India vs England- গিলকে শতরান করাতে গিয়ে স্লো ব্যাটিং রাহুলের! গাভাসকর বললেন, ‘এটা টিম গেম,ওসব করো না’
Updated: 07 Feb 2025, 09:45 AM ISTপ্রথম চার বলে দুই রান নেওয়ার পর লোকেশ রাহুল চেষ্টা করছিলেন সিঙ্গল নিয়েই শুভমন গিলকে ফের স্ট্রাইক দিতে, যাতে ও শতরান করতে পারে। কিন্তু হাফ হার্টেড শট খেলতে গিয়েই আদিল রশিদের বলে কট অ্যান্ড বোল্ডের শিকার হন রাহুল মাত্র ২ রান করেই। আর তা দেখেই ক্ষোভ ফেটে পড়েন ধারাভাষ্যকার হিসেবে থাকা সুনীল গাভাসকর।
পরবর্তী ফটো গ্যালারি