আয়ারল্যান্ডের বিপক্ষে টি২০ বিশ্বকাপের ম্যাচে বড় রান পাননি বিরাট কোহলি, মাত্র ১ রানেই সাজঘরে ফেরেন ভারতীয় দলের তারকা। ওপেনিং করতে নেমে প্রথম ম্যাচে সেভাবে ছন্দে পাওয়া না গেলেও, বিরাট পরের ম্যাচ থেকেই ফিরবেন স্বমহিমায়, আশায় রয়েছেন প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকর। কয়েকদিন আগেই স্ট্রাইক রেট ইস্যুতে সানির সঙ্গে মনোমানিন্য হয়েছিল কোহলির। একে অপরকে নাম না করেই আক্রমণ করেছিলেন, কিন্তু সেটা ছিল আইপিএলে। এখন লড়াই দেশের জন্য টি২০ বিশ্বকাপে, তাই সেখানে মিলে মিশে একাকাকার ভারতের প্রাক্তন এবং বর্তমান। এক ম্যাচে বিরাট রান না পেলেই চিন্তার কিছু নেই, বড় প্লেয়াররা বড় ম্যাচেই ঘুরে দাঁড়ায়, পাকিস্তান ম্যাচের আগে বলছেন সানি।
টি২০ বিশ্বকাপে আয়ারল্যান্ড ম্যাচের আগে বিরাট কোহলির গড় ছিল ৮১.৫। ২৫ ম্যাচের মধ্যে ১৪টিতেই ৫০ রান বা তার বেশি করেছেন। কিন্তু আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি২০ বিশ্বকাপে নিজের সর্বনিম্ন ১ রানের ইনিংস খেলেন কোহলি। যদিও তাতে ভয়ের কিছু দেখছেন না সুনীল গাভাসকর। বরং এই ম্যাচে খারাপ পারফরমেন্স করায়, পাকিস্তানের বিরুদ্ধে বড় রান পেতেই মুখিয়ে থাকবেন কোহলি, মনে করছেন তিনি। ভারতের এই কিংবদন্তী বলছেন, ‘স্টিভ স্মিথ, বিরাট কোহলি, বাবর আজম, বিরাট কোহলির মতো ব্যাটাররা এক ম্যাচে রান না পেলে, পরের ম্যাচেই তা পুষিয়ে দেওয়ার চেষ্টা করে। তাই আয়ারল্যান্ডের বিরুদ্ধে রান না পেলেও পরের ম্যাচেই দ্বিগুন রান করতে চাইবেন বিরাট, আর পাকিস্তানের বিরুদ্ধে এই কাজ ওর থেকে ভালো আর কেই বা পারবে ’।
আরও পড়ুন-রোহিত এখন ঠিক আছে, বলছে বিসিসিআই সূত্র, পিচ নিয়ে ক্রমশই সোচ্চার ক্রিকেট দুনিয়া
টি২০ বিশ্বকাপে রান তাড়া করতে নেমে বিরাট কোহলির স্কোর এই ম্যাচের আগে পর্যন্ত ছিল, ৭৮, ৩৬, ৫৪, ৫৭, ৭২, ২৩ এবং ৫৫। প্রথম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি২০তে ৪০০০ রানের মালিকও হয়েছেন বিরাট, ফলে আয়ারল্যান্ড ম্যাচে তিনি রান না পেলেও, তাতে ঘাবড়ানোর কিছু দেখছেন না গাভাসকর, বরং শাপে বর হয়েছে বলেই মনে হল তাঁর কথা শুনে।
আরও পড়ুন-ফের ব্যর্থ ম্যাক্সওয়েল, স্টইনিসের দৌলতে ওমানের বিরুদ্ধে খুঁড়িয়ে খুঁড়িয়ে জিতল অজিরা
আয়ারল্যান্ডের বিপক্ষে অবশ্য তিনটি ম্যাচ খেলে মাত্র ১০ রান করেছেন বিরাট কোহলি। বিশ্বের শক্তিশালী বোলিং লাইন আপের বিরুদ্ধে হেলায় রান করলেও, আয়ারল্যান্ডের আনকোরা বোলারদের বিরুদ্ধে বারবারই কম রানে আউট হয়েছেন তিনি। এদিকে বিরাটদের পরের ম্যাচ রবিবার নিউ ইয়র্কেই পাকিস্তানের বিরুদ্ধে, ম্যাচ শুরু ভারতীয় সময় সন্ধে ৮টায়।