ফের ব্যর্থ হয়েছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। অস্ট্রেলিয়া সফরে গিয়ে গত দুই টেস্টে নিজের ব্যাটিং পজিশন পিছনের দিকে নিয়ে গেছিলেন হিটম্যান, লোকেশ রাহুলকে জায়গা করে দিতে। কিন্তু সেখানে ব্যর্থ হওয়ার পর ফের মেলবোর্নের সবুজ পিচে তিনি আসেন ওপেনার হিসেবে। কিন্তু সেকানেও ফুল ফ্লপ হলেন হিটম্যান, স্কট বোল্যান্ডের হাতে ক্যাচ আউট হওয়ার আগে করলেন মাত্র ৩।
আরও পড়ুন-‘আমি কখনও আগে দ্রাবিড়কে এমন উচ্ছাস করতে দেখিনি,আমার জন্যই’! কোন রহস্য ফাঁস অশ্বিনের
কোনও শটই নয় এটা- মাইকেল ভন
প্যাট কামিন্সের আপাত নীরিহ বলই রোহিত শর্মা মিস টাইম করে না করলেন ডিফেন্স, না খেলতে পারলেন শট। তা সোজাসুজি চলে যায় স্কট বোল্যান্ডের হাতে। এমন বাজে শট দেখেই ফক্স ক্রিকেটের কাছে রোহিতের সমালোচনা করলেন প্রাক্তন ইংরেজ অধিনায়ক মাইকেল ভন। তিনি বললেন, ‘এটা বড় ভুল করে ফেলল রোহিত শর্মা। এটা কোনও শটই নয়। ইনিংসের শুরুতেই থাকায়, পলের পেস আর পিচের বাউন্সের সঙ্গে ও মানিয়ে নিতে পারেনি। একজন ভারত অধিনায়কের শেষ ১৪ টেস্ট ইনিংসে গড় ১১, এটা ভারতের অধিনায়ক হিসেবে খুবই দুঃখের’।
Video-ফের ল্যাবুশানের সঙ্গে বেল নিয়ে তুকতাক সিরাজের! কাজে এল! তবে এবার আউট খোয়াজা
রোহিতকে কুঁড়ে বলছেন রিকি পন্টিং-
আরও যেটা খারাপ বিজ্ঞাপন, তা হল মেলবোর্নে প্রথম ইনিংসে ব্যাটর করা চার ওপেনারের মধ্যে একমাত্র রোহিতই দুই অঙ্কের রানে পৌঁছাতে পারলেন না। সেখানে বাকি তিনজনই অর্ধশতরান করেছেন। এর মধ্যে যশস্বী জয়লওয়াল সব থেকে বেশই ৮২ রান করেছেন, স্যাম কনস্টাস করেছিলেন ৬০ রান। উসমান খোয়াজাও করেন অর্ধশতরান। রোহিতের এমন বাজে শট দেখে রোহিতের সমালোচনা করেন প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিংও। তিনি বলেন, ‘এটা খুব কুঁড়ে শট, মানে এখনও মনে হচ্ছে সুইচ অন করতে পারেনি নিজেকে। এই মূহূর্তের জন্য এই শটটা একদমই অনুচিত ’।
লেম্যান বলছেন, রোহিতের পুরো শট খেলা উচিত ছিল-
আরেক অজি বিশ্বকাপজয়ী ক্রিকেটার ড্যারেন লেম্যানও বললেন, ‘রোহিত যদি বলটা মারতে যেত, তাহলে মারা উচিত ছিল। ও একটা ক্লাস প্লেয়ার। এগুলো থেকে ওর শিক্ষা নেওয়া উচিত। আউটফিল্ডে এত জায়গা যখন, তাহলে পুরো শটই খেলা উচিত ছিল ’। রোহিত শর্মার এই শট সত্যিই প্রশ্ন তুলে দিয়েছে তাঁর টেস্ট খেলার মানসিকতা নিয়েই। কারণ তিনি দলের সিনিয়র ক্রিকেটার হয়েও যদি বাকি তরুণদের মতো টি২০ মেজাজে সব বলে রান চাই মানসিকতা রাখেন, তাহলে সেটা মোটেই টেস্ট সুলভ আচরণ নয়।
রান না পেলে টেস্ট থেকে অবসর নেবেন রোহিত-
অন্যদিকে সুনীল গাভাসকর তো একধাপ এগিয়ে বলেই দিলেন, এভাবে চললে রোহিত শর্মা দ্রুতই অবসর নেবেন। সানি বললেন, ‘এটা এমন একটা শট, যেটা না খেলা থেকে নিজেকে আটকাতে পারেনি রোহিত। আমার মনে হয় রোহিত শর্মা পরের কয়েকটা ম্যাচে খেলার সুযোগ পাবে, কিন্তু এরপরেও যদি ও রান না পায়, তাহলে আমার মনে হয় ও নিজেই সরে দাঁড়াবে। ও দলের বোঝা হতে একদমই চাইবে না। ও এমন একজন ক্রিকেটার যে ভারতীয় ক্রিকেটের কথা খুব চিন্তা করে, তাই ও যদি পরের ম্যাচে রান না পায়, ও টেস্ট ছেড়ে দেবে ’।