনিও মাঝে খারাপ বল করেছে, যেগুলি থেকে আমরা রান করেছি। আমরা শুধু আমাদের ফুট ওয়ার্কের উপর জোর দিচ্ছিলাম। যখনই খারাপ বল পেয়েছি রান করেছি এবং একটা পার্টনারশিপ গড়ে তোলার চেষ্টা করেছি’।