নিজেদের খোঁড়া গর্তে পরেই হাবুডুবু খেল বাংলা। বরং বলা ভালো যে, ঘরের মাঠে ল্যাজেগোবরে হলেন অনুষ্টুপ মজুমদাররা। তিন দিনেই হরিয়ানার বিরুদ্ধে রঞ্জি ম্যাচে আত্মসমর্পণ করে বাংলা দল।
কল্যাণীর বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমির মাঠে রঞ্জির এলিট সি-গ্রুপের ম্যাচে সম্মুখসমরে নামে বাংলা ও হরিয়ানা। টস জিতে বাংলার ক্যাপ্টেন অনুষ্টুপ শুরুতে ব্যাট করতে পাঠান হরিয়ানাকে। প্রথমে ব্যাট করে হরিয়ানা তাদের প্রথম ইনিংসে মাত্র ১৫৭ রানে অল-আউট হয়। তাদের ইনিংস স্থায়ী হয় ৪৪.৫ ওভার।
ওপেন করতে নেমে লড়াকু হাফ-সেঞ্চুরি করেন ক্যাপ্টেন অঙ্কিত কুমার। তিনি ৫৬ বলে ৫৭ রানের আগ্রাসী ইনিংস খেলে সাজঘরে ফেরেন। অঙ্কিত মোট ১১টি চার মারেন। লক্ষয় দালাল করেন ২১ রান। ২২ রান করেন উইকেটকিপার রোহিত শর্মা।
বাংলার হয়ে প্রথম ইনিংসে ১২.৫ ওভার বল করে ২টি মেডেন-সহ ৪৬ রানের বিনিময়ে ৬টি উইকেট নেন সুরজ জসওয়াল। ১২ ওভারে ২টি মেডেন-সহ ৫২ রানের বিনিময়ে ২টি উইকেট নেন মুকেশ কুমার। ১০ ওভারে ২টি মেডেন-সহ ২৩ রানের বিনিময়ে ২টি উইকেট নেন মহম্মদ কাইফ।
জবাবে ব্যাট করতে নেমে বাংলা তাদের প্রথম ইনিংসে অল-আউট হয় ১২৫ রানে। তাদের ইনিংস স্থায়ী হয় ৪০.২ ওভার। সুতরাং, ৩২ রানের ছোটখাটো লিড পেয়ে যায় হরিয়ানা। ১৭ বলে ৩১ রানের সংক্ষিপ্ত অথচ আগ্রাসী ইনিংস খেলেন অভিষেক পোড়েল। তিনি ৪টি চার ও ১টি ছক্কা মারেন। সুদীপ ঘরামি ৫২ বলে ২০ রান করে মাঠ ছাড়েন।
হরিয়ানার হয়ে ৩১ রানে ৬ উইকেট দখল করেন পেসার অনূজ ঠাকরাল। ১৫ রানে ২টি উইকেট নেন সুমিত কুমার। অংশুল কাম্বোজ ৪৭ রানে ১টি উইকেট দখল করেন। ২২ রানে ১টি উইকেট পকেটে পোরেন অজিত চাহাল।
হরিয়ানা দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩৩৬ রান সংগ্রহ করে। ৯২ বলে ৮০ রান করেন নিশান্ত সিন্ধু। তিনি ১৫টি চার মারেন। ১৩৭ বলে ৭২ রান করেন হিমাংশু রানা। তিনি ৯টি চার মারেন। লক্ষয় দালাল ৩৮ ও অঙ্কিত কুমার ৩২ রানের যোগদান রাখেন।
দুই ইনিংস মিলিয়ে ১১ উইকেট সুরজের
প্রথম ইনিংসে ৬ উইকেট নেন সুরজ জসওয়াল দ্বিতীয় ইনিংসেও ৫ উইকেট দখল করেন। ২৭.২ ওভারে ৯২ রানের বিনিময়ে ৫টি উইকেট নেন তিনি। অর্থাৎ, দুই ইনিংস মিলিয়ে ১১টি উইকেট নেন সুরজ। মহম্মদ কাইফ নেন ৫৬ রানে ৩ উইকেট। মুকেশ কুমার ৯৯ রান খরচ করে ২টি উইকেট দখল করেন।
প্রথম ইনিংসের খামতি মিলিয়ে জয়ের জন্য বাংলার সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৩৬৯ রানের। বাংলা শেষ ইনিংসে ২১.৪ ওভারে মাত্র ৮৫ রান তুলে অল-আউট হয়ে যায়। ২৮৩ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে হরিয়ানা। ঋদ্ধিমান সাহা ৩০ বলে ২৫ রান করে অপরাজিত থাকেন। তিনি ৫টি চার মারেন। অঙ্কিত চট্টোপাধ্যায় করেন ২১ রান। ৩ রানে আউট হন ক্যাপ্টেন অনুষ্টুপ।
হরিয়ানার হয়ে শেষ ইনিংসে ৩২ রানের বিনিময়ে ৪টি উইকেট নেন অনূজ ঠাকরাল। ৩৫ রানে ৪টি উইকেট নেন অংশুল কাম্বোজ। ৮ রানে ২টি উইকেট পকেটে পোরেন অজিত চাহাল।