হারতে হারতে শুরু করলেও প্রতিযোগিতার শেষ লগ্নে এসে জিততে জিততে শেষ করতে চাইছে সানরাইজার্স ইস্টার্ন কেপ। এসএ২০র ম্যাচে পার্ল রয়্যালসকে প্লে অফ ম্যাচে ছিটকে দিয়ে ফাইনালে পৌঁছে গেল সানরাইজার্স শিবির। এই নিয়ে SA20তে টানা তিন মরশুমে তিনবারই ফাইনালে ওঠার নজির তৈরি করল সানরাইজার্স ফ্র্যাঞ্চাইজি।
আরও পড়ুন-ফর্ম্যাট বদলের সঙ্গে সঙ্গেই ফর্মে ফিরবেন রোহিত-বিরাট! আশায় প্রাক্তন ব্যাটিং কোচ
SA20র প্লে অফ ম্যাচে পার্ল রয়্যালসকে ৮ উইকেটে হারিয়ে দিল সানরাইজার্স হায়দরাবাদ দল। ৪ বল বাকি থাকতেই ম্যাচে জয় তুলে নিল আইদেন মার্করাম, টনি দি জোর্জির দল। শেষ ওভারে গিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ইস্টার্ন কেপ। প্রথম তিন ম্যাচে হেরেছিল সানরাইজার্স। ফাইনাল ম্যাচে তাঁরা মুখোমুখি হবে এমআই কেপটাউনের।
আরও পড়ুন-‘ব্যালন ডি অরের কোনও বিশ্বাসযোগ্যতা নেই! আমিই সবথেকে…’ মেসিকে খোঁচা রোনাল্ডোর?
টস জিতে প্রথমে ব্যাটিং করতে আসে দিনেশ কার্তিক, ডেভিড মিলারদের পারল রয়্যালস দল। ওপেনার মিচেল ওয়েন ০ রানে সাজঘরে ফিরলেও আরেক ওপেনার লুহান ডি প্রিটোরিয়াস ৪১ বলে ৫৯ রান করেন। তিনি নিজের ইনিংসে খেলেন ৮টা চার এবং ১টি ছয়। ফার্স্ট ডাউনে নামা রুবিন হেরম্যান করেন ৫৩ বলে ৮১ রান। হবে মিলার এবং কার্তিক, বড় মঞ্চে দুজনেই ব্যর্থ হন।
আরও পড়ুন-‘আজকে আমরা রেফারি কিনতে পারিনি’, বাগান সচিবের খোঁচা লালহলুদকে! ISLর সূচিতেও অখুশি
ডেভিড মিলার করেন মাত্র ৬ রান। দিনেশ কার্তিক করেন মাত্র ২ রান। শেষদিকে আন্দিল ফেলুকায়ো ১১ বলে ২২ রানের ইনিংস খেলে দলের স্কোরকে পৌঁছে দেন নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৭৫ রানে। জবাবে ব্যাট করতে নেমে ৪ বল বাকি থাকতেই জয়ের জন্য নির্ধারিত লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় সানরাইজার্স ইস্টার্ন কেপ।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সানরাইজার্সের ওপেনার টনি দি জর্জি করেন ৪৯ বলে ৭৮ রান। ডেভিড বেডিংহ্যাম রান না পেলেও জর্ডন হেরম্যান দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান। তিনি ৪৮ বলে করেন ৬৯ রান। আইদেন মার্করাম করেন ১২ বলে ১১ রান। এর আগের দুবারই চ্যাম্পিয়ন হয়েছে সানরাইজার্স দল। ফলে ফাইনাল এমআই কেপটাউন তাঁদের হারিয়ে প্রতিযোগিতায় প্রথমবার চ্যাম্পিয়ন হতে পারে কিনা সেদিকেই নজর রয়েছে সকলের।