নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ঘরের মাঠে ০-৩ ব্যবধানে পরাজিত টিম ইন্ডিয়া। ব্যাট হাতে ব্যর্থ হয়েছে দলের সিনিয়র ক্রিকেটাররা। স্পিনের বিরুদ্ধে ডাহা ফেল রোহিত-বিরাটদের সমালোচনায় মুখর হলেন কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাসকর। তিনি ব্যাটসম্যানদের মানসিকতা নিয়ে প্রশ্ন তোলেন। ভারতের মাটিতে প্রথমবার ভারতকে হোয়াইটওয়াশ করে ইতিহাস তৈরি করেছে নিউজিল্যান্ড। বেঙ্গালুরুতে প্রথম টেস্ট থেকে মুম্বইয়ের শেষ টেস্ট, সবেতেই দাপট দেখিয়েছে কিউয়িরা। গাভাসকর মনে করেন ভারতীয় ব্যাটসম্যানদের মেরে খেলার নীতি বিপদ ডেকে নিয়ে এসেছে। তিনি মনে করেন দলের এই মানসিকতার জন্যই চেতেশ্বর পূজারা এবং অজিঙ্কা রাহানের মতো ক্রিকেটাররা টিমে জায়গা পাচ্ছেন না।
স্পোর্টস স্টারকে গাভাসকর বলেন, ‘আসল সমস্যা হল মানসিকতায়। ৩-৪টে বল ডট খেলেই তারা ভাবে বড় শট খেলে খেলার গতি পরিবর্তন করে দেবে। এটা সাদা বলের ক্রিকেটে সম্ভব। কারণে সেখানে এতো সুইং, স্পিন করে না বল। কিন্তু লাল বলের ক্রিকেটে এটা বিপদ ডেকে আনার সামিল। বিশেষ করে যখন আপনি সবে মাত্র ক্রিজে এসেছেন।’ গাভাসকর জানান টেস্ট ক্রিকেটে সফল হওয়ার মূল চাবিকাঠি হল ধৈর্য। তিনি বলেন, ‘টেস্ট ক্রিকেটে সফল হওয়ার মূল মন্ত্র হল ধৈর্য্য। বিশেষ করে সেই সময়, যখন পিচ থেকে বোলাররা সুবিধা পাচ্ছে। কিন্তু বেশিরভাগ নতুন যুগের ক্রিকেটাররা এতে বিশ্বাস করেন না। তারা শুধু মারকাটারি ব্যাটিং করে যেতে চায় ৫ দিনের ক্রিকেটে। বোলারকে ক্লান্ত করা বা পিচ ব্যাটিং উপযোগী হয়ে ওঠার অপেক্ষায় থাকে না।’
গাভাসকর মনে করেন মারকাটারি মানসিকতা রাহানে এবং পূজারার মধ্যে নেই বলে তাঁরা জায়গা করে নিতে পারছেন না দলে। তিনি বলেন, ‘এই কারণেই রাহানে এবং পূজারা ভারতীয় দলের পরিকল্পনার মধ্যে নেই। পূজারা অস্ট্রেলিয়ার আক্রমণের বিরুদ্ধে নিজেকে প্রমাণ করেছে, রাহানেও। একজন স্ট্রোক মেকার সবসময় ধীরে শুরু করে, সতর্ক থাকে, তারপর সুযোগ তৈরি হলে বড় রানের দিকে এগিয়ে যায়। এখন আর এই মানসিকতা কারোর মধ্যে নেই।’ উল্লেখ্য, ভারতের এখন পরবর্তী টেস্ট সিরিজ রয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। WTC-র ফাইনালে ওঠার জন্য গুরুত্বপূর্ণ এই সিরিজ। ইতিমধ্যেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে হেরে WTC-র পয়েন্ট টেবিলে ২ নম্বরে নেমে গেছে ভারত। পয়লা নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। এখন ফাইনালে ওঠার জন্য কঠিন লড়াইয়ের সম্মুখীন হতে হবে রোহিতদের।