ভারতীয় ক্রিকেট দল আফগানিস্তানের বিপক্ষে জিতলেও ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে রোহিত শর্মার। বিরাট কোহলির তো আগে থেকেই ব্যাট হাতে রানের খরা চলছে। ফলে বিরাট এবং রোহিত, দলের দুই অভিজ্ঞতম ব্যাটারের রানের মধ্যে না থাকা বিশ্বকাপের সুপার এইটে, চিন্তায় ফেলে দিয়েছে টিম ইন্ডিয়ার সমর্থকদের। অনেক বিশেষজ্ঞ রোহিতের খেলার স্টাইল নিয়েও প্রশ্ন তুলছেন, এরই মধ্যে অবশ্য ভারত অধিনায়কের পাশে দাঁড়িয়ে তাঁদের বার্তা দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাসকর। তাঁর স্পষ্ট বক্তব্য, রোহিত শর্মাকে কোনও কিছু শেখানোর প্রয়োজন নেই। নিজের যদি কোনও ত্রুটি থেকে থাকে, তাহলে রোহিত নিজেই তা শুধরে নেবে। এবারে টি২০ বিশ্বকাপের ৪টি ম্যাচে রোহিত করেছেন মাত্র ৭৬ রান।
আরও পড়ুন-বেঞ্চে যারা আছে তাদের হ্যাটট্রিক আছে....নজির গড়ে তৃপ্ত কামিন্স, দেখুন টাইগার বধের ভিডিয়ো
আফগানিস্তানের ফলজহক ফারুকির বলে ১৩ বলে মাত্র ৮ রান করে আউট হয়ে যান রোহিত শর্মা। ভারত অধিনায়কের এমন পারফরমেন্স চিন্তার কারণ অনেকের কাছে। কারণ দেশকে আইসিসির প্রতিযোগিতায় ট্রফির খরা কাটাতে গেলে পরের চারটি ম্যাচে বিরাট এবং রোহিতের ব্যাট হাতে জ্বলে ওঠা অত্যন্ত জরুরি। সুপার এইটের চারটি ম্যাচ এবং সেমিফাইনাল ও ফাইনালে এই জুটি ভালো খেললেই দল ২০০৭ সালের পর ফের টি২০ বিশ্বকাপ জিততে পারে।
আরও পড়ুন-সুপার ৮-এ ভারত নয়, আফগানিস্তান হেরেছে বুমরাহ-র কাছে! দাবি আফগান কোচের
সুনীল গাভাসকর বলছেন, ‘ রোহিত অনেক অভিজ্ঞ ব্যাটার, তাই ও জানে কখন কি করতে হবে। যদি বোলারের অ্যাঙ্গেলের ক্ষেত্রে কোনও সমস্যা হয়, তাহলে সেটা রোহিত নিজেই শুধরে নেবে। কখনও কখনও এক্সট্রা কভারের ওপর থেকে শট খেলতে চেষ্টা করলে এমন আউট হতেই পারে বাঁহাতি বোলারের ক্ষেত্রে। তবে এই খেলায় বাইরে থেকে বসে রোহিত শর্মাকে বলা উচিত নয় যে এটা করা উচিত ছিল অথবা ওটা করলে ভালো হত। সিমিত ওভারের ক্রিকেটে ওর অভিজ্ঞতা অনেক। যে ১০-১৫ হাজার রান করেছে, সে যদি অফ স্টাম্পের বাইরে শট খেলে ৪০ বার মাত্র আউট হয়, তাহলে তাঁর কোনও দুর্বলতা নেই। কারণ ব্যাটারদের কোনও না কোনওভাবে তো আউট হতেই হবে’।
আরও পড়ুন-‘সিরাজ তো খেতে বসেছে’, ভুল নামে ডাকতেই সাংবাদিককে সটান জবাব সূর্যকুমার যাদবের
ব্যাট হাতে রোহিত শর্মা বা বিরাট কোহলিকে নিয়ে কথা হলেও বোলাররা কিন্তু এবারে সুপারহিট। বলতে গেলে, তাঁরাই ভারতীয় দলকে এখনও অ্যাডভান্টেজ জায়গায় রেখেছে। ফলে তাঁদের লড়াই করার মতো রান যদি ব্যাটাররা তুলে দিতে পারেন, তাহলেই তা ডিফেন্ড করতে পারবেন বুমরাহ, আর্শদীপরা। তাই ব্যাট হাতে পরের কয়েকটা ম্যাচে রোহিত, কোহলি জ্বলে উঠুন চাইছেন সকলেই।