ক্যাচ দেখে কখনও ডিকশনারি ঘাঁটতে হয়েছে? শনিবার নিউজিল্যান্ডের সুপার স্ম্যাশ টি-টোয়েন্টি লিগে ট্রয় জনসনের অবিশ্বাস্য ফিল্ডিং (রিলে ক্যাচ হয়েছে আদতে) দেখে ঠিক সেটাই করতে হচ্ছে। কারণ ওয়েলিংটনের বেসিন রিজার্ভে জনসন এবং নিক কেলি যে রিলে ক্যাচটা নিলেন, সেটা ব্যাখ্যা করার জন্য কোনও ভাষা খুঁজে পাওয়া দুষ্কর। অবিশ্বাস্য ক্যাচ, অভাবনীয় ক্যাচের তো শব্দবন্ধগুলি যেন নেহাতই দুর্বল মনে পড়ছে। সেই রিলে ক্যাচটা এতটাই ভালো ছিল যে নেটপাড়া তো কোনওরকম তর্কে না গিয়ে মেনে নিয়েছে যে ক্রিকেটের ইতিহাসে এটাই সবথেকে ভালো ক্যাচ। যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
শনিবার সেই দুর্ধর্ষ (বিশেষণ ব্যবহার করতে হয়, তাই দুর্ধর্ষ) রিলে ক্যাচের ঘটনা ঘটেছে ওয়েলিংটন ফায়ারবার্ডস এবং সেন্ট্রাল স্ট্যাগের ম্যাচে। ওয়েলিংটনের খাড়া করা ১৪৮ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে বড় শট মারতে যান সেন্ট্রালের ইয়ং। গায়ের জোরে শট মারেননি। বরং সোজা শট মারায় টাইমিংয়ের উপর জোর দেন। আর চামচের মতো বলটা তুলে দেন ইয়ং।
অন্য যে কোনও ম্যাচ হলে সেটা চার হয়ে যেত। কিন্তু ম্যাচটা তো নিউজিল্যান্ডে হচ্ছে। আর সেখানে কিউয়ি খেলোয়াড়রা অবিশ্বাস্য কোনও ফিল্ডিং করবেন না, সেটা কী হয়। বলটা যখন বাউন্ডারির কাছে পড়ছিল, তখন সাইটস্ক্রিনের দিকে মুখ করে দৌড়াতে থাকেন জনসন। বলটা জনসনের হাতে পড়ার সময় পুরোপুরি ভারসাম্যহীন অবস্থায় ছিলেন কিউয়ি তারকা। ক্যাচটা ধরে একেবারে বাউন্ডারি লাইনের সামনে পড়ে যান। গতিতে থাকায় কোনওভাবেই নিজেকে বাউন্ডারি লাইন পেরিয়ে যাওয়া থেকে আটকাতে পারতেন না। আর এতটাই গতিতে ছিলেন যে বলটা ভিতরে ঠেলে দেওয়ার জন্য হাতে একেবারে কম সময় ছিল।
সেই পরিস্থিতিতে একেবারে ছিটকে ওঠার মতো বলটা ছুড়ে দেন জনসন। যে বলটা দৌড়ে এসে ধরে নেন অধিনায়ক কেলি। আর ওই রিলে ক্যাচের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। যে ক্যাচ দেখে এক নেটিজেন বলেছেন, 'ক্রিকেটের ইতিহাসে সেরা ক্যাচ।' অপর এক নেটিজেন বলেন, 'কোনও তর্ক হতেই পারে না। এটা সেরা ক্যাচ।' এক নেটিজেন বলেন, 'এটা অবিশ্বাস্য।' অপর একজন বলেন, 'মাথা ঘুরে যাচ্ছে। কী দুর্দান্ত ক্যাচ।'
একজন আবার বলেন, ‘এটা শুধুমাত্র নিউজিল্যান্ডেই হতে পারে। সামনের দিকে বাউন্ডারি খুবই ছোট। কোনওভাবেই মিড-অফের ফিল্ডার লং-অফে গিয়ে এরকম ম্যাজিক করতে পারেন না। অন্য জায়গায় হলে মিড-অফের ফিল্ডার সহজে ক্যাচটা ধরে নিতেন।’ অনেকে সেইসব বিতর্কে ঢুকতে চাননি। তেমনই একজনের বক্তব্য, ‘যখন মনে হচ্ছিল যে আমি সব অবিশ্বাস্য ক্যাচ দেখে ফেলেছি।’
আরও পড়ুন: IND vs AFG: মাঠে আউট করতে পারেনি, প্লেনে রিঙ্কুকে জ্বালাতন আফগান তারকার! ভাইরাল ভিডিয়ো