ভারতীয় ক্রিকেট দল আইসিসি টি২০ বিশ্বকাপ জয়ের সঙ্গে সঙ্গেই বহু ক্রিকেট বিশেষজ্ঞ দাবি করেছে, এবার টিম ইন্ডিয়াকে আটকানো যথেষ্টই কঠিন কাজ। ২০২৩ ওডিআই বিশ্বকাপের ফাইনালে হেরে কিছুটা ভেঙে পড়েছিল ভারত। তবে টি২০ বিশ্বকাপে দল ঘুরে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছে। আইসিসির ট্রফি জয়ের খরা কেটে যাওয়ায় এবার ভারতীয় দলের সাফল্য নিয়ে আশাবাদী অনেক প্রাক্তন ক্রিকেটারই। এর মধ্যে সুনীল গাভাসকর বলেই দিলেন ভারতীয় দলে এমন একজন ক্রিকেটার রয়েছেন, যাকে টেস্টে খেলানোর জন্য রাজি করানো গেলে দীর্ঘ ফর্ম্যাটের ক্রিকেটে সবার ধরা ছোঁয়ার বাইরে চলে যেতে পারে টিম ইন্ডিয়া। সেটা শুধু দেশের মাটিতেই নয়, বিদেশের মাটিতেও।
ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাসকর মনে করছেন হার্দিক পান্ডিয়া বর্তমান ভারতীয় দলের এমন একজন অস্ত্র যাকে টেস্টে ঠিকঠাক কাজে লাগানো গেলে ভারতীয় দলের ব্যাপক সাফল্য আসবে দেশ এবং বিদেশের মাটিতে। হার্দিকের মতো ভালো অলরাউন্ডার এই মূহূর্তে ভারতে না থাকায় তাঁকে টেস্টে আরও বেশি করে দেখতে চান গাভাসকর। হার্দিক অবশ্য অনেক বছর ধরেই টেস্ট ক্রিকেট খেলেন না। সিমিত ওভারের ফর্ম্যাটের ক্রিকেটেই ফোকাস করেছেন বর্তমান ভারতীয় দলের সহ অধিনায়ক। নিজের কেরিয়ারে খেলেছেন মাত্র ১১টি টেস্ট ম্যাচ।
সুনীল গাভাসকরের মতে, ‘আগামী দুই মাসে নিশ্চয় হার্দিক পান্ডিয়াকে বুঝিয়ে টেস্ট ক্রিকেট খেলার জন্য রাজি করার চেষ্টা করা হবে। ও যদি টেস্টে ৬ বা ৭ নম্বরে ব্যাটিং করা শুরু করে, আর দিনে যদি ১০ ওভারও বোলিং করে সেটাও ভারতীয় দলের জন্য যথেষ্ট। কারণ ওর ব্যাটিংয়ের মধ্যে দিয়ে যে কোনও দেশের মাটিতেই ভারতীয় দল অপ্রতিরোধ্য হয়ে উঠতে পারে ’।
উল্লেখ্য ভারতীয় দলের নয়া হেড কোচ গৌতম গম্ভীর চাইবেন হার্দিককে টেস্টে ফিরিয়ে আনতে। কারণ চলতি বছরের অক্টোবরে রয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ। এছাড়াও নভেম্বরে শক্তিশালী অস্ট্রেলিয়ার সঙ্গেও টেস্ট সিরিজ রয়েছে টিম ইন্ডিয়ার। সেখানে হার্দিকের সার্ভিস পাওয়া গেলে দলের শক্তি অনেকগুন বাড়বে। আসলে এতদিন ভারতীয় দলে মূলত স্পিনার অলরাউন্ডারই বেশি এসেছে, সেখানে হার্দিক পেস বোলিং অলরাউন্ডার হওয়ায় সেনা দেশগুলোয় তাঁর বোলিং ব্যবহার করতে পারবে ভারত।