অতীতেও বিদেশ সফরে ভারতের প্রস্তুতি ম্যাচ খেলার স্বপক্ষে মতামত পেশ করেছেন সুনীল গাভাসকর। এবারও তার অন্যথা হল না। টিম ইন্ডিয়ার প্রাক্তন দলনায়ক চান, অস্ট্রেলিয়া সফরে গিয়ে একমাত্র প্রস্তুতি ম্যাচ বাতিল করার বিষয়টি পুনর্বিবেচনা করুক ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
এবছর অস্ট্রেলিয়া সফরে গিয়ে ভারতীয়-এ দলের বিরুদ্ধে একটি ৩ দিনের প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল রোহিত শর্মাদের। যদিও শেষমেশ সেই অনুশীলন ম্যাচ বাতিল করে ভারতীয় দল। টিম ম্যানেজমেন্ট রুতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বাধীন এ-দলের বিরুদ্ধে প্র্যাক্টিস ম্যাচে মাঠে নামার থেকে নেটে বাড়তি সময় কাটানো শ্রেয় বলে মনে করছে এক্ষেত্রে।
আসলে পারথের সেন্টার পিচের বাউন্সের সঙ্গে মানিয়ে নেওয়াই হবে ভারতীয় দলের সামনে আসল চ্যালেঞ্জ। প্র্যাক্টিস ম্যাচে কোনও ব্যাটার তাড়াতাড়ি আউট হয়ে বসলে তিনি ওয়াকার সেন্ট্রার স্ট্রিপে বেশিক্ষণ ব্যাট করার সুযোগ পাবেন না। সেই কারণেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের আগে রুতুরাজদের বিরুদ্ধে অনুশীলন ম্যাচ বাতিল করেন গম্ভীররা।
সুনীল গাভাসকর এক্ষেত্রে দাবি করেন যে, সিনিয়র ক্রিকেটারদের প্রস্তুতি ম্যাচ খেলা না-খেলায় কিছু যায় আসে না। তবে তরুণ ক্রিকেটারদের অস্ট্রেলিয়ার পিচ ও পরিবেশ-পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে প্রস্তুতি ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাঁরা এর আগে অস্ট্রেলিয়ায় খুব বেশি ক্রিকেট খেলেননি, তাঁদের ক্ষেত্রে সরাসরি টেস্টে মাঠে নেমে মানিয়ে নেওয়া কঠিন।
ইন্ডিয়ান এক্সপ্রেসকে গাভাসকর বলেন, ‘আমি সত্যিই মনে করি যে, অস্ট্রেলিয়ায় গিয়ে ভারতীয় দলের একটি প্রস্তুতি ম্যাচ খেলা উচিত। টেস্ট ম্যাচগুলির মধ্যে যে ব্যবধান রয়েছে, সেই সময়ে অনুশীলন ম্যাচ খেলা দরকার।’
সানি আরও বলেন, ‘সিনিয়র ক্রিকেটারদের জন্য এটা অপ্রয়োজনীয় মনে হতে পারে, তবে জুনিয়র ক্রিকেটাররা, যারা আগে অস্ট্রেলিয়ায় খেলেনি, তাদের জন্য এটা দরকার। যশস্বী জসওয়াল, সরফরাজ খান, ধ্রুব জুরেলরা নতুন। অন্ততপক্ষে অস্ট্রেলিয়া-এ দল বা কুইন্সল্যান্ডের মতো রাজ্যদলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলা হলে তরুণ ক্রিকেটাররা অস্ট্রেলিয়ার পিচের বাউন্সের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ পাবে।’
সাম্প্রতিক সময়ে ভারতীয় দল অন্তঃস্কোয়াড প্রস্তুতি ম্যাচের কথা বিবেচনা করলেও সুনীল গাভাসকর বরাবর দাবি করে আসেন যে, বিদেশ সফরে গিয়ে অবশ্যই স্থানীয় দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলা উচিত ভারতীয় দলের। কেননা নিজেদের বোলারদের বিরুদ্ধে মাঠে নামলে চোট পাওয়ার ভয়ে সেরা ছন্দের বোলিংয়ের মোকাবিলা করা সম্ভব হয় না।